নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

ব্লগীয় বিশেষজ্ঞেরা!

০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫৬



ব্লগ এক আজব জায়গা! ফেসবুকের থেকেও আজব! ফেসবুকে সব আতেল মার্কা বিশেষজ্ঞ! এবং ফেসবুকে বিশেষ করে সবাই সকল বিষয়ে বিশেষজ্ঞ।

কিন্তু ব্লগ? এখানে সবাই বিশেষজ্ঞ না। আবার সবাই সব বিষয়ে বিশেষজ্ঞও না। তবে কিছু মানুষ বাদে।

সব বিষয়ে বিশেষজ্ঞ হবার মত ব্লগার মোটামুটি হাতে গোনা কয়েকজন। এদের সারাদিন দেখা যাবে ইসলামের পিছনে লাগতে, তারপর রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদি ইত্যাদি। এবং এরা মূলত চরম মাত্রায় স্পর্শকাতর। চরম মাত্রায় মানে চরম মাত্রায়। লজ্জাবতী গাছের চাইতেও বেশী। তবে লজ্জাবতী গাছ লজ্জা পায়, এরা লজ্জা পায় না; বরং ন্যাংটো হয়ে নেমে পড়ে।

ওহ, কবিদের কথা বলতে ভুলে গেছি। এনারও বিশেষজ্ঞ, তবে আমার মত লোকজন, যারা কবিতা পড়েন না, তাদের বিরক্ত করতে পারে না এই কবিরা। উনারা আবার সব বিষয়েই কবিতা লিখতে পারেন।

যা বলছিলাম। ঐ হাতে গোনা কয়েকজনকে সারা দিন এমনকি সারা রাতও ব্লগে ঘুর ঘুর করতে দেখা যায়। এরা এক জোট হয়ে থাকে; কিছুটা রসুনের পাছার মত। দেখলে মনে হবে আলাদা আলাদা, কিন্তু সবকটার পাছা এক জায়গায়!

এই বিশেষজ্ঞদের ভাব চক্কর দেখে মনে হয় এরা গোপন কোন মিটিং করেই তারপর নামে! এদের কেউই সাধারণত একই বিষয়ে একদিনে পোষ্ট দিবে না! একজন দিবে ইসলাম বিরোধী পোষ্ট, তো আর একজন দিবে রাজনৈতিক পোষ্ট! আর একজন দিবে কোন ব্লগারকে উদ্দেশ্য করে প্যাদানো পোষ্ট!

একজন ব্লগার আছেন, যার একটা বাটন আছে, আমি নাম করেছি 'ক্রেইজি বাটন'। অবশ্য এই বাটনটা ভিজিবল না! তবে কথা দিয়ে এই বাটন এক্টিভেট করা যায়। উনার মতের বিপরিতে একটা কথা বলে দিয়ে আসবেন; ব্যাস। খালি লাফাইবো, আর কমেন্ট করবো। একা না পারলে তখন ঐ বিশেষজ্ঞ প্যানেলের লোকজন নিয়া হাজির হইবো। এরপর না পারলে উনি উনার কয়েকটা ফেক আইডি থেকে আক্রমণ চালান।

ওহ, পোষ্টের শুরুতে ব্যাটম্যানের ছবি দিয়েছিলাম! কিন্তু কেন? উপরে যাদের কথা বললাম, উনারা আসলে ব্যাটম্যানকে নিয়ে করা মজার রিপিটেশন! ব্যাটম্যান নিয়ে সবচাইতে প্রচলিত জোকস হচ্ছেঃ তাকে কিছু বললেই সে বলে "I'm Batman"। এ ছাড়া আর কিছু নাই। এনারাও এমনই। কিছু হলেই উনারা ব্লগে কত পুরাতন, আর উনারা কত জ্ঞানী এটাই বলে। আর কিছু বলার থাকে না!

