নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

মুখে গন্ধ!

০২ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

২০১৭ সালে দেশের বাইরে প্রথমবারের মত পা রাখি*; সারজাহ বিমান বন্দরে এসে সৌদী আরব আসবার জন্য ট্রান্জিটের ২ঘন্টা কাটাতে হবে এখানে।


সবার আগে যে বিষয়টি খেয়াল হলো, তা হচ্ছে পরিচ্ছন্নতা। ঢাকা বিমান বন্দরে বিভিন্ন কারণে ঢোকা লেগেছে বহুবার; কিন্তু এই লেভেলের পরিচ্ছন্নতা কখনও চোখে পড়েনি।

দ্বিতীয় যে বিষয়টি খেয়াল হলো, তা হলো সুগন্ধী। আরব দেশ গুলিতে সুগন্ধী প্রচন্ড জনপ্রিয়। প্রায়সই ফাঁকা লিফটে ঢুকে প্রচন্ড কড়া সুঘ্রাণ নাকে আসে; বোঝাই যায় যে কেউ গায়ে আতর/পারফিউম মেখে এই লিফটে উঠেছিলো।

সেই আরবদের মাঝে আমরা বাঙ্গালীরা যে কত বড় দুর্ঘন্ধযুক্ত বস্তু তা নিজেই দু-বার টের পেয়েছি।

প্রথমে একবার প্রচন্ড অসুস্থ হলাম; ঘ্রাণ শক্তি বেড়ে গেলো। প্রতি ধরণের গন্ধ/ঘ্রান যেন আলাদা আলাদা করে পেতাম। সেবারই প্রথম ভালো করে বুঝতে পারলাম আমার গায়ের গন্ধটা আমার নিজের কাছেই পছন্দ না। আমার বউ কি করে সহ্য করে আল্লাহ জানেন!

দ্বিতীয়বার বুঝতে পারলাম করোনা কালে; করোনা হয়েছিলো যখন। করোনা হলে অনেকেরই খাবারের স্বাদ, আর নাকের গন্ধানুভতি চলে যায়। আমার গিয়েছিলো খাবারের স্বাদ। মুরগি খাই আর শাক খাই আর মাছ খাই; সবই একই।

যাই হোক। করোনা হবার পর কোয়ারেন্টাইন থেকে ফিরলাম; এক বাংলাদেশী ভাইয়ের সাথে কথা হচ্ছিলো। উনি সৌদীদের কষ্টের কথা বুঝেন!

বললেন যে প্রথম যখন করোনার জন্য সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করলো; তখন নাকি তিনি জীবনে প্রথম বুঝেছিলেন যে উনার মুখে প্রচন্ড গন্ধ। এত বেশীই যে উনি মুখে মাস্ক রাখতে পারতেন না।

কৌতুহলী হয়ে জিজ্ঞাসা করতে বাধ্য হলাম, তো এখন কি নিয়মিত দাঁতব্রাশ করেন?

খ্যাঁক খ্যাঁক করে খানিকটা হেসে উত্তর দিলেন, না, এখন অভ্যাস হয়ে গেছে!


* আসলে সারজাহতে প্রথম বললে ভুল হবে; এর আগে একাধিকবার কয়েকটি ল্যান্ডপোর্ট দিয়ে হেটে ভারতের ভিতরে সামান্য গিয়ে ঘুরে আবার চলে এসেছি!

**** ছবিটি দ্যা ফাইনান্সিয়াল এক্সপ্রেস ওয়েবসাইট থেকে নেওয়া।
https://thefinancialexpress.com.bd/views/views/covid-19-use-of-face-mask-1586188663

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ৮:১৪

শাহ আজিজ বলেছেন: দাতে পাথর হলে মুখে গন্ধ হয় । দাত স্কেলিং করলে গন্ধ থাকবে না । রাতে খাবার পর ফ্লস দিয়ে দাতের ফাক ফোকর সাফ রাখলে উপকার পাবেন । ধূমপায়ী বা পান খোরদের জন্য এই উপদেশ কাজে লাগে না । স্কেলিং বছর বা দু বছরে একবার করলেই হবে ।

২০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: পাথর নাই। ধুমপান করি না।

২| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ১১:৪৭

নাহল তরকারি বলেছেন: গন্ধ।

২০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: উফ!

৩| ০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৭

সাগর শরীফ বলেছেন: হাহাহাহ!

