নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
বিদ্যানন্দ - Bidyanondo এর কার্যক্রমকে সর্বোতভাবে সহায়তা দেবার লক্ষ্যে এবং আমরা আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী শ্রমজীবী ও অসহায় মানুষ এবং শিশুদের খাদ্য সহায়তা পৌছে দিতে এই ফোরামটি গঠন করেছি। আজ (৩১শে মার্চ, ২০২০) পর্যন্ত নিম্নোক্ত নেটওয়ার্ক/সংস্থা সমূহ আমাদের সাথে যুক্ত হয়েছে-
০১) স্ট্রীট চিলড্রেন এক্টিভিস্টস নেটওয়ার্ক স্ক্যান বাংলাদেশ
০২) ঢাকা আহছানিয়া মিশন
০৩) লিডো
০৪) হাসিমুখ সমাজকল্যাণ সংস্থা
০৫) এক রঙ্গা এক ঘুড়ি
০৬) আপন ফাউন্ডেশন
০৭) চেইঞ্জ দ্যা লাইভস
০৮) হেল্পিং হ্যান্ডস বিডি
০৯) জনসেবা
১০) ফাপা বাংলাদেশ
১১) অগ্রযাত্রা - চট্টগ্রাম ও কক্সবাজার
১২) জার্নালিস্ট কনসার্ন জার্নালিস্ট ইনিশিয়েটিভ (জেসিজেআই)
১৩) নব উত্থান সমাজকল্যাণ সংস্থা - সিলেট
১৪) আমরা করবো জয় - কিশোরগঞ্জ
করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষের পাশে থাকবার এই উদ্যোগে যোগ দিন। আসুন একসাথে আমরা এই দুর্যোগ মোকাবেলা করি। মানুষের পাশে থাকার জন্য সচেষ্ট হই। সরকারের গৃহীত পদক্ষেপের সাথে যোগ করি আমার আপনার আমাদের সকলের চেষ্টাকে। ইনশাআল্লাহ আমরা সফল হবো।
ধন্যবাদ।
নীলসাধু
প্রধান সমন্বয়ক
করোনা মোকাবেলায় আমরা, বাংলাদেশ।
ইমেইল: [email protected]
https://www.facebook.com/groups/2259781507657823/
২| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৮
রাজীব নুর বলেছেন: এর প্রতিদান আল্লা আপানদের দিবেন।
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনাদের এই মহতী উদ্যোগ স্বাগত জানাই।