এই বিশেষজ্ঞদের মধ্যে কয়েকজন আছেন যাদের বলা যায় 'ককটেল বাজ'! কিভাবে? এরা আসবে; একটা বিতর্কিত পোষ্ট দিবে, হাওয়া হয়ে যাবে। যেমনটা করে মিছিলে বা হরতালে ককটেলবাজেরা! একটা মারে, লাপাত্তা হয়ে যায়। এদিকে মানুষ কমেন্ট করে, উত্তর দেয় না। এই বিশেষজ্ঞেরা আসলে অনেক কিছু নিয়ে কথা বললেও তাদের জ্ঞানের মূল উৎপত্তি টয়লেট! টয়লেটে বসে যা ভাবে, তার প্রতিফলন দেয়ায় ব্লগে! এরপর লাপাত্তা; কারণ ও নিজেও বুঝে যে যা বলে ফেলছে তার বিপরিতে যে কথা আসছে তার উত্তর করার যোগ্যতা নিজের নাই!

**** ব্লগার চাঁদগাজী এর অনুরোধ ক্রমে এই লাইনটি মোছা হইলো ****

মন্তব্য ৬৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ৯:০৯

নীল আকাশ বলেছেন: এদের কি কি বিষয়ে জ্ঞানের কোন অভাব নেই সেটার লিস্ট দিতে গেলে দিন রাত পার হয়ে যাবে!
কিন্তু কোন কিছু দেখে কি কারনে লাফ ঝাপ দিচ্ছে সেটা জিজ্ঞেস করুন? তখন দেখবেন কবি নিরব!
নিজে কোন বিষয় লিখতে না পারলে কি হবে? সবাইকে দিন রাত জ্ঞানের ভান্ডার থেকে অবিরত ***** বিতরন করে যান!
এদের আসলে ইসলাম ধর্ম নিয়ে বড় ধরনের চুল্কানির রোগ আছে। অনেকটাই সারমেয়দের ঘি হজম করা বিষয়ক!
পোস্ট লাইকড।

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:১৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: সেই রকমই!

২| ০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৪

নূর আলম হিরণ বলেছেন: ব্লগে দুই একজন ছাড়া বাকিরা ধর্ম নিয়ে জোড়াতালির পোষ্ট দেয় এরাই বেশি আক্রমনের শিকার হয়।

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:১৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: কয়েকজনেই আছে ইসলামী বিভিন্ন নিয়মকানুনের ভুল ব্যাখ্যা করে মানুষকে পথভ্রষ্ট করতে চেষ্টায় আছে।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৫

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

তুমি তো সব থেকে বড় বিশেষজ্ঞ!!!!!!!!!!!!!!!!

এই যে ব্লগ নিয়েই বিশেষ গবেষনা করে ফেলেছো!


হা হা হা !

গুড জব! :)

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:১৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: হে হে হে হে.... কথায় আছে না; গোবরে ফুল ফুটে ;)

৪| ০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ১০:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঋণাত্মক শূন্য আপনি নিজেই বিশেষজ্ঞ
ভাল্লাগছে পোস্ট

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:১৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম, এত বিশেষজ্ঞের ছোঁয়ায় নিজে যদি একটু পরিবর্তন না হইলাম, তাহলে কি হইলো কিছু?

৫| ০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: ব্লগের বিশেষজ্ঞদের নিয়ে আপনার বিশেষজ্ঞ মতামত ভাল্লাগছে।

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:১৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: খ্যাঁক খ্যাঁক খ্যাঁক!

৬| ০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৮

কথার ফুলঝুরি! বলেছেন: বিশেষ বিষয়ে বিশেষভাবে অজ্ঞ = বিশেষজ্ঞ ;)

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:১৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: এতটা বাঁশ দেবার..........; থুক্কু, এতটা ব্যাখ্যার করবার কি দরকার ছিলো?

৭| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

তুমি তো সব থেকে বড় বিশেষজ্ঞ!!!!!!!!!!!!!!!!

এই যে ব্লগ নিয়েই বিশেষ গবেষনা করে ফেলেছো!


হা হা হা ! =p~

গুড জব! :)

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:১৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপুকে যা বলছি তাই তাই!

৮| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: ব্লগার হিসেবে আপনি নিজে কেমন তা কি জানেন??

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:২০

ঋণাত্মক শূণ্য বলেছেন: জ্বী, আমার নিজের তলাটা যে খালি, তা আমি জানি। তবে উপরে যাদের কথা বলছি, তাদের সাথে আমার পার্থক্য হচ্ছে তারা নিজেরা জানে না যে তাদের তলাটাও খালি!

