নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

সেট কিনলে নোকিয়া, প্রেম করলে পরকি.....!

২০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৬

কয়েকদিন ধরে মাথায় ক্যারা উঠছে একটা ট্যাবলেট কেনা লাগবে। সত্য বলতে পকেটে কোন টাকা নাই; কিন্তু শখের শেষ নাই টাইপের অবস্থা।



আমার অবশ্য কয়েকদিন পরপর এমন এক একটা জিনিষের শখ উঠে, আবার দুইদিন পর তা হাওয়া হয়ে যায়। হাওয়া না হওয়া পর্যন্ত আমি এর পিছে দৌড়াতে থাকি। প্রতিবারই মনে হয় টাকার ব্যবস্থা হয়ে যাবে; এবং হয়েও যায়। তবে দেখা যায় শেষ মুহুর্তে গিয়ে শখের থেকে জরুরী কিছু একটা সামনে এসে যায়।

এবারও তেমনই হয়েছে; যেই টাকা বাজেট করে টাকা ম্যানেজ করলাম, ঠিক সেই টাকাই ঘরভাড়া বাবদ দিতে হবে। সো কেনা হবে না! যাই হোক, সে অন্য প্যাচাল, আসল ক্যাচালে আসি।

তো ট্যাবলেট কেনার প্রথম ধাপে অনলাইনে প্রচুর প্রচুর ট্যাবলেটের কনফিগারেশন দেখলাম; দাম দেখলাম। বাজেট ও কনফিগারেশন অনুযায়ী মোটামুটি ৫/৬টা ট্যাবলেট ট্রাক ডাউন করা হলো।

এবার পালা রিভিউ দেখার। ভিডিও রিভিউ! বিমানে, বিমান বন্দরে, অফিস থেকে ফেরার পথে গাড়ি চালাতে চালাতে, রিভিউ অন করে টয়লেট করতে করতে ইত্যাদি ইত্যাদি করতে করতে অনেক ঘন্টা রিভিউ দেখলাম। মাঝে মধ্যে মনের কোনে একটা রিভিউ চ্যানেল ও রিভিউ সাইট তৈরীর ইচ্ছাও জাগলো।

যাই হোক; শেষ পর্যন্ত মাত্র ৪টা ট্যাবলেট সিলেক্ট করা হলো। যাদের দাম বাংলাদেশী টাকায় ৩০-৬০ হাজার টাকার মধ্যে। কেউ হয়ত ভাবতে পারেন যে বাজেটের এত বড় ব্যবধান কেন। সহজ উত্তর, কোন কোন কম্পানি ৩০হাজারে যা দেয়, অন্য কম্পানি ৫০ হাজারেও তা দেয় না বা দিতে পারে না।

যাই হোক, শেষ ধাপ হচ্ছে নিজে থেকে যাচাই করা। লুক দেখা এবং সিদ্ধান্ত নেওয়া। এটাকে শেষ ধাপ বলছি, কারণ আমি জানি যে আমার এটা কেনা হবে না। যদি কেনা হতো, তাহলে ওটাই শেষ ধাপ হতো।

শেষ ধাপের কাজ করতে চলে গেলাম জারির বুকস্টোরে। সৌদী আরবে জারির হচ্ছে এসব জিনিষ কেনার জন্য সবচাইতে নিরাপদ জায়গা। সমস্যা হচ্ছে এখানে পুরান মডেলের জিনিষ পাওয়া যায় না। গতকাল দেখলাম আইফোন ১২ এর কোন ভার্সনই আর ডিসপ্লেতে নাই (অল্প কিছু ব্রাঞ্চে থাকতেও থাকতে পারে)! অনলাইনে অর্ডার দেওয়া যাবে শুধু।

শেষমেষ সিদ্ধান্ত হলো কিনলে শাওমি ট্যাব ৫ কেনা হবে। যেহেতু কাজ শেষ, তাই ঘরে ফেরার পালা। ঘরে ফিরতে গিয়ে চোখে পড়লো নোকিয়া ট্যাব ২০ এর দিকে। এত এত ট্যাব দেখলাম, কোথাকার কোন এলকাটেলও দেখলাম, কিন্তু নোকিয়া আগে কেন দেখলাম না সেটা চিন্তা করতে একটু কষ্টই লাগলো।

তাই দাড়িয়ে গিয়ে হাতে নিলাম; দাম বেশী না, ১৫,০০০ এর কাছাকাছি। ভাবলাম আরেহ, এত কমে নোকিয়া দিতেছে; দেখি চালু করে।

স্ক্রীণ আনলক করতেই মনে হলো সেই ২০১১ সালে প্রথম যে এন্ড্রয়েড সেট নিয়েছিলাম সেটার কথা! পুরা ডাজাইনই কেমন যেন অন্ধকার অন্ধকার টাইপের। ভাবলাম হয়ত এন্ড্রয়েড ৭/৮ ভার্সন দেওয়া। সেটিংসএ গিয়ে দেখি ১১! পাশেই এলকাটেল এর এন্ড্রয়েড ৯ দেওয়া ট্যাব, সেটা চালু করে দেখি দেখতে খারাপ লাগে না; কিন্তু নোকিয়ার এই দশা ক্যারে?

