নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব। ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি। আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়। শুভ ব্লগিং। ই-মেইলঃ [email protected]
আগামী ৫ই জুন ২০২৪ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর একটি সংঘ Earth Saving Council of Bangladesh বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। আমরা ঘুড়ি ইশকুল এই আয়োজনে যুক্ত আছি।
জলবায়ু পরিবর্তনের এই প্রভাবে বাংলাদেশেও ঘূর্ণিঝড়, বন্যা এমনকি তীব্র খরার মত ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে সারাদেশে যে তীব্র দাবদাহ বয়ে গেছে যার প্রভাবে অনেকগুলি করুণ মৃত্যুর ঘটনাও ঘটেছে। হাজার হাজার শিশু, নারী, পুরুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নষ্ট হয়েছে ফসলের ক্ষেত। অনেক জায়গায় আগুন লেগে পরিবেশ ধ্বংস হয়েছে। পরিবেশ রক্ষাকর্মী এবং বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে, এ অবস্থা অব্যাহত থাকলে সামনের দিনগুলিতে আমরা আরো ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হবো।
সমমনা সংস্থা/ব্যাক্তি যারা পরিবেশ, জলবায়ু, বৃক্ষরোপণ ইত্যাদি নিয়ে কার্যক্রম পরিচালনা করছেন, সকলকে উদাত্ত আহবান জানাই আসুন আমরা সম্মিলিতভাবে পরিবেশ দিবস পালন করা সহ পরিবেশ নিয়ে আগামীতে বড় পরিসরে কার্যক্রম শুরু করি।
ধন্যবাদ।
১১ ই মে, ২০২৪ রাত ১১:৪৬
নীলসাধু বলেছেন: ৫ জুন ২০২৪ বিশ্ব পরিবেশ দিবসে আমাদের কর্মসূচি:
১. বিকেল ৩টা থেকে ৪টা - শোভাযাত্রা
২. বিকাল ৪টা থেকে ৫টা - বৃক্ষ রোপণ
৩. বিকাল ৫টা থেকে ৬টা - পথনাটক, মাইম প্রদর্শনী
৪. দিনব্যাপী ফটোগ্রাফি প্রদর্শণী (বিষয়- ঢাকার চারশ' বছরের ইতিহাস)
২| ১২ ই মে, ২০২৪ রাত ১১:৩৬
শফিক আফতাব বলেছেন: প্রিয় নীলসাধু, জানা আপান ফোন নংটা আমার বিশেষ প্রয়োজন। আপনি পারলে আমার কোনো পোস্টে দেবেন। কিংবা আমার নং ০১৭১২২১৫০০৯ শাফিক আফতাব
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভাইয়া, শুভ উদ্যোগ।
কর্মসূচী কি কি নেওয়া হয়েছে জানতে পারলে অংশগ্রহণ করবো। সিলেটে কেউ আয়োজন করছেন কি?