৯| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৪

ভুয়া মফিজ বলেছেন: এই বিশেষজ্ঞদের মধ্যে কয়েকজন আছেন যাদের বলা যায় 'ককটেল বাজ'! কিভাবে? এরা আসবে; একটা বিতর্কিত পোষ্ট দিবে, হাওয়া হয়ে যাবে। যেমনটা করে মিছিলে বা হরতালে ককটেলবাজেরা! একটা মারে, লাপাত্তা হয়ে যায়। এদিকে মানুষ কমেন্ট করে, উত্তর দেয় না। এই বিশেষজ্ঞেরা আসলে অনেক কিছু নিয়ে কথা বললেও তাদের জ্ঞানের মূল উৎপত্তি টয়লেট! টয়লেটে বসে যা ভাবে, তার প্রতিফলন দেয়ায় ব্লগে! এরপর লাপাত্তা; কারণ ও নিজেও বুঝে যে যা বলে ফেলছে তার বিপরিতে যে কথা আসছে তার উত্তর করার যোগ্যতা নিজের নাই।

আপনার উপরের বক্তব্যের সূত্র ধরে বলি, আপনি নিজেই তো এই ক্যাটাগরীর ব্লগার। আপনার আগের পোষ্টে দেখলাম ছয়জন মন্তব্য করেছে, একজনেরও উত্তর না দিয়ে এই পোষ্ট করেছেন। কেন? দয়া করে আগে নিজে ঠিক হন!!! B-)



০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:২২

ঋণাত্মক শূণ্য বলেছেন: স্কুল কলেজে নামকরণের সার্থকতা নামে একটা প্রশ্ন থাকতোই। সেটার কথা মনে পড়ে গেলো। আপনাকে ধন্যবাদ আমার সব পোষ্ট ঘাটানোর জন্য। এবং আউট অফ গাদাখানিক পোষ্টের মধ্যে একটা খুঁজে বের করতে পেরেছেন এ জন্য ধন্যবাদ!

আর এই যে, আপনার এই কমেন্টের রিপ্লাই দিয়ে আপনার নামকরণের সার্থকতা বুঝিয়ে দিলাম!

১০| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২০

বিজন রয় বলেছেন: আপনিও তো দেখি বিরাট বিশেষজ্ঞ!!!!

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:২৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: জ্বী, আমি উনাদের থেকে দুই কাঠি বেশী!

সত্য একটা ঘটনা মনে পড়ে গেলো, এক ভাইয়ের ইমেইল আইডি এমন "ভাইয়ের_নাম০০৯এটগুগুল.কম"। উনাকে জিগাইলাম ০০৯ ক্যারে? উত্তর আসলো, আমি জেমস বন্ডের থেকে ২কাঠি বেশী সরেস!

১১| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিশেষ বিশেষ বিষয়ে অজ্ঞ তারাতো এমনই হবে।

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:২৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: তা আর বলতে!

১২| ০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আজাইরা পোস্টে কমেন্ট করা কমিয়ে দিয়েছি...

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:২৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখাটি যখন লিখছিলাম, তখন মনে হচ্ছিলো যে আজাইরা একটা লেখা লিখছি। কিন্তু আপনার কমেন্ট পড়ে বুঝলাম যে এই আজাইরা পোষ্টেরও দাম দেবার মত কোন না কোন ভদ্রলোক আছে দুনিয়ায় এখনও!

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৩

শায়মা বলেছেন: হা হা কমেন্টগুলো মজার! ভুয়া মফিজ ভাইয়া আর পাঠকের প্রতিক্রিয়া!!! হা হা হা হা

আজকাল আবার কেনো যেন সামুতে কমেন্ট পড়েই বেশি মজা লাগছে!


সামুর দূর্দিন সুদিন কুদিন সকল দিনেই মজাদার লেজ টানাটানি কমেন্ট ছিলো এবং থাকবে .......

আমি আছি থাকবো
ভালোবেসে মরবো
গানটা মনে পড়ে গেলো! :P

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:২৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: আহ, সামুর টানাটানি কি ভোলা যায়। চিকন মিয়ার কথা মনে আছে? কথায় কথায় মাইনাস!

