নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

ছবি পোষ্ট :: ব্লগ দিবস ২০১৯ ও ২০১৮

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৬

গতকাল ব্লগ দিবসে এই পোষ্ট দেবো ভেবেছিলাম। দেয়া হয়নি।
এখানে সর্বশেষ দুটি ব্লগ দিবস পালনের ছবি আছে। প্রথমে ২০১৯ এবং পরে ২০১৮।


আসুন ছবি পোষ্ট দেখি।


ব্লগ দিবস ২০১৯







































































































ব্লগ দিবস ২০১৮





































মন্তব্য ১৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩২

কামাল১৮ বলেছেন: কোন ছবি কার লিখেদিলে ভালো হতো।নুরু ভাইকে চিনলাম আর চিনলাম এডমিন সাহেবকে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫০

নীলসাধু বলেছেন: আমি আস্তে আস্তে সবগুলো ছবিতে সবার নাম দিয়ে দেবো।
আপাতত ছবিগুলো রেখে দিলাম। আমি দুদিন ধরে ২০১৯ এর ছবিগুলো পাচ্ছিলাম না।
আজ পেয়েছি।

ধন্যবাদ।

২| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪০

জুন বলেছেন: আরজুপনি, কাভা, ভৃগু, শিপু ভাই এদের চিনলাম নীলসাধু। ছবি লোড হচ্ছে না তাই সব ছবি দেখতে পেলাম না :(
ভালো লাগলো ব্লগ ডে তে সবাইকে দেখে :)

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫২

নীলসাধু বলেছেন: আছে প্রায় অনেকেই। দু বছরের ছবি তো তাই অনেকের ছবি আছে এখানে।
আমি পরে সবার নাম দিয়ে দেবো।

৩| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৪

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: নাম লিখে দিলে চিনতে পারতাম।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫১

নীলসাধু বলেছেন: আমি সবগুলো ছবিতে সবার নাম দিয়ে দেবো। সময় নিচ্ছি একটু,
আপাতত ছবিগুলো রেখে দিলাম।

ধন্যবাদ।

৪| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৫

স্প্যানকড বলেছেন: কামাল ভাই এর সাথে একমত। প্লিজ দিবেন কিন্তু। ভালো থাকবেন :)

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৬

নীলসাধু বলেছেন: দেব আজই।
টেক কেয়ার কবি।

৫| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১২

জনারণ্যে একজন বলেছেন: আরজু পনি যে কি অসম্ভব ভালো লিখতেন! ওনার লেখা এখনো বেশ মিস করি।

ও হ্যাঁ, ভুলেই গেছিলাম যে নতুন একটা ট্রেডমিল কিনতে হবে। জাদিদের ছবি দেখে মনে পড়ে গেলো।

এই কারণে জাদিদ কে একটা ধন্যবাদ দেয়া যেতেই পারে।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৭

নীলসাধু বলেছেন: আরজুপনিও কি লেখা বন্ধ করে দিয়েছে?
জাদিদের শরীর এখন অনেক ফিট। সে মধ্যে কদিন একটু ইয়েহ হয়ে গেসিলো।হিহি।

৬| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৮

তারেক_মাহমুদ বলেছেন: অনেক মজার ছিল এই ব্লগ ডে, আমিও উপস্থিত ছিলাম।

৭| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: পুরোনো ছবি দেখতে আমার সব সময় ভালো লাগে।

৮| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৫

প্রামানিক বলেছেন: এই অনুষ্ঠানের পরে আর ব্লগ অনুষ্ঠান হয় নাই। কাজেই এটাই বাংলা ব্লগারদের শেষ অনুষ্ঠান ভবিষ্যতে কি হবে বলা মুশকিল।

৯| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাঁপা পিঠার ছবি দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারছি না

১০| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনি ছিলেন অনুষ্ঠানের অন্যতম অর্গানাইজার। ব্লগার আসাদ ও ছিলেন। অনেকের সঙ্গে দেখা হয়েছিল। নুরু ভাইয়ের সঙ্গে শেষ সাক্ষাৎ। আহমেদ জিএস এসেছিলেন উনার সঙ্গে প্রথম বারে দেখা হলো সেবার। কৌশিক ছিলো আরজু পনি ঘুপা শিপু ভাই অনেকে। শের শায়েরী ভাই আসে নি । :)

ধন্যবাদ সুন্দর শেয়ারে। :)

১১| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬

বিজন রয় বলেছেন: আপনার এই পোস্টের বদৌলতে প্রিয়সব ব্লগারদের দেখতে পেলাম!!

তারা অনেকই ব্লগে আছেন, অনেকেই মোটেও আসেন না।

যাহোক সবার জন্য শুভকামনা।

১২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

বাউন্ডেলে বলেছেন: ভালো লাগলো।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৭

ক্রেটোস বলেছেন: কিছুদিন আগেই নিজের লম্বাচুলগুলো সহমানুষীর অনুযোগে কেটে ফেলতে হয়েছে। আপনার আর বিদ্রোহী ভৃগুর লম্বাচুলের ছবিটা দেখে কিছুদিন আগে ত্যাগ করা প্রিয় চুলেদের কথা মনে পড়ে গেল। ভালো লাগলো স্মৃতিময় ছবিগুলো দেখে। শুভেচ্ছা রইল।

১৪| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৫

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: দেব আজই।

ওয়েট করেছিলাম কখন ব্লগারদের নাম দিবে ছবিতে, তাহলে চিনতে সুবিধা হতো :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.