নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!
দুনিয়ায় কিছু মানুষ আছে যারা সব কিছুরই সর্ট ফর্ম বের করে। এমনকি OK না লিখে তারা খালি K লিখবে! মাঝে মধ্যে তাদের জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে OK না লিখে যে K লিখলা, এই যে সময় বাচাইলা, এই সময় দিয়া তুমি কি করো? কিন্তু কখনও এই প্রশ্নটা করা হয়ে উঠে নাই। কারণ আমার জিগরি কোন দোস্ত এই আকামটা করে না।
অফিসে এমন একজন আছে। সর্ট ফর্ম বানাইতে বানাইতে আমাদের দফা রফা করে দেয়! By the end of the day না লিখে সে লিখবে EOD; আবার End of discussion কেও সে লিখবে EOD। বোঝা দায় হয়ে পড়ে আসলে কোনটা বলার চেষ্টা করতেছে।
বহু মানুষের বদদোয়া কুড়ায় ফেলেছে এই মেয়ে। অবশেষে ধরা খেয়েছে আমার কাছে।
গত সপ্তাহে বলা নাই কওয়া নাই অফিসে ঢুকেই বলতেছে, you gave me STD!
আমিতো পুরাই টাশ্কিত! বললামঃ
প্রথমত আমার নিজেরই STD নাই; দ্বিতীয়ত তোমার সাথে আমার ঐরকম কোন রিলেশন না যে তোমারে আমি আমার STD দিবো! অন্যের দোষ আমার ঘাড়ে চাপাইও না!
মেয়েতো থ! বলে, এখানে রিলেশনের কথা আসছে কেন? আমরা একসাথে চাকরী করি এইটাই কি যথেষ্ট না?
আমি বললাম, এক সাথে তো আরও কত লোক চাকরী করে; আমার সাথেই কেন এমন হবে যে আমি STD দিবো? আর বললাম তো আমার কোন STD নাই।
ফর্সা একটা মেয়ের মুখ ধীরে ধীরে লাল হয়ে যাওয়া দৃশ্যটাই অন্য রকম! মেয়ে বহু পরে বুঝছে STD কি জিনিষ! ধীরে ধীরে সে বললো, আমি standard বুঝাতে চেয়েছিলাম!
আমার চাকরীতে আমরা একটা বিষয়ে দুই ধরণের কাগজ পত্র চালাচালি করি, standard আর expert। সে আমাকে মেইলে বলেছে আজকের কাগজ গুলি পাঠিয়ে দাও। আমি standard গুলি পাঠিয়েছিলাম, কারণ expert গুলা তখনও রেডি না। আর সে এসে সরাসরি বলে বসেছে STD এর কথা।
ঐ ঘটনার পর আজকে তার সাথে দেখা এবং ২টা মেইল পেয়েছি; কোনটাতেই সর্ট ফর্ম ব্যবহার করে নাই। এমনকি by the end of the day এর পুরাটাই লিখেছে!
১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: হু
২| ১১ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এরা গাধা মানব।
এদেরকে উপযুক্ত জবাব দেয়া দরকার।
১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৫
ঋণাত্মক শূণ্য বলেছেন:
৩| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ৮:০৯
জ্যাকেল বলেছেন: আবালি জিনিস এদের শিক্ষা দেওয়া উচিত।
১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩২
ঋণাত্মক শূণ্য বলেছেন: হুমমম
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২০ রাত ১২:১৫
রাজীব নুর বলেছেন: দুনিয়াটাই সংক্ষেপ হয়ে এসেছে।