নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!
ফেসবুকে নানান ধরণের মানুষের উপস্থিতি। সবাই কেমন যেন হাসিঠাট্টা করতে ব্যস্ত বেশী। একটা নিউজে চোখ আটকালো, "রাতে নীরবে একাকী পূর্বপুরুষদের কবরে শামীম ওসমানের অশ্রু"। খুব স্বাভাবিক ভাবে নিজের মনটাও একটু নড়ে উঠলো। একদিন এভাবে আমাকে শুয়ে থাকতে হবে; কেউ হয়ত আমার কবরের কাছে একাকী এসে দাড়িয়ে থাকবে।
কিন্তু নিচে নামতেই কমেন্ট দেখে হাসতে হাসতে শ্যাষ! একটা জোকস মনে পড়ে গেলো। খুব সম্ভবত দু-একদিনের মধ্যে এই ব্লগেই দেখেছি।
এক লোক রাত্রে বাড়ি ফেরার পথে সর্টকাট নিতে একটি কবরস্থানের মধ্যেদিয়ে যাচ্ছেন। মনে একটু একটু ভয় ছিলো। একটু দূরেই দেখলেন একজন মানুষ একটা কবরের উপর বসে এপিটাফে পাথর ঘষছেন!
উনি একটু মনোবল ফিরে পেলন। একা একটা মানুষ কবরের উপরে বসে থাকতে পারে; আর আমি কিনা কবরস্থানের মধ্যে দিয়ে হেঁটে যেতে পারি না! মনে মনে হাসলেন তিনি।
তো কবরের উপর বসে থাকাটাও খুব একটা স্বাভাবিক মনে হলো না; তাই এগিয়ে গিয়ে ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন.... জনাব, আপনি কি করছেন?
কবরের উপরে বসে থাকা লোকটি বিরক্তি মাখা কন্ঠে উত্তর দিলেন.... আরে ভাই, মরছি মাত্র ৩দিন হইলো, আর এর মধ্যেই আমার উপর অবহেলা শুরু! এপিটাফে আমার নামের বানান ভুল লিখছে!
-------
যাই হোক, আমাদের সকলের উপলব্ধী হোক, একদিন আমাকেও পৃথিবী ছাড়তে হবে।
১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি সকলকে বিশ্বাস করতে চাই।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৫
শেরজা তপন বলেছেন: আত্মীয় ও আত্মজনের প্রতি ভালবাসা থাকাটাই স্বাভাবিক- তাদের প্রয়ানে পাষানের ও হৃদয় কাঁদে
কিন্তু কথা কি -দুর্জনের ছলের অভাব নেই।
জোকসটা ভালই হয়েছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: কে জানে? হয়ত জোকসের উনারই ছবি তুলেছে!
৩| ১২ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৫০
নীল আকাশ বলেছেন: রাজনীতিবিদদের কোন কর্মকান্ডই বিশ্বাস করতে নাই। এরা আপদমস্তক ভণ্ড। অভিনয় ছাড়া এরা আর কিছুই জানে না।
১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৪২
ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম
৪| ১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৯
মনিরা সুলতানা বলেছেন: দিন শেষে সবার ই আপন জন কে ভালবাসে।
১২ ই নভেম্বর, ২০২১ রাত ১:৪৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: হুমমম
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৪
আমারে স্যার ডাকবা বলেছেন: অভিনয় শিল্পী আর রাজনীতিবিদদের কোন কর্মকান্ডই বিশ্বাস করতে নাই। পাবলিসিটির জন্য সব করতে পারে।
তবে মৃত পূর্বপুরুষদের জন্য দোয়া করেছেন, এটা ভালো করেছেন। আজকাল তো মানুষ জীবিত আত্মীয়দেরও ভুলে বসে থাকে।