নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক \'মেঘফুল\'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন \'এক রঙ্গা এক ঘুড়ি\'।

নীলসাধু

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]

নীলসাধু › বিস্তারিত পোস্টঃ

বইমেলা থেকে ফিরে

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১২



গতকাল বইমেলায় এক পাগলের দেখা পেলাম!
লিটলম্যাগ চত্বরে একা বা দুজন মেয়ে যে স্টলগুলোতে বসে আছে তারা তিনজন শুধু সেই সব স্টলেই যাচ্ছেন আর কথা বলছেন। একজন মুল পাগল আর সাথে দুই পাশে দুই আধা পাগল। দূর থেকে অনেকক্ষণ এই দৃশ্য দেখে আমি আগ্রহী হলাম।

এর মাঝেই আমি খেয়াল করলাম তারা মেঘফুল স্টলেও সাদিয়ার সাথে আলাপে মগ্ন। আমি ১০ মিনিট দেখে মনে হলো আমার স্টলে যাওয়া উচিত। মজার ব্যাপার হলো আমি মেঘফুলে যাওয়া মাত্র সেই তিনজনের দল দ্রুত স্টল পরিত্যাগ করলো।
আমি সাদিয়াকে জিজ্ঞেস করলাম তারা কি বলছিলো?
সাদিয়া জানালো তারা মেঘফুল এর উচ্চারন কি হবে, এর অর্থ কী? এটা ভুল ওটা ঠিক ইত্যাদি নিয়ে আলাপ করছিল।
আমি বুঝলাম এরা পবনা ফেরত দল। ছাগল গোত্রের। অসুস্থ।
সাদিয়া র সাথে কথা বলতে বলতেই তাদের আরো একটি স্টলে দাঁড়াতে দেখলাম। অবধারিতভাবেই সেটিও ছিল মেয়েদের স্টল। কোন পুরুষ ছিল না। সেটি ছিল নারী অধিকার নিয়ে কাজ করা একটি সংস্থার পত্রিকার স্টল। সম্ভবত সমস্বরের স্টল। সেখানে গিয়ে প্রথমেই তুমি সম্বোধন করে প্রশ্ন করায় তারা প্রতি আক্রমণের স্বীকার হলো। আমিও সেই স্টলের পাশে দাঁড়ানোয় তারা সেখান থেকেও দ্রুত চলে গেলো। সেখানে তারা জানতে চাইছিল নারীবাদ কী!

আসলে এই সব প্রশ্ন কিছুই না। এগুলো উছিলা। এরা এক ধরণের পাগল গোত্রের মানুষ যারা পুরো সুস্থ স্বাভাবিক নয়। তারা তাদের মতোন পাগলামিতে মজা পায়, সুখ খুজে। এরা নারীদের বিব্রত করে, তাদের প্রতি নানা মন্তব্য ছূঁড়ে। একধরণের মানসিক রোগী এরা। প্রতি বইমেলায় এমন অনেক বিচিত্র মানুষের দেখা মেলে, এবারেও দেখছি।

নীলসাধু
বইমেলা থেকে ফিরে


ব্লগ টপিক
এই ব্লগেও অসুস্থ পাগল আছে। বেশ কয়েকজনই আছে।
দেখছি এদের পাগলামি।

ছবি//সংগ্রহ

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৩

আহমেদ জী এস বলেছেন: নীলসাধু,




মজার একটা লেখা!

এরা ইচ্ছেকৃত মাতাল বা পাগল। নারীদের সুবাস খোঁজার ধান্ধায় থাকে, আর কি! এটা স্বভাবের দোষ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৪

নীলসাধু বলেছেন: আপনি ঠিক বলেছেন আহমেদ জী এস ভাই। তারা শুধু যে স্টলে মেয়েরা বসা এবং যাদের আশেপাশে কেউ নেই তাদের স্টলেই যাচ্ছিল এবং উদ্ভট প্রশ্ন আলাপ করার চেষতা করছিল।
মানসিক রোগী।


২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: যেসব স্টলে সুন্দরী থাকে, সেসব স্টলে পাগলের উৎপাত একটু বেশিই থাকে। বইটই কিনলে তাও মানা যায়, কিন্তু শুধু পাগলামি করলে তো মুশকিল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৩

নীলসাধু বলেছেন: মেলা চলে দীর্ঘ এক মাস। কতো অদ্ভুত ঘটনার দেখা যে মেলে।
এদেরে মধ্যে অসুস্থতাও আছে। বিকারগ্রস্ত আছে। দেখলে মনে হয় সুস্থ অথচ


শুভেচ্ছা রইলো।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৪

নয়ন বড়ুয়া বলেছেন: হাহাহ দাদা।
গতবছরও এরকম পাগলের পাল্লায় পড়েছিলেন...

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৯

নীলসাধু বলেছেন: এটা গতবছরের লেখা, ফেসবুক থেকে দিয়েছি। এবার এখনো এদের সামনে পরা হয়নি। মেলায় সারা মাসে নানাকিছু হয়, এইসব নিয়ে লিখবো। জমছে অনেক লেখা।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:২৪

সোনাগাজী বলেছেন:



আপনি বলছেন, "এই ব্লগেও অসুস্হ পাগল আছে। ..."

-এসব কথা বলে, আপনি নিজকে বড় কিছু ভাবছেন?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৭

নীলসাধু বলেছেন: ব্লগে যা দেখছি তার কথা বলেছি। আমি তো দেখি অনেক পাগল এই ব্লগে আছে, ব্লগিং এর নামে অন্যের কুৎসা, বিদ্বেষ, অতি জ্ঞান ফলাচ্ছে। যারা দলেবলে এইসব করছেন, তাদের কি সুস্থ বলে মনে করেন আপনি? আপনাকে তেল দেয় এমন কজনের মধ্যেও এই রোগ আছে।
আমি বড় নই, নিজেকে একজন স্বেচ্ছাসেবী ভাবা মানূষ, কৈশোর থেকে এখন পর্যন্ত আমি মানুষের জন্য কাজ করা মানূষ। এই দেশের জন্য কাজ করা মানুষ, এই আমাকে নিয়েও তো আপনি এবং আপনার দলের লোকজন জল কম ঘোলা করেননি, এইগুলো কি সুস্থতার লক্ষণ? আপনি নিজে কবার ব্যান খেয়েছেন? এমন বহু ব্লগার আছে যাদের কখনো ব্যান করার প্রয়োজন হয়নি তাহলে তারা কী করছে আর আপ্নারা কী করছেন ব্লগে?

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০০

এক চালা টিনের ঘর বলেছেন: আপনি বলেছেন এই ব্লগেও অসুস্থ পাগল আছে।


আপনালে ভাল বলে ভাল সে নয়, লোকে যারে ভাল বলে ভাল সে হয়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১২

নীলসাধু বলেছেন: জ্ঞান বিতরণ কইরেন না, কইমা যাইবো।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

নিবারণ বলেছেন: এই শালাদের পিটানি দরকার। মাইয়া মানুষ দ্যাখলেই এইগলা পাগলা হইয়া যায়।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.