২০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: :P

৪| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেশের সবারই অভ্যাস হয়ে যায় তাই গন্ধ নিয়ে আর ভাবেনা।

২০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম। দেশে থাকতে আমি নিজেই সাধারণত গন্ধ পেতাম না। :(

৫| ১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:১২

রানার ব্লগ বলেছেন: এহ !! দিলেন তো মনে সন্দেহ ঢুকিয়ে, আজই চেক করতে হবে আমার গায়ে গন্ধ কেমন !!!! বোঝাই যাচ্ছে আমার কলিগ ও বাসার লোকজন বেশি মাত্রায় ভদ্র !!!

২০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমাদের সবারই কম বেশী গায়ে গন্ধ :(

৬| ০১ লা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

জগতারন বলেছেন:
অনেক সময়ে বিভিন্ন জনের শরীরে হরমোন জনিত কারনে এ সমস্ত গন্ধ হয়।

০৯ ই নভেম্বর, ২০২১ রাত ২:১৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: আচ্ছা....

৭| ০১ লা নভেম্বর, ২০২১ রাত ৮:২৭

খায়রুল আহসান বলেছেন: মুখে গন্ধ, গায়ে গন্ধ, ইত্যাদি থাকলেও বিব্রতকর পরিস্থিতি এড়ানো যায় সামান্য যত্নবান হলে। বাইরে বের হবার আগে দাঁত ও মুখ ভালো ভাবে পরিষ্কার করে ধুয়ে বের হওয়া, আর ধোয়া, পরিষ্কার আণ্ডারগার্মেন্টস এবং পরিধেয় বস্ত্র পরে বের হওয়া। অন্যথায়, অন্যের বিরক্তি ও অস্বস্তির কারণ হতে হয়, নিজেকেও বিব্রত হতে হয়।

০৯ ই নভেম্বর, ২০২১ রাত ২:১৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম। কিন্তু অনেকেই এগুলি মানে না।

৮| ০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৪

রায়হান চৌঃ বলেছেন: এরাবিয়ান খবিশ গুলো এখনো দাঁত ব্রাশ করা শিখে নাই ....

০৯ ই নভেম্বর, ২০২১ রাত ২:১৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনি না পড়ে উত্তর মন্তব্য করে ফেলেছেন। তাও আবার সৌদী বিদ্বেশী মনোভাব থেকে। পুরা লেখাটা বাংলাদেশীদের ঘিরে। বাংলাদেশীরা এখনও দাঁত ব্রাশ করা শিখে নাই।

আমি গত সাড়ে ৪ বছরে একজন সৌদী পাই নাই, যার গা থেকে বা মুখ থেকে উটকো গন্ধ বের হয়।

৯| ১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪০

রায়হান চৌঃ বলেছেন: গত ৫/৬ বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে... সেই সাথে expatriates দের ভাগ্যের সিক্কেও ছিড়তে বসেছে :) আপনার লখা গুলো ভালো লেগেছে..... আপনার সাথে যোগাযোগ করার কোন ওয়ে থাকলে প্রতিউত্তরে জানাবেন প্লিজ :) ভালো থাকবেন

১২ ই নভেম্বর, ২০২১ রাত ১:৫৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: যোগাযোগ এখানেই! এর বাইরে নয়। :) ;)

১০| ১৪ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ভার্সিটিতে এক ক্লাসমেট ছিল মেয়ে। সুন্দরী। কিন্তু ওর গায়ের গন্ধে আমি পাশেও যেতে পারতাম না। ভাবতাম ওর বয়ফ্রেন্ড কেমনে সহ্য করে!

১৪ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৩৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: খোঁজ নিলে দেখা যাবে যে হয়ত ঐ গন্ধই তার বয়ফ্রেন্ডের ভালো লাগে। গায়ের গন্ধ এক বিষয়; মুখের গন্ধ আর এক বিষয়। এখন পর্যন্ত আমি কাউকে পাই নাই যে বলেছে মুখের গন্ধ ভালো লাগে।

১১| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৬

জিয়াউর রহমান ফয়সাল বলেছেন: এই মুখের গন্ধের কারনেই আমার ব্রেক-আপ হয়েছিল।

০৬ ই মার্চ, ২০২২ রাত ৮:৩৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: জনগন জানতে চায়, গন্ধটা কার মুখে ছিলো ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.