একটা সময় ছিলো যখন আমি আপনার ব্লগে, এবং আপনি আমার ব্লগে ঘুরঘুর করতাম। হৈমন্তী নামে এক ব্লগারও ছিলো ঐ সময়ে! আপনাকে একদিন মন্তব্যে বলেছিলামও যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সায়মা নামের এক ম্যাডামের উপরে ক্রাশ খাইয়াছিলাম :P

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:০৭

বলেছেন: শূন্য থেকে সৃষ্টি হয় সকল অজ্ঞ ও বিজ্ঞ।।।।

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:২৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: ল্যাও ঠ্যালা! শুন্য থেকে কিছু সৃষ্টি হয় বিশ্বাস করলেতো বিপদ! আকাশ থেকে হাতি ঘোড়া টপকাইলেতো ডরামু!

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৮

ইসমাঈল আযহার বলেছেন: আমি তো ব্লগে নতুন। মাত্র এক বছর ধরে। এখানেও দেখি ফেসবুকের মতো কমেন্ট পড়ে মজা পাওয়া যায়।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: পপকর্ণ লইয়া বইসা পড়েন!

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১২:০৯

প্যারাসিটামল খবিশ বলেছেন: ব্লগ এখন মোটামুটি ছাগল ভেড়ায় ভর্তি

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: ছাগল ভেড়ায় ভর্তি ছিলো জানতাম, কিন্তু খবিশ নামে কাউকে প্রথম দেখলাম!

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১২:১০

নীল আকাশ বলেছেন: @ ইসমাঈল আযহার ঃঃ বিনোদনের আপনি দেখেছেন কি? ব্লগে একজন আইন্সটাইনের খালুর ইনভার্স ফুপাতো শ্বশুর আছেন। তার ব্ল্যাক হোলের চেয়ে বড় জ্ঞান ভান্ডার থেকে সবসময় সব বিষয়ের জ্ঞান চুইয়ে চুইয়ে নীচে না পড়ে সোজা উপরে দিকে উঠে যায়। তারপর সেগুলি বৃষ্টি হয়ে ব্লগে সবার পোস্টে যেয়ে এক বা একাধিক মন্তব্য হয়ে ঝরে পরে। আপনি ভাগে পাবেন, না চাইলেও পাবেন। এমনকি তাড়িয়ে দিলেও পাবেন। অপেক্ষা করেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: ভাই, আপনিতো দেখা যায় এই বিষয়ে বেশ অভিজ্ঞ; একটু দেখেন তো বৃষ্টি আমার ব্লগেও পড়ছে কিনা ;) :P

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:২৪

সুপারডুপার বলেছেন: ফাটাফাটি লিখে ফেলেছেন। ব্লগারদেরকে ঋণাত্মক ও শূণ্য বানাননোর আপনার প্রচেষ্টা অতুলনীয়। নিজের পাবলিসিটি ও পোস্টে হিট বাড়ানোর জন্য, ব্লগারদের নিয়ে কটূক্তি, সমালোচনা ও গালাগালির উপরে আর কি কোনো পোস্ট হয় !

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫২

ঋণাত্মক শূণ্য বলেছেন: পোষ্ট হিট করানোর জন্য আমার ব্লগারদের পিছে পড়া লাগে না। :) ;)

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জ্বী, আমার নিজের তলাটা যে খালি, তা আমি জানি। তবে উপরে যাদের কথা বলছি, তাদের সাথে আমার পার্থক্য হচ্ছে তারা নিজেরা জানে না যে তাদের তলাটাও খালি!

একজন ব্লগারের উচিত, আরেকজন ব্লগারের প্রতি শ্রদ্ধা রাখা, ভালোবাসা রাখা।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: রাজীব ভাই, যাদের কথা উপরে বর্ণনা করেছি; তাদের ব্লগার বললে আসলে ভুল করা হয়। যে কেউ একটা আইডি খুলে আজেবাজে কাজ করা শুরু করে দিলেই যদি ব্লগার হয়ে যায়, তাহলেতো বিপদ!

আর নিজের পরিস্থিতি, ও অন্যদের পরিস্থিতি বলেছি; এর বেশী কিছু করিনি।

যাই হোক, ২য়বার এসে ঘুরে যাবার জন্য ধন্যবাদ।

২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " বিশেষ অংশ খুঁজিয়া বাহির করিবার জন্য ধন্যবাদ! "

-শেষের ২ বাক্য আপনার বক্তব্য নিশ্চয়ই!

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: পুরা লেখাটাই কি একজন লেখকের বক্তব্য নয়?

২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


আপনি বাক্য ২টি মুছে দেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: ওকে, আপনার কথামত মুছে দিলাম। :) থুক্কু, এডিট করে দিলাম!

