নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

ব্লগার ‘কি করি আজ ভেবে না পাই’ এর চিকিৎসা ও সহায়তা সংক্রান্ত সকল পোষ্ট মুছে ফেলার অনুরোধ রইলো।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৪

ব্লগ টিমের পক্ষে কাল্পনিক_ভালোবাসার পোষ্ট সহ ব্লগার ‘কি করি আজ ভেবে না পাই’ এর চিকিৎসা ও সহায়তা সংক্রান্ত সকল পোষ্ট মুছে ফেলার অনুরোধ রইলো। এই জিনিস আর ভালো লাগছে না। ব্লগ টিম বিষয়টি বিবেচনা করবে বলে আশা করছি। ভালো কিছু নিয়ে সবার এমন হৈচৈ আনন্দের। কিন্তু যা হয়েছে বা হচ্ছে তা বিরক্তিউদ্রেক করার জন্য যথেষ্ট। নিজেদের কাছে ছোট হওয়ার চেয়ে অসম্মানের আর কিছু নেই।


ধন্যবাদ।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৮

নজসু বলেছেন:


:(

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪১

নীলসাধু বলেছেন: :(

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: |-)

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪১

নীলসাধু বলেছেন: :(

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৯

নূর আলম হিরণ বলেছেন: এটা আমিও মডারেটরকে অনুরোধ করতে চেয়েছিলাম। আপনাকে ধন্যবাদ।
ব্লগ টিমের দৃষ্টি আকর্ষণ করছি।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

নীলসাধু বলেছেন: ধন্যবাদ হিরণ ভাই।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৫

সোনাগাজী বলেছেন:



ব্লগার কি আসলে অসুস্হ কিনা, অসুস্হ হলে কতটুকু, বিষয়টা জানার দরকার ছিলো! ব্লগারের ছেলেমেয়ে আছে কিনা? স্ত্রী কোন ধরণের ঋণাত্মক ভুমিকা পালন করছে কিনা বুঝার দরকার ছিলো।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

নীলসাধু বলেছেন: তিনি অসুস্থ। এই অসুস্থতা দীর্ঘদিনের। তবে তারা সকল কিছু স্বচ্ছতার সাথে করলে সেটা ব্লগ টিম বলুন আর আমরা যারা সহ ব্লগাররা আছি তাদের জন্য পাশে দাঁড়ানো সহজ হতো কিন্তু হয়ে গেলো ভিন্ন কিছু - যা আসলে নেয়া যাচ্ছে না। এমতাবস্থায় ব্লগ ও ব্লগারদের এই নেতিবাচক ইস্যুটি নিয়ে আলাপ কম হলেই ভালো।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

কামাল১৮ বলেছেন: বিষয়টাকে ঝটিল না করে সহজ করা দরকার।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৫

নীলসাধু বলেছেন: ইতিমধ্যে ভজকট হয়ে গেছে বিষয়টি। তাদের পরিবারের স্বচ্ছতার অভাবে ব্লগারকে সহায়তা করার সুযোগ হারিয়েছি আমরা। আর এই নিয়ে কুতর্ক বাড়াবার কোন দরকার নেই।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৫

ইফতেখার ভূইয়া বলেছেন: আমার মনে হয়না মোছার কোন দরকার আছে। বিষয়গুলো সম্পর্কে ব্লগারদের সচেতনতা তথা সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। ধন্যবাদ।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৩

নীলসাধু বলেছেন: এভাবেও ভাবা যায় তবে যাদের অবগত হবার দরকার তারা সকলেই ইতিমধ্যে ওয়াকিবহাল। কদর্যতা রেখে দেবার কিছু নয়।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:০৫

ঢাবিয়ান বলেছেন: আমরা হলাম সেই জাতি যারা নীরিহ ভাত চোরকে পিটিয়ে মারি কিন্ত হাজার কোটি টাকা লুটপাঠের কারিগরদের অপর্কর্মে নিশ্চুপ থাকি , এমনকি ক্ষেত্রবিশেষে সমর্থনও জানিয়ে থাকি যদি সেটা আমাদের স্বার্থের অনুকুলে যায়।

ধন্যবাদ আপনার পোস্টের জন্য ।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মোছার দরকার নেই সবাই ভালো মন্দ দুটো দিকই জানুক।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫০

জুন বলেছেন: থাকুক না নীল সাধু, হয়তো সত্যি ওনার সাহায্যের প্রয়োজন তা আর্থিক বা মানসিক দুটোই হতে পারে। আমরা বিষয়টিকে কচলিয়ে তিতা করে ফেলছি। ভাবিও মনে হয় বিভ্রান্ত ছিল সাথে গোফরান ও শুন্য সারমর্ম।
আমার সাথে কি করির এই ব্লগেই যোগাযোগ, আর কোনভাবে নয়। আমি তার কবিতা ভালোবাসি সেই সাথে তার সুস্থতা কামনা করি।

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: কেন মুছতে হবে?
একটা মানুষ অসুস্থ। তাকে আমাদের সকলের মিলে কিছু সহযোগিতা করা উচিৎ ছিলো।
স্কুল, মসজিদ অথবা বিভিন্ন সংগঠনের জন্য আমরা কম বেশি দেই। আপনারও তো প্রতিষ্ঠান আছে। সেখানে লোকজন সহযোগিতা করে।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২১

নীল আকাশ বলেছেন: না থাকুক, ভবিষ্যতে বাকি সবার জন্য উদাহরণ হয়ে থাকবে বাটপারির করার সিদ্ধান্ত নেওয়ার আগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.