নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

Nice to meet you..... জীবনে ঘটে একবারই!

২০ শে অক্টোবর, ২০২০ ভোর ৫:৪৪

জীবনে কিছু কিছু বিষয় মাত্র একবারই ঘটে। আরও পরিস্কার করে বলতে গেলে বলতে হয়, একজনের সাথে একবারই ঘটে।



যেমন ধরেন first impression। কোন একজন মানুষের সাথে প্রথম দেখায় প্রথম যে impression আপনি তৈরী করতে পারেন; তা ঐ মানুষের সাথে একবারই হয়। হ্যাঁ, এর পরে হয়ত আপনি দ্বিতীয় বা তৃতীয় বা পরের কোন দেখায় হঠাৎ তাকে চমকে দিতে পারেন; কিন্তু সেটা কোন ভাবেই first impression হবে না!

আমরা অনেকেই হয়ত জানি না যে আমরা একজন মানুষকে জীবনে একবারই nice to meet you বলতে পারি! এখানে মূল শব্দ হচ্ছে meet বা পরিচত হওয়া। আপনি একটা মানুষের সাথে জীবনে একবারই পরিচিত হতে পারেন।

হ্যাঁ, সময়ের সাথে নতুন করে পরিচিত হতে পারেন, কিন্তু তখন বাক্যটা আর nice to meet you থাকবে না; nice to meet you again হয়ে যাবে। যদিও এই জিনিষটি খুব অল্প-সল্প বারেই হয়ে থাকে। কেমন?

যেমন ধরেন আজকে আপনার সাথে একজনের পরিচয় হলো আমার বন্ধু হিসাবে। দেখা গেলে ঐ লোকের সাথেই কিছু দিন বা মাস বা বছর পর গিয়ে আবার দেখা হলো, সেটা আমার বন্ধু হিসাব নয়, বরং কোন প্রতিষ্ঠানের মালিক হিসাবে। ঐ লোকের কাছে যদি বিষয়টা নতুন হয়, অর্থাৎ তিনি আগে জানতেন না যে আপনি এই প্রতিষ্ঠানের মালিক, মাত্রই জানলেন, তখন উনি nice to meet you again বলেতে পারেন।

কিছু দিন আগে আমাদেরই একজন কলিগ আমাদের স্টাফ এসোসিয়েশনের চেয়ারপারসন হলেন; কান্ট্রি ডিরেক্টর সবার সামনে বললেন, let me introduce our first chairperson of staff association; আর আমরাও হাতে তালি দিয়ে মজা করে বললাম, nice to meet you again। এখানে লক্ষ্যনীয়, সবাই কথাটা মজা করেই বলেছে!

তাহলে আজকে যার সাথে পরিচত হলাম, তার সাথে আগামীতে দেখা হলে কি বলতে পারি? Nice to see you again।

মজার বিষয় হচ্ছে, আমরা অনেকেই ইংরেজীতে খুব দক্ষ হলেও এই সাধারণ বিষয়টি জানি না। ফলশ্রুতিতে আমরা অন্যদের একটু কনফিউশনে ফেলে দেই। দেখা গেলো একজনের সাথে আজকে পরিচয় হলো, পরবর্তী দিনে আপনি আবার তাকে nice to meet you বলে ফেললেন। বেচারা পড়ে গেলো দোটানায়। ভাবতে থাকবে, আরে ঐ দিনইতো পরিচয় হলো।

যদি ব্রিটিশদের হাতে পড়েন, তাহলে বিপদ। হাসি মুখে ঠাট্টা করে আপনাকে এমন একটা কিছু বলে বসবে যাতে আপনি সত্যি বলতে লজ্জাই পাবেন।

এখন, কেউ যদি আপনার সাথে পরিচয় হবার পর nice to meet you বলে, তাহলে উত্তরে কি বলবেন? খুব সর্তক ভাবে উত্তর দিবেন। কারণ আমরা বাংলাদেশীরা বেশীরভাগ সময়ই thank you বলে চুপ থাকি; যেটা বাড়াবাড়ি মাত্রায় অভদ্রতা!

Thank you বলা অভদ্রতা? হ্যাঁ, এক্ষেত্রে অভদ্রতা।

ধরেন আপনি বিলগেটসের সাথে পরিচিত হলেন। আপনি তাকে nice to meet you বললেন; এমন বড় মাপের মানুষ শুধু thank you বললেও কিছু আসে যায় না। কিন্তু আমার-আপনার মত ছোট খাট মানুষ শুধু thank you বলা মানে দাড়ায় আমরা আসলে বলছি, 'ঠিকাছে, আমার সাথে পরিচিত হয়ে তুমি খুশি হইছো, তাই তোমারে ধন্যবাদ'

শুধু ব্রিটিশ নয়, আম্রিকানরাও এই ক্ষেত্রে খুব বেশী অপমান ফিল করে। আর যদি কর্পোরেট রিলেশন হয়; আপনার সাথে কাজ করবে কিনা সন্দেহ আছে।

তবে হ্যাঁ, আপনি চাইলে thank you, nice to meet you too. ও বলতে পারেন। এক্ষেত্রে একটু বাড়তি নম্রতা দেখানো হয়। তবে শুধু thank you বলে থেমে যাওয়া অনুচিত।

তাই কেউ আপনাকে nice to meet you বললে আপনি তাকে nice to meet you too বলাটাই সমচিন। অর্থাৎ আমরা লগে পরিচিত হয়ে তুমি যেমন খুশি, আমিও তেমন খুশি। The pleasure is all mine ও বলা চলে, তবে এটা সাধারণত খুব বড় মাপের মানুষের সাথে পরিচয় হবার পরই বলা উচিৎ।

আর আপনিই যদি বস টাইপের কিছু হয়ে থাকেন, তাহলে nice to meet you এর উত্তরে you too বলেও সারতে পারেন। তবে অবশ্যই এটা সামান্য হলেও অহঙ্কারের পরিচয় দেয়।

তো, কেন আমার এই পকরপকর? সে গল্প না হয় অন্য একটাদিন বলা যাবে। কারও যদি উপরের পকর পকরের ফলে লাভ হয়ে থাকে, তাতেই আমার আনন্দ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২০ ভোর ৫:৫০

চাঁদগাজী বলেছেন:



ছোট একটা বিষয় বুঝাতে বিস্তর লিখতে হয়েছে।

২০ শে অক্টোবর, ২০২০ ভোর ৬:০৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: ৬বছর বয়সে ইংরেজী পড়া শুরু করে ২৭ বছর বয়স পর্যন্ত পড়ার পরও যখন কেউ বলে are you know this? তখন এই বিস্তর লেখাও আসলে ছোট মনে হয়!

২| ২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ওকে। বুঝলাম। সহজ হিসাব।

০৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম

৩| ২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:২২

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: ভালই ছিল

০৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: আসলেই

৪| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৭

সাহাদাত উদরাজী বলেছেন: বুঝা গেল।

০৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: গ্রেট

৫| ০৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৯

খায়রুল আহসান বলেছেন: গুড এফোর্ট! আশাকরি কেউ না কেউ বা অনেকেই উপকৃত হবেন।

১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমিও সেই আশা থেকেই লিখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.