২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


আপনি বাখ্য ২টি কি কারণে এখনো মুছছেন না? আপনি কি বাক্য ২টি'র অর্থ বুঝেন না?

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনি যেহেতু বারবার বলছেন, মুছে দিলাম। ক্যাচালে না গিয়ে আমরা কিন্তু প্রথমেই ভদ্রভাবে বলতে পারি যে এই কাজটা ঠিক হয়নাই; এটা এডিট করেন বা মুছে দেন। অভদ্র ভাবে কাউকে একটা নাম দিয়ে ডাকাটা মোটেও ভালো কাজ নয়। ভদ্রভাবে বলেছেন, মুছে দিয়েছি। অভদ্র ভাবে বলেছেন; আমি ঠান্ডা থেকে জবাব দিয়েছি!

কেউ একজন অভদ্রতা করলে তার বিপরীতে অভদ্রতা করা কোন ভদ্র মানুষের লক্ষণ নয় :)

২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৫

শায়মা বলেছেন: ভাইয়াজী সাবধান!!!!!!!!!

এমনিতেই কুকুর বলা নিয়ে চাঁদগাজী ভাইয়াসহ আরো অনেককে খেপিয়েছো আবার বলো

লেখক বলেছেন: হে হে হে হে.... কথায় আছে না; গোবরে ফুল ফুটে !!!!!!!!!!!!!!!!!! #:-S

মানে কি!!!!!!!!!!! তুমি কি গোবরে ফোটা ফুল!!!!!!!!!

আহারে!!!!!!!!! কি আল্লাদ !!!!!!!! আর অন্যেরা গোবর!!!!!!!!!!! #:-S

নো প্রবলেমো!!!!!!!

আসছে সবাই তেড়ে!!!!!!!!!! তোমাকে ফুল থেকে গুবরে পোকা বানাই দিক!

আমি ফিরে এসে দেখবো দেখবো!!!!!! ফুল কেনো গুবরে পোকা!!!! :P :P :P

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:১১

ঋণাত্মক শূণ্য বলেছেন: ১। আর কাকে কাকে খ্যাপাইলাম? কাউকে তো দেখলাম না সৎ সাহস করে কথা বলতে! খালি ঐ ভাইয়াটাই এসে অভদ্র ব্যবহার করে গেলেন!

২। আমি ফুল, তবে বাংলা ফুল না, ইংরেজী ফুল।

৩। আমি আসলে অন্যদেরকে গোবর বলতে চাই নাই; বাংলা বাগধারা গুলি সম্পর্কে আর একটু ধধিয়ে নিবেন; বুঝতে পারবেন।

৪। আমি যদি গোবরের পোকা হই (আপনার কথা মতে) তাহলে আপনিই অন্যদের গোবর বলছেন (আমি না!)!!!

৫। আবার আসিবেন ফিরে, জানিয়া ভালো লাগিলো। :)

২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৪

শায়মা বলেছেন: লেখক বলেছেন: ১। আর কাকে কাকে খ্যাপাইলাম? কাউকে তো দেখলাম না সৎ সাহস করে কথা বলতে! খালি ঐ ভাইয়াটাই এসে অভদ্র ব্যবহার করে গেলেন!

কাকে কাকে খেপিয়েছো তাহা প্রথম পাতা অবলোকন করিলেই বুঝিয়া যাইবেক ভাইয়ু। এই পোস্টে এসে তারা আবার তোমার মত বিশেষজ্ঞের পাল্লায় পড়িয়া মরিবেক নাকি! মানে মানে মুখ বন করে সেই পোস্টেই তাদের খেপাখেপির কথা বলেছে। শুধু নিজের পোস্ট পড়ে ঠাস করে মন্তব্য করলেই হবে!!!!!! যাও যাও চোখ কান খোলা রেখে পড়ে আসো ভাইয়ুমনি! এত পুরান ব্লগারদের এত বোকা হইলে চলে? বুঝা যাচ্ছে বুড়া ব্লগার হতে পারো তবে এখনও অপরিপক্ক বালকই আছো হয়তো বয়সে বা মনে মনে ! :) :) :)

২। আমি ফুল, তবে বাংলা ফুল না, ইংরেজী ফুল।

গুড ভেরী গুড! এই কথা শুনে যদি তবুও সকলের শান্তি হয়! তুমি পদ্মফুল না ইংলিশ ফুল! হা হা হা

