নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
২| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বই প্রকাশ। শুভকামনা।
৩| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নলী দা, আপনাকে ধন্যবাদ
আপনার বিষাল কর্মযজ্ঞের জন্য।
সকল গ্রন্থাকারগনকে আমার স্বশ্র্রদ্ধ
অভিবাদন। সবার বইয়ের বহুল প্রচার
ও পাঠকপ্রিয়তা কামনা করছি।
৪| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: বই গুলো দেখেও শান্তি। সুন্দর সব প্রচ্ছদ।
৫| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৬
অধীতি বলেছেন: লিটল এ্যাঞ্জেলস স্কুলটার সাথে কলোনীর গেটে প্রতিদিন ১০ টাকার কফি খেতাম। বাচ্চাদের মা-বাবাদের ভীর জমে থাকত সবসময়। সময়টা খুব সুন্দর ছিল। আমার স্টুডেন্টও ওই স্কুলে পড়ত। প্রতিটা স্টল ঘুরে বইগুলো হাতে নেবো একবার হলেও। সমর্থ থাকলে সবগুলোই নিবো। ব্লগ আর ব্লগার ভালবাসা।
৬| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৬
সিগনেচার নসিব বলেছেন: সংগ্রহ করার ইচ্ছে আছে। শুভকামনা
৭| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বইগুলো প্রকাশের জন্য নীল সাধূ ভাইকে সাধুবাদ জানাই ।
............................................................................................
এই বইয়ের মধ্যে কি শুধূমাত্র আপনার প্রকাশনীর বই ?
নাকি সামুর সকল ব্লগারের বই স্হান পেয়েছে ?
আশাকরি কোভিডের মধ্যেও ভালো থাকবেন
আর আমাদের আশান্বিত করবেন ।
৮| ২৮ শে মার্চ, ২০২১ ভোর ৪:৪৬
সোহানী বলেছেন: ধন্যবাদ নীলদা দেরীতে হলেও পোস্টটির জন্য।
@মলাসইলমুইনা ... এর পরেরবার যখন একটাও কেউই কিনবে না, নীলদা তখন সব আপনার বাড়িতে পাঠিয়ে দেবে নিশ্চিত। সেটার কি ব্যবস্থা নিবেন তা অগ্রিম জানাবেন নীলদাকে.............।
সব কথা বাদ, আজ অন্যপ্রকাশনী থেকে লাইভ আড্ডা ছিল আমার সাথে। সময় পেলে দেখবেন।
৯| ২৮ শে মার্চ, ২০২১ সকাল ৯:৩৫
ইসিয়াক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইলো এক রঙা এক ঘুড়ি প্রকাশনীর প্রতি,প্রকাশক (প্রিয় নীলদা) নীল সাধুর প্রতি ।
আমি ব্যক্তিগতভাবে ভীষণ ব্যস্ত থাকার কারণে আন্তরিকতা থাকা সত্ত্বেও এবার বইমেলাতে যেতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। আমার একটি বই আছে এক রঙা এক ঘুড়ির স্টলে (৩৭ নম্বর স্টল)।
বইটির নাম মেঘ ছুঁয়েছে মনের আকাশ। আশা করি যারা কবিতা ভালোবাসেন,আমাকে ভালোবাসেন, তাঁরা সংগ্রহ করবেন।
বইটি রকমারিতেও পাওয়া যাচ্ছে।ঘরে বসে পেতে চাইলে রকমারি থেকে সংগ্রহ করতে পারেন।
সবার জন্য শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১২:১২
মলাসইলমুইনা বলেছেন: নীলসাধু,
সোহানীর বই তালিকার শুরুতে দেখেই বুঝতে পারছি বইমেলায় আপনাদের হিট বইয়ের মধ্যে শীর্ষস্থানীয় গ্রন্থ ও গ্রন্থকারের নাম । আশাকরি অন্যান্য বইগুলোও একই সাফল্যে উজ্জ্বল হবে।যাহোক, আপনি শুধু একরঙা ঘুড়ির প্রকাশকই নন ব্লগ প্রিয় ব্লগারও।তাই কনসালটেন্সি ফি ছাড়াই একটা স্ট্র্যাটেজিক মার্কেটিং পরামর্শ দেই আপনাকে।সেটা হলো সোহানীর কাছ থেকে আরো তিনটে বইয়ের বায়না পত্র এখনই অগ্রিম করে রাখুন নেক্সট বইমেলার জন্য।নইলে দেরি হলে কিন্তু আগামী বছর তার বই পাবার ট্রেন মিস হবার প্রবল আশংকার সৃষ্টি হতে পারে ! চমত্কার বইগুলো প্রকাশের জন্য ধন্যবাদ নিন।এই বইয়ের মধ্যে আপনার কোনো বই নেই দেখে একটু অবাক হলাম। আশাকরি কোভিডের সমস্যার মধ্যেও আপনাদের কল্যাণ কাজগুলো চলছে। ভালো থাকুন।