নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

মামু সরকেটিস ও সফলতা!

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৯

একদা এক বালক মামু সরকেটিসের কাছে হাজির হইয়া বলিলো, গুরু, আমি কি করিয়া সাকসেসফুল হইতে পারিবো? কি করিলে সুখন সাহেবের বাৎলানো ৬ডিজিটের ইনকাম হইবো?


Photo by the blowup on Unsplash


মামু গম্ভীর স্বরে বলিলেন, বৎস, আগামীকল্য বহুৎ সকলে আমার লেগে নদীর পাড়ে দেখা কইরো, আমি তোমাকে উপায় বাৎলাবো!

বৎসেরতো আর রাত পার হয় না; সকাল হইলেই মামু উপায় বাৎলাবেন। বৎস সারা রাত এপাশ ওপাশ করিয়া সূর্য ওঠার আগেই সরকেটিস মামুর লগে দেখা করিতে হাজির হইয়া গেলো নদীর পাড়ে।

মামু আগে থেকেই নদীর মধ্যে আর্ধেক বডি নামাইয়া খাড়াইয়া ছিলেন। বৎসকে ডাক দিয়া বলিলেন, এদিকে আসো বৎস।

বৎসও খুব আগ্রহভরে মামুর কাছে পৌছায়া গেলো। বৎস কিছু বুঝিয়া উঠিবার আগেই সরকেটিস মামু তাহার মস্তক খানি ধরিয়া পানির মধ্যে চুবাইয়া ধরিলেন।

বৎস পড়িলো মহা বিপদে। বহু মুচড়ামুচড়ি করে, তবুও বৎস উঠিতে পারে না। এদিকে তার নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম।

মামুও আমাদের বড়ই শক্তিশালী; চাপিয়া ধরিয়াছেন তো আর ছাড়েন না। বৎসের যে জীবন যায়, এ বিষয়ে মামুর কোন খেয়াল আছে বলিয়াও মনে হইলো না।

কিছু সময় পর যখন মামু বুঝিতে পারিলেন যে বৎস আর পারিতেছে না; তখন ছাড়িয়া দিলেন।

বৎস উঠিয়া বড় একখানা নিঃশ্বাস লইলো। দৌড়ায়া পাড়ে উঠিলো; মামুকে কাজী মারুফের মুভি থাইকা দুই চারটা ডায়লগ হুনাইয়া দিলো।

মামু ধীর লয়ে আগাইয়া আসিয়া শুধাইলেন, বৎস, যখন ডুবিয়া যাইতেছিলা, তখন তুমি প্রাণ পনে কি চাইতেছিলা।

বৎস কিঞ্চিত মুখ বাঁকা করিয়া বলিলো, তুমি এত বড় পন্ডিত, মাগার এইডা বুঝো না যে আমি নিঃশ্বাস লইতে চাইতেছিলাম!?

মামু হাসিয়া বলিলেন, তুমি যেভাবে নিঃশ্বাস লইতে চাইতেছিলা, ঠিক সেই ভাবে যদি সাকসেসের তালাশ করো, তাহলে তুমি সাকসেসফুল হইলেও হইতে পারো!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:



এডসেন্স একাউন্ট কেনাটা কি?
ইহাকে একটু ব্যাখ্যা করেন।

০৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩১

ঋণাত্মক শূণ্য বলেছেন: সামুমামুতে ঢুকলে দেখবেন কিছু বিজ্ঞাপন দেখায়। এগুলির উপরের ডান পাশে মাউস নিলে দেখবেন দুইটা ছোট্ট আইকন দেখায়। ওগুলির উপর মা্‌উস নিলে দেখবেন লেখা দেখায় Google দ্বারা বিজ্ঞাপন বা Advertisements by Google।

এমন বিজ্ঞাপন আপনার নিজের ওয়েব সাইটে বসাতে গেলে এডসেন্সে একাউন্ট করার দরকার পড়ে। এগুলি দ্বারা ইনকাম করা সম্ভব।

২| ০৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:




অনেক ধন্যবাদ।
এডসেন্সে একাউন্ট করার পদক্ষেপ কি কি?

০৭ ই আগস্ট, ২০২১ রাত ২:৫১

ঋণাত্মক শূণ্য বলেছেন: অনেক সহজ, ইউটিউবে সার্চ দিন, পেয়ে যাবেন।

৩| ০৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



সক্রেটিস সামন্তবাদের যুগে, এক ক্ষুদ্র রিপাবলিকে বাস করতেন ও আজকের মতো রিপাবলেিকের স্বপ্ন দেখতেন; আজকের রিপাবলিক অনেক জটিল, এখানে একার ব্যক্তিগত প্রচেষ্টা বৃহৎ জনসংখ্যার জন্য কম প্রয়োজ্য।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ২:৫০

ঋণাত্মক শূণ্য বলেছেন: এইটাইপ এর লোক জনের মাথা কিছুটা খারাপ থাকত......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.