৩। আমি আসলে অন্যদেরকে গোবর বলতে চাই নাই; বাংলা বাগধারা গুলি সম্পর্কে আর একটু ধধিয়ে নিবেন; বুঝতে পারবেন।
তো কি বলতে চেয়েছো ভাইয়ামনি! গোবরটা কি এইখানে তাইলে ?
বাংলাবাগধারায় গোবরে পদ্মফুল মানে অস্থানে সৌন্দর্য্যময় বা গুনময় কিছুর জন্ম। তো গোবরে ফুল ফোটে মানে এইখানে কি হলো ? তবে যদি তুমি ইংলিশ মিনিং বুঝে লিখে থাকো তো মনে হয় মানেটা বদলাবে। যেমন গোবরে ইংলিশ ফুল মানে বোকা জন্ম নেয়। ইয়েস !! ইউ আর এবস্যুলেটলি কারেক্ট! এত খনে বুঝলাম , ঐ যে মানুষ বলে না তোর মাথায় গোবর আছে। মানে বোকা তেমনি বোকাদের মাঝে তুমি ইংলিশ ফুল।:) গোবরে ফুল ফুটেছো তুমি। গুড গুড এন্ড থ্যাংক ইউ আমাকে বুঝিয়ে বলার জন্য!

৪। আমি যদি গোবরের পোকা হই (আপনার কথা মতে) তাহলে আপনিই অন্যদের গোবর বলছেন (আমি না!)!!!

হায় হায় আমি!!!!!!!! না না আমি না তুমি!!!!!!!! এমন কথা আমি বলতেই পারি না!! তুমি গোবরে ফুল হলে অন্যেরা তোমাকে গোবরের গুবরেপোকাও বলতে পারে সেটাই মিন করেছি ! এই দেখো আমিও বুঝিয়ে বললাম! তবে হ্যাঁ ভাইয়া তুমি তালি দিলাম আর কাক উড়ে গেলো হয়ে গেলো কাকতালীয় সম্পর্ক এইভাবে ওকালতি করে দারুন নাম করতে পারবে! আমার এমনটাই মনে হচ্ছে! :)

৫। আবার আসিবেন ফিরে, জানিয়া ভালো লাগিলো।

এই যে আসিলাম! আবারো আসিবো! কারন এখন আমার পূজার ছুটি! তাই বারে বারে ফিরিয়া আসিবোক! শুধু বৈকালে একটা প্রিয় শিক্ষক সন্মাননায় নাচ করিতে যাইবোক আর তার আগে সাজুগুজু আর তার আগে তার প্রিপারেশন আর তার আগে ....... তার আগে ....... তবে মাঝে মাঝেই উঁকি দিয়া যাইবোক তুমি আরও কি কি ইংলিশ ফুল বাংলিশ ফুল সারকাজম করিতেছো দেখিতে!!!!!!!!!! :) :) :)

০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১১

ঋণাত্মক শূণ্য বলেছেন: ওহ, আপনার লেখা দেখে পড়ে আসলাম। ঐ পোষ্টের লেখকের অনুরোধে আমি পোষ্ট এডিট করলেও উনি ভদ্রতা দেখিয়ে উনার পোষ্ট এডিট করেন নাই। আবার কিছুক্ষণ পরে সরিয়ে ফেলবো উল্ল্যেখ করেও পোষ্টটা সরান নাই।

ব্লগার হৈমন্তী ঘন ঘন একটা কথা বলতো, "আজকাল ভদ্রতা দেখালে মানুষ তাকে দুর্বলতা মনে করে।" কথাটার প্রমান পাচ্ছি।

ফুলঃ এই বিষয়টা আগেও বলেছি (৮নং কমেন্টের উত্তরে); তা নিয়েও একজন ক্যাচাল করেছে (২২নং কমেন্টে)!

বাগধারাঃ আবারও একটু ঝাঝিয়ে নিবেন। নয়ত বুঝবেন না।

তালি ও কাকতালীয়ঃ এমন ওকালতি করা যায়? জানা ছিলো না। এ বিষয়ে কোন টিউটোরিয়াল আছে? ;)

ছুটিঃ ওকে, দেখা হবে! আইমিন আবার আসিবেন!

২৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৩

জুন বলেছেন: কি লিখেছিলেন কি মুছে ফেলে দিলেন কিছুই বুঝলামনা ।
বড়ই লেট লতিফ আমি :(

০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১২

ঋণাত্মক শূণ্য বলেছেন: মধ্যেখানে একজন তিন তিনটা কমেন্ট করেছে, পরে আবার তিন তিনটা কমেন্ট করেছে! মোট ৬টা। আবার আমাকে নিয়ে পোষ্টও দিয়েছে। ওখান থেকে জানতে পারবেন।

:)

২৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫০

সুপারডুপার বলেছেন: রাজীব নুর সাহেব এই লেখক সমন্ধে যেটা সঠিক অনুধাবন করতে পেরেছেন : এই লেখকের অল্প বয়স , অভিজ্ঞতা কম।
এই লেখক , ইস্কুল বা কলেজ যেখানেই পড়ুক , সেখানে বন্ধু বান্ধবের সাথে কটূক্তি করার সময় নিয়মত খারাপ ভাষা ব্যবহার করেন। তার পরিণতিতে ফেসবুক - ব্লগে খারাপ ভাষা ব্যবহার ও বন্ধ করতে পারছেন না। একটা কথা আছে, কয়লা ধুলেও ময়লা যায় না। মনে হয় না , এই লেখক সহজে ভাল হবে। ব্লগাররা এই লেখককে উপেক্ষা করলে , সবচেয়ে ভালো কাজ করবেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: ১। যিনি এমন মন্তব্য করেছেন, তার খুব সম্ভবত বয়স বেশী এবং অভিজ্ঞতাও বেশী! তাই না? অভিজ্ঞ মানুষ সম্পর্কে আমার কি ধারণা জানেন তো?

২। উহুত স্কুল-কলেজে এমন কাজ করি নাই। কারণ স্কুল কলেজে আসলে এত অভিজ্ঞ লোকজন পাই নাই।

৩। হিরা কিন্তু কয়লা থেকেই হয়। কয়লার ময়লা যদি ধুয়ে যেতো, তাহলে তা আর হিরা হইতো না ;)

২৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৫

শায়মা বলেছেন: লেখক বলেছেন: ওহ, আপনার লেখা দেখে পড়ে আসলাম। ঐ পোষ্টের লেখকের অনুরোধে আমি পোষ্ট এডিট করলেও উনি ভদ্রতা দেখিয়ে উনার পোষ্ট এডিট করেন নাই। আবার কিছুক্ষণ পরে সরিয়ে ফেলবো উল্ল্যেখ করেও পোষ্টটা সরান নাই।

গুড বয়! মনে হয় আমার মত তোমারও পূজার ছুটি তাইনা ভাইয়া! :)
তুমি একজন যথার্থ ব্লগারের কাজ করেছো। তার বা কিছু মানুষের আপত্তি থাকায় সেই কথাগুলি এডিট করেছো! আই আপ্রিসিয়েট ইউ ! :) :)

ব্লগার হৈমন্তী ঘন ঘন একটা কথা বলতো, "আজকাল ভদ্রতা দেখালে মানুষ তাকে দুর্বলতা মনে করে।" কথাটার প্রমান পাচ্ছি।

হৈমন্তীকে আমার মনে আছে। কিন্তু সে এটা বলতো কিনা জানিনা কারণ তোমার মত তার সাথে আমার হয়তো অতটা যোগাযোগ ছিলোনা। তবে আজকাল না চিরকালই মানুষ ভদ্রতাকে দূর্বলতা মনে করতেই পারে। তবে এত তাড়াতাড়ি ধৈর্য্য হারালে চলবে ভাইয়ু?

ফুলঃ এই বিষয়টা আগেও বলেছি (৮নং কমেন্টের উত্তরে); তা নিয়েও একজন ক্যাচাল করেছে (২২নং কমেন্টে)!
বাংলা ফুল আর ইংলিশ ফুল বুঝিয়ে বললেই আর এমনটা হত না! নো প্রবলেম! অভিজ্ঞতা থেকেই মানুষ শিখে!

