নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

\'লোল\' - LOL

১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

ইংরেজীতে LOL এর পূর্ণরূপ laugh out loud বা কেউ কেউ বলবে lot of laugh বা ইত্যাদি ইত্যাদি আরকি। বাংলায় lol যদি লিখতে চান, তাহলে লেখা লাগে 'লোল'।

আমি সেকেলে ধাঁচের মানুষ, সেকেলে চিন্তা ভাবনায় থাকি। খুব বেশী যে lol লিখেছি জীবনে তা না। হয়ত আজকেই যতবার lol লিখবো, জীবনে সব মিলিয়ে ততবার lol লিখি নি ;) তবে হ্যাঁ lol পেয়েছি প্রচুর। বিশেষত কমেন্টে। ইনবক্সে না।

ইনবক্সে না পাবার কারণ হলে মেয়েদের সাথে তেমন চ্যাট করা হয় না। জীবনে তিনটা মেয়ের সাথে সবচাইতে বেশী চ্যাট করেছি; তিনজনই আঁতেল! তাদের মধ্যে আবার একজন এই ব্লগের ব্লগার! তার কাহীনি আর একদিন শোনা যাবে; প্রেম-পিরিতির বিষয় কি না ;)

যাই হোক! চ্যাটে না পাই, কমেন্টে lol পেয়েছি এইটাই বা কম কিসে? এই লোল বা lol নিয়েই আজকের সমাচার।

শুরু করা যাক, না কি?

প্রথম যেদিন lol দেখেছিলাম, সেটা মনে হয় ২০০৬/৭ হবে; ইয়াহুর চ্যাট রুমে। না বুঝেই চেতে গিয়েছিলাম যে গালি দিছে ভেবে। তখনকার গুগল এতটা ভালো ছিলো না যে lol লিখলেই অর্থ বলে দিবে। তো বেশ কিছু পরে জানলাম যে এইটা অত্যাধিক হাসির কিছু। মিলাইতে পারলাম না। হা হা হা হা এর পরিবর্তে লোল এতটুকু শব্দ ক্যামনে অত্যাধিক হাসি প্রকাশ করে? লোহোহোহোল হইলেও একটা কথা ছিলো!

এরপর থেকে বিভিন্ন জায়গায় লোল বা lol পেয়েছি; বেশীরভাগ জায়গাতেই মূলত লোকজন আমাকে অপমান করতে ব্যবহার করেছে। তবে একটা সময় আমি প্রতিশোধ নিতে শিখেছি! প্রথমবারের ঘটনা বলিঃ

২০১১ এর শেষ দিক। আমার গার্লফ্রেন্ড মাত্রই কিছুদিন আগে এক্স হইছে! না না মারা যায় নাই; আর একজনের হাত ধরে চলে গেছে! দুঃখ কাটাইতে সবার সাথে গেলাম নভোথিয়েটারে; সবাই জানতো ওখানে থ্রিডি মুভি দেখায়! কে যেন আমার ছবি তুলছিলো, আমাকে ট্যাগ করে পোষ্ট করলো। যেহেতু আমার চেহারে তেমন আহামরী কিছু না; ছবিটা হলো বিচ্ছ্রি! ঐ এক্সের বেষ্ট ফ্রেন্ড এসে একটা কেন যেন lol লিখে চলে গেলো।

মেজাজ গেলে বিগড়ে! তাকে জিজ্ঞাসা করলাম, 'পড়তেছে?' সে বুঝলো না। পরে বুঝিয়ে দিলাম যে, তুমি যে বললা লোল, আমি জিগাইলাম লোল পড়তেছে? ব্যাস! মেয়ে তো রেগে মেগে ফায়ার; উহু, খালি ফায়ার না; আরও একটু বেশী কিছু।

এরপর থেকে শুরু হলো আমার 'লোল' - 'পড়তেছে' খেলা। যে লোল লিখে, আমি লিখি 'পড়তেছে?' খুব দ্রুত বন্ধু মহলে এটা প্রচার হয়ে গেলো। কেউ আর আমার ধারে কাছে (মানে স্ট্যাটাসে) এসে লোল বলে না। সামনে তো বলেই না!

অতএব, বহু বছর ধরে আমি লোল এবং পড়তেছে খেলা থেকে বঞ্চিত! কিন্তু..... সুযোগ আবার হাজির। গতকাল এক লোক আমার একটা পোষ্টে (একটা গ্রুপের পোষ্টে) লোল লিখলো। লেখাটা আমি প্রায় ঘন্টাখানেক গবেষণা করে আরও ৫মিনিট ব্যায় করে লিখেছি। আর সে কিনা ২ মিনিটের মাথায় এসে 'লোল' ফালায় চলে গেলো? আমিও সাথে সাথে আনবিক বোমা, থুক্কু 'পড়তেছে' ফালাইলাম। ওমনি ক্যাচাল।

গ্রুপের এডমিন এসেও যখন এই ক্যাচাল থামাইতে না পারে; আর এক আপু নিচে কমেন্ট করলেন, 'lol নিয়ে এত ক্যাচাল; lol'!

ব্যাস, সবাই তাকে ঠেসে ধরলো একই অপরাধ দ্বিতীয়বার করবার জন্য।

এত ঘটনা কেন বলতেছি?

হুদাই! ৩দিনের কথা বলে এডমিন এখনও আমাকে এপ্রুভ করে নাই। একখান পোষ্ট দিলাম, যদি আমার লেখা প্রথম পাতায় যায় আরকি!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

আরোহী আশা বলেছেন: বেশ...........

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: লোল না ফালাইবার জন্য ধন্যবাদ!

২| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমি দিলাম লোল B-) B-) B-)

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনারও পড়ে তাইলে ;) :P

৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



B-) B-) B-) B-)

মুই তো স্মার্ট না

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: লোল B-))

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: সবার মত আপনারও পড়লো? :P

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~
খিকজ B-))

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২০

ঋণাত্মক শূণ্য বলেছেন: B:-)

৬| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
যাইবু না যাইবু না, বুঝছেন! :) আপনি বরং কাভা ভাইয়ের সাথে যোগাযোগ করে উনার থেকে তাবিজ টাবিজ নেন ;)

বিনা পয়সে আপনাকে সতর্ক করি, বেশি কথা বলবেন না, তা না হলে আপনার আসল নাম মুখ ফসকে বলে দিবেন ;)

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: ?

৭| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: . :)

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫০

ঋণাত্মক শূণ্য বলেছেন: B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.