নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির জলে ভিজেছে, ছিড়েছে তোমার শেষ চিঠিটা.....

০১ লা নভেম্বর, ২০২১ রাত ২:১১

ঘুমিয়ে ছিলাম, গভীর ঘুমে। কিন্তু চাকরীর সুবাদে (কিংবা কুবাদে) শনিবারে সকালে কান খাড়া রাখতে হয়। মোবাইলে টুংটাং শব্দ হলেই চেক করতে হয়।



তেমনই একটা নোটিফিকেশনে আধোঘুমচোখে মোবাইলের দিকে তাকালাম। না কোন এসএমএস বা হোয়াটসএ্যাপ ম্যাসেজ না; তার মানে দাড়ায় নোটিফিকেশন ইগনোর করা যায়। আবার ঘুমে ঢলে পড়লাম। কিন্তু, ঘুমের মধ্যেই মোবাইলের স্ক্রীনে নামটা মনে পড়লো। এই নামের কেউ তো আমাকে, 'কেমন আছো' লিখে ম্যাসেজ করার কথা না। আমার নম্বরই বা সে পাবে কোথায়?

তার সংসারে সে দেখেছে অভাবের করুণ অবস্থা; আমিও দেখেছি, তবে হয়ত তার মত করে নয়। তাই ছোট ব্যবসায়ী ছেলেকে ছেড়ে সে হাত ধরেছিলো প্রবাসী একজনের। প্রবাসী একজনও তার কপালে থাকেনি। ৩মাসের ছুটি শেষে বিমানের চাকায় পিষ্ট করে গেছে তার সেই হাত ধরা।

আমি ফিরিনি। ফেরার কাকুতিও শুনতে চাইনি। ভাগ্যচক্রে আমিও এখন প্রবাসী। তবে নাটক-সিনেমা-গল্পে যেমন নায়ক প্রচন্ড ধনী হয়ে যায়, নায়িকাকে নায়কের পায়ে পড়তে হয়; এমন কিছু ঘটেনি। আমি হয়ত চাইওনি এমন কিছু ঘটুক। অথবা চেয়েছি। কে জানে?

তার ম্যাসেজ দেখে আবার ঘুমাতে গেলাম। কোন একটা বিষয়ে সাহায্য চায়। ৯বছর আগেই তার প্রতি আগ্রহ হারিয়েছি। ৯বছর পর এসে সেই আগ্রহ জাগ্রত হবে এমন কোন সম্ভাবনাও নাই। ম্যাসেজের রিপ্লাই করিনি। করতে চাইও না।

এসব টুকটাক ঘটনা মাঝে মধ্যে পুরান সব দিনের মধ্যে ডুব সাঁতার কাটায়। ভাবতে অবাক লাগে, কত বোকা ছিলাম। ৯ বছরে কি চালাক হয়েছি? না হয়ত, হয়ত হ্যাঁ।

এক সময় খুব করে চাইতাম সে খারাপ থাকুক। বুঝতে বহু দেরী হয়েছে যে সে যেমনই থাকুক, কিছুই যায় আসে না আমার। আমি কেমন আছি, দিন শেষে সেটাই মূল।

ভালো থাকুক সবাই। ভালো থাকা কোন অপরাধ নয়। :)

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৩

জুল ভার্ন বলেছেন: স্বার্থপরতার গল্প ভালো লাগলো।

০১ লা নভেম্বর, ২০২১ দুপুর ২:০২

ঋণাত্মক শূণ্য বলেছেন: :)

২| ০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বলেছেন তো ভাল থাকা অপরাধ নয়। ভাল থাকা এক প্রকার অধিকার।

০১ লা নভেম্বর, ২০২১ দুপুর ২:০৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুমমম

৩| ০১ লা নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: এই লেখা পড়েছিলাম কাল রাতে।

সবাই ভালো থাকুক যার যার মত করে।

কারো ভালো থাকায় মাঝে মাঝে বা কখনও কখনও আসলে আমাদের কিছু এসে যায় না কিন্তু মন্দ থাকুক সেটাও চাওয়া না।

০২ রা নভেম্বর, ২০২১ সকাল ৮:২৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: সঠিক...

৪| ০১ লা নভেম্বর, ২০২১ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: শেষ কথাটাই আসল। ভালো থাকুক সবাই।

০২ রা নভেম্বর, ২০২১ সকাল ৮:২৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুমম

৫| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:২১

খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা আকর্ষণীয়। শেষ বাক্য দুটো প্রাতঃস্মরণীয়। ও দুটোর জন্যই পোস্টে দুটো প্লাস! + +
(ভালো লাগার 'প্রতীকে' একটিমাত্র দেয়ার সুযোগ আছে! :) )

০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: ওকে, বাকিটা আমি দিয়ে দিলাম।

ধন্যবাদ।

৬| ১১ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:৩১

ইসিয়াক বলেছেন: জীবন কখনোই নাটক সিনেমা নয়। তবে জীবনে অনেক নাটকীয় মুহুর্ত আসে। কারও প্রতি অনুভূতি নষ্ট হয়ে গেলে দীর্ঘ সময় পরে সে সম্পর্কের কোন আহ্বান মন আর টানে না।থাকুক যে যার মত ভালো।


আমি আজকাল ভালো আছি, তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে.….. আমি আজকাল ভালো আছি।

১২ ই নভেম্বর, ২০২১ রাত ২:২৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: শেষ লাইন গুলায় হতাশা আছে!

৭| ১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:২৬

মনিরা সুলতানা বলেছেন: বুঝতে বহু দেরী হয়েছে যে সে যেমনই থাকুক, কিছুই যায় আসে না আমার। আমি কেমন আছি, দিন শেষে সেটাই মূল।

ভালো থাকুক সবাই। ভালো থাকা কোন অপরাধ নয়


হ্যাঁ বুঝতে কেবল ই দেরী হয়ে যায় !!!

লেখায় ভালোলাগা।

১২ ই নভেম্বর, ২০২১ রাত ২:৩০

ঋণাত্মক শূণ্য বলেছেন: :)

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২৯

সোহানী বলেছেন: দেটস্ দা স্পিরিট..........। নিজে ভালো থাকাই মূল মন্ত্র। অন্যজন খারাপ আছে কিনা বা খারাপ থাকুক সেটা কোনভাবেই কাম্য হতে পারে না।

চিন্তায় +++

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৪৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: সেটাই।

ধন্যবাদ।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৪৫

কামাল১৮ বলেছেন: সৎ চিন্তা করিবে।মহামতি বুদ্ধ

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৪৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: সৎ চিন্তা আগে ডিফাইন করতে হবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.