বাগধারাঃ আবারও একটু ঝাঝিয়ে নিবেন। নয়ত বুঝবেন না।
হাজার ঝাঝালেও নিজের মত করেই বুঝবো কিন্তু তুমি একটু ঝাঝিয়ে দিলেই তোমার মত করে বুঝতাম! :)

তালি ও কাকতালীয়ঃ এমন ওকালতি করা যায়? জানা ছিলো না। এ বিষয়ে কোন টিউটোরিয়াল আছে? ;)

হা হা হা আছে আছে টিউটোরিয়াল আছে। রাতে ফিরে বা কালকে সেই টিউটোরিয়াল দিয়ে যাবো!

ছুটিঃ ওকে, দেখা হবে! আইমিন আবার আসিবেন!

আসিবোক! :)

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩২

ঋণাত্মক শূণ্য বলেছেন: ওকে!

২৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


কমেন্ট নং, ১৮, ১৯, ২০ মুছে দেন প্লীজ

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১১

ঋণাত্মক শূণ্য বলেছেন: উক্ত কমেন্ট গুলি মুছে দেওয়া হয়েছে :)

২৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:



যারা পোষ্ট সঠিক মতো পড়েন না, তাদের কমেন্ট আপনার তেমন কোন কাজে লাগবে না, ওরা আপনার ভুল ভ্রান্তি ধরিয়ে দিতে পারবেন না।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩২

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম, কথা সত্য। তবে যারা রগটচা, তারও কোন কাজের না!

দুইটা বিষয়ই আজকে পুনরায় অনুধাবন করলাম :)

৩০| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনি অনেকের পোষ্টে, আমাকে নিয়ে কমেন্ট করেছেন, আমি সম্ভবত: এই প্রথমবার আপনার পোষ্টে কমেন্ট করলাম; মন খারাপের কিছু নেই!

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: সম্ভবত? হয়তো, হয়তো নয়। আপনাকে সাধারণত সাধারণ পোষ্টে কমেন্ট করতে দেখা যায় না; ক্যাচালিয় পোষ্টেই আপনাকে বেশী দেখা যায়। এটা আপনাকে মানতেই হবে! এমনকি আপনি আমাকেও আগে বাজে কথা বেশ কয়েকবার কয়েক জায়গায় বলেছেন। মজার বিষয় হচ্ছে আমি আপনাকে কখনোই বাজে কথা না বলে আমিই আপনার চোখে বাজে মানুষ।

৩১| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৫৮

চাঁদগাজী বলেছেন:

@লেখক বলেছেন,
"আপনাকে সাধারণত সাধারণ পোষ্টে কমেন্ট করতে দেখা যায় না; ক্যাচালিয় পোষ্টেই আপনাকে বেশী দেখা যায়। এটা আপনাকে মানতেই হবে! এমনকি আপনি আমাকেও আগে বাজে কথা বেশ কয়েকবার কয়েক জায়গায় বলেছেন। মজার বিষয় হচ্ছে আমি আপনাকে কখনোই বাজে কথা না বলে আমিই আপনার চোখে বাজে মানুষ। "

-আমি সাধারণ পোষ্ট লিখি না, সাধারণ পোষ্ট কম পড়ি; আমি সাধারণ জ্ঞানের পোষ্ট লিখি।

০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: দেখেন, আপনি নিজেও সরাসরি আমার কথার বিরোধীতা করছেন না। শুধু এড়িয়ে গিয়ে উত্তর দেবার চেষ্টা করছেন।

সৎ লোক সত্যটাকে মেনে নিতে ভয় পায় না।

আর ক্যাচাল যদি সাধারণ জ্ঞান হয়, তাহলে আমি যে লাইনটা মুছে দিয়েছি, ওটাও সাধারণ জ্ঞানেরই অন্তর্ভূক্ত ছিলো। যেমনটা আপনি মনে করেন আরকি :) ;)

৩২| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ২:০৩

শায়মা বলেছেন: শূন্যভাইয়া আর চাঁদগাজী ভাইয়া :)

তোমরা কি সারাজীবন ঝগড়া করবা!!!!!!! #:-S

করো করো আমার এখন ছুটি। :)


রক্তপাতহীন যুদ্ধে কোনোই সমস্যা নাই। :)

বরং বুঝা যাচ্ছে তোমরা এখন বন্ধুত্বের পথে। :)

দেখো বেশি বক বক করার জন্য কিন্তু আমার সাথে ঝগড়া লাগাতে এসো না আবার। :)

আমার কিন্তু ছুটি....... :) :) :)

০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: :/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.