নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

সামু মামুর লগে আমরা!

১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২৩

বেশ অনেক অনেক দিন (থুক্কু মাস) হয়ে গেল সামু মামু নোটিশ ঝুলায় রাখছে কিছু আইএসপি থেকে সামু খোলা যাচ্ছেনা এমন নোটিশ!



নোটিশের শেষ আপডেটটাও হয়েছিলো বেশ কয়েকমাস আগেও। এরপর আর কোন নাড়াচাড়া নাই। যতজন ব্লগার ব্লগে ঢুকেন; আমার জানা মতে বাংলাদেশে যারা থাকেন সবাইকে ভিপিএন ব্যবহার করতে হয়; আর বাকিরা বিদেশে থাকেন তাই সহজেই ঢুকতে পারেন।

আমার লেখার প্রসঙ্গ সামুর ব্যান প্রসঙ্গ নয়। বরং এর ইউজারদের জন্য সামুর একটা ছোট্ট করণীয় সম্পর্কে।

সব সময় যে সামু কম্পিউটারেই খোলা হয় এমন না। প্রায়সই বসে থাকলে ফেসবুকে না ঘুরে সামুতে ঘুরতে ভালো লাগে। কিন্তু সামুর মোবাইল ভার্সনের অবস্থা যেই যাচ্ছেনাতাই, কষ্টে বুক ফেটে যায়। অন্য প্রায় সকল ওয়েব সাইটই ফোর্স করে মোবাইল থেকে ডেস্কটপ ভিউ দেখা যায়। কিন্তু সামুর প্রোগ্রামাররা এমনই কসরত করেছেন যে, সামুর মোবাইল ভিউ থেকে বের হয়ে ডেস্কটপ ভিউতে থাকা বেশ দুঃস্কর বিষয়।

একটা সময় ছিলো যখন মোবাইল থেকে নতুন পোষ্ট লেখা কিংবা মোবাইল থেকে কমেন্ট করাটা ছিলো বহুত কষ্টের; কিন্তু সেই দিন পাল্টাইছে। এখন মোবাইলে বাংলা আর কষ্ট করে লিখতে হয় না। ভয়েস-টু-টেক্সট টেকনোলজির ফলে যে কেউই এখন মুখে বাংলা বলে লিখে যেতে পারবেন অনায়েসে। সেই যুগে দাড়িয়েও সামু সেই ২০০৭-৮ সালের অবস্থায় পড়ে আছে!

যারা বাংলাদেশ থেকে সামু ব্যবহার করেন, তাদের জন্য এই ওয়েবসাইটে ঢুকতে ভিপিএন লাগছে। মজার বিষয় হচ্ছে কম্পিউটারে ভিপিএন ব্যবহারের চাইতে মোবাইলে ভিপিএন ব্যবহার সহজ।

সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পূর্বক অনুরোধ করবো; দয়াকরে মোবাইল ভার্সনটাকে উন্নত করুন; অথবা মোবাইল থেকে কেউ ঢুকলে তাকে ফোর্স করে মোবাইল ভার্সনেই বেধে না রেখে ডেস্কটপ ভিউ দেখার সুযোগ করে দিন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪০

নূর আলম হিরণ বলেছেন: কেনো, ক্রোম ব্রাউজার দিয়ে তো ডেক্সটপ মুডে ভালই রান হয়।

১২ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:২১

ঋণাত্মক শূণ্য বলেছেন: ডেস্কটপে? নাকি মোবাইলে?

২| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৩

আনমোনা বলেছেন: একমত। আমি সামুর মোবাইল ভিউ পছন্দ করিনা। কিন্তু মোবাইলে জোর করেই মোবাইল ভিউদেখায়, কিছুতেই ডেস্কটপ ভিউ আনতে পারিনা।

১২ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:২১

ঋণাত্মক শূণ্য বলেছেন: আনা যায়, তবে ক্ষণিকের জন্য। একটা পেজ থেকে অন্য পেজএ গেলেই আবার নাই হয়ে যায়!

৩| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৩:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মোবাইল ভিউ দ্বারা আমি কাজ করতে পারি না বিধায়, ঢাকার বাহিরে থাকলে
আমি সামু থেকে বিচ্ছিন্ন হয়ে যাই ,

১২ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:২২

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি অফিসের পিসি থেকে লগইন করি না। তবে প্রতি ঘন্টায় আমি যে ব্রেক পাই সেই সময়টা মোবাইল থেকে দেখি খালি, কিন্তু কমেন্ট করতে পারি না! বাহিরে থাকলেও একই অবস্থা। :(

৪| ১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি মোবাইল থেকেই কমেন্ট করছি। এত অভিযোগ না করে বুদ্ধি খাটিয়ে ব্লগিং করুন

মোবাইল থেকে ব্লগ ব্যবহার করলে স্ক্রল করে নীচে নামুন। ফুল ভার্সন লেখায় ক্লিক করুন। ইউসি মিনিতে স্পিড মোড ব্যবহার করতে পারেন, অ্যান্ড্রয়েড মোবাইলে বেশ ফার্স্ট চলে।

১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৩১

ঋণাত্মক শূণ্য বলেছেন: শুধু সামুর জন্য ইউসি এর মত বাজে জিনিষ ব্যবহার করা কি অযৌক্তিক নয়?

৫| ১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: আর কত দিন ভিপিএন দিয়ে চালাতে হবে?? আমার আর সহ্য হচ্ছে না। সহ্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে।

১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৩১

ঋণাত্মক শূণ্য বলেছেন: ভাইঙ্গা ফালান!

৬| ১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার ক্রোমে এখনও সামু ওপেন হয় না।

১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৩১

ঋণাত্মক শূণ্য বলেছেন: :'(

৭| ১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৪

বলেছেন: ভালো সাজেশন।।।

১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৩১

ঋণাত্মক শূণ্য বলেছেন: ????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.