নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
জ্বি আমি দেখছি। ভালো লাগছে।
সত্যি?
হুম সত্যি!
ভীষণ প্রতিবাদ।
ভীষণ?
ভীষণ।
প্রতিবাদ?
প্রতিবাদ। হা হা হা।
হাসছো?
নাহ আমি চা খাচ্ছি।
তো?
হাসি ও না।
কেন?
চা ছলকে পড়ে যাবে। আমি তখন ভীষণ প্রতিবাদ করবো কিন্তু!
অফ টপিক
অনেকেই আমরা এখন এভাবেই প্রতিবাদ করি। যা কিছুই হোক তাতে যেন আমাদের কিছু যায় আসে না। মানূষ মরে যাক, অনিয়ম অনাচার যাই হোক আমরা আমাদের মাঝেই সীমাবদ্ধ থাকি। নিজ স্বার্থান্ধ হয়ে জীবন কাটানো শিখেছি।
মাঝে মাঝে বুলি আউড়াই কিন্তু আদতে নুলো ভিখারি সবাই।
০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৩
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো সুপ্রিয় নয়ন।
২| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর বলেছেন কবি নীল দা
ভাল থাকবেন----------
০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৩
নীলসাধু বলেছেন: ধন্যবাদ কবি আলমগীর সরকার লিটন ভাই।
টেক কেয়ার।
৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৮
বিজন রয় বলেছেন: হা হা হা ..........
প্রতিবাদ করতে যখন শাহবাগে ডাকেন তখন ক'জনে পান?
ঠিক বলেছেন।
এ জাতি বড়ই পাঁজি জাতি।
০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৭
নীলসাধু বলেছেন: আমরা একা একা চলতে চাইছি।
একলা একলা ভালো থাকতে চাইছি।
আর দু প্রজন্ম পরেই এই দেশের মানূষ আরো বদলে যাবে।
ভালো থাকুন।
আর শাহবাগ নয় কোনোখানেই প্রতিবাদ হচ্ছে না, এটাতো শাহবাগ বা পল্টনের ব্যাপার না, এই বোধ থাকতে হবে নিজের মধ্যেই।
৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছোটখাটো প্রতিবাদও কেউ করে না। অনেক সময় প্রতিবাদ করলেও কেউ এগিয়ে আসে না। এভাবেই অন্যায়ের জয় হয় সর্বত্র।
০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২২
নীলসাধু বলেছেন: জ্বি ঠিক বলেছেন ছবি আপা।
শুভেচ্ছা জানবেন।
৫| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪১
প্রামানিক বলেছেন: দারুণ লাগল কথাগুলো
০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২২
নীলসাধু বলেছেন: থ্যাংকু প্রামানিক ভাই।
৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
সেলিম আনোয়ার বলেছেন: আসলে অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার। দেশ আর দে
৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪
রাজীব নুর বলেছেন: হ্যা প্রতিবাদ করাই উচিত।
কবিরা চুপ করে থাকলে দেশের ক্ষতি।
৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৬
সোনালি কাবিন বলেছেন: মজা পেলাম
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৬
নয়ন বড়ুয়া বলেছেন: একদম দাদা...