একটা সময় কথা চলতো 'সেট কিনলে নোকিয়া, প্রেম করলে পরকি.......!'

সেই নোকিয়া হারিয়ে গেছে। বারবার ফিরে আসতে চেয়েও ব্যর্থ হয়েছে (আমার এক্স গার্লফ্রেন্ডের মত)!

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: নকিয়ার উপরে কোন ফোন নাই (যতই হাত থেকে পড়ুক ভাংগবেনা) আর পরকীয়ার উপরে কোন প্রেম নাই (কোন ঝুঁকি নেই , নেই কোন দায়িত্ব ও ) ।

শুধুই মজাই :P মজা।

২০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫০

ঋণাত্মক শূণ্য বলেছেন: পরকিয়া একটা নোংরামো!

২| ২০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



মুখে তো আল্লাহ, আল্লাহ করে ব্লগ ভরায়ে ফেলেন, এক্স গার্লফ্রান্ড কিভাবে থাকে? ধর্ম নিয়ে যারা কথা বলে, এটা প্যাথেটিক মিথ্যুক।

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: গাঁজী সাহেব, কেউ আপনাকে বলেছে কিনা জানি না, তবে আমি বলছি, আপনি চরম ভাবে মানসিক রোগাক্রান্ত। মানসিক ডাক্তার দেখান। বয়সের সাথে সাথে মানুষের রাগ বাড়ে, অনেকেই এটাকে স্বাভাবিক মনে করে, কিন্তু আসলে এটা মানসিক সমস্যা।

শুনেছি আম্রিকায় এসব বিষয়ে কাউন্সিলিংও করা হয়। আপনি সেটাও ট্রাই করে দেখতে পারেন।

আপনার মত নিচ মনমানসিকতার এবং অভদ্র লোক ব্লগে খুব একটা দেখা যায় না। সেই ২০১০/১২ এর দিকে কিছু ছিলো। তারা হারায় গেছে। এখন তাদের দ্বায়িত্ব নিয়েছেন আপনি।

আপনি মনে করেন আপনি সারাদিন ব্লগে বসে থেকে বড় কিছু করে ফেলেন। কিন্তু আপনার মত অভদ্ররা কখনোই টের পায় না যে আপনারাই ব্লগের পরিবেশ নষ্ট করেন।

৩| ২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৬

জুল ভার্ন বলেছেন: আমি লেনোভো ট্যাব ব্যবহার করি, যা টানা পাঁচ বছর খুব ভালো সার্ভিস দিচ্ছে।

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২২

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেনেভোর জিনিষ ভালো লাগে। তবে..........!

৪| ২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩০

আরইউ বলেছেন:


ষাট হাজার বেশ ভালো বাজেট ট্যাবলেটের জন্য।

ব্লগ গুন্ডা বালস্ব বালসর্বস্ব এর ছোটো লেঁজটা ধরে কিছুক্ষন পর তার সাগরেদ তোষামুদে খয়ের খাঁ ব্লগ চোরাটাও এখানে হাজির হবে।

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: ষাট হাজার বেশ ভালো বাজেট ট্যাবলেটের জন্য। - হুম! তবে আমি অতদূর হাটতে চাচ্ছি না।


ব্লগ গুন্ডা বালস্ব বালসর্বস্ব এর ছোটো লেঁজটা ধরে কিছুক্ষন পর তার সাগরেদ তোষামুদে খয়ের খাঁ ব্লগ চোরাটাও এখানে হাজির হবে। - কথা সত্য!

৫| ২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:



২ নং মন্তব্যের উত্তরে আপনি অনেক কিছু বলেছেন, কিন্তু আপনার কেন এক্স-গার্লফ্রেন্ড ছিলো, সেটার কারণ বলেননি; ধর্মের কথা বলে, ব্লগে ওয়াজ করেন; কিন্তু ধর্ম মতে গার্লফ্রেন্ড থাকার কথা নয়, স্ত্রী থাকার কথা; সেটা ব্যাখ্যা করেননি। আমার কারণে, ব্লগের পরিবেশ নষ্ট হচ্ছে, কিন্তু আপনার মতো লেখকদের কারণে বাকীসব ব্লগ বন্ধ হয়ে গেছে; আপনার আজকের পোষ্টটা কেহ কি কারণে পড়বে? আপনার মতো লেখকদের কারণে ব্লগ বন্ধ হয়ে যায়।

২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: ১। গার্লফ্রেন্ড ছিলো, এখন নাই। আমি আগে খারাপ ছিলাম, এখন ভালো হওয়ার চেষ্টায় আছি। তার মানে এই না যে আমার অতীত পরিবর্তন হয়ে গেছে।
২। আমি ব্লগে ওয়াজ করি না। যদি করিও, সেখানেও আপনার সমস্যা। না করলেও সমস্যা। সমস্যাটা আসলে আপনার মস্তিস্কে।
৩। আপনার মত গলাবাজি করে বেড়ানো লোকজনের কারণে ভদ্রমানুষেরা দূরে সরে যায়। এটা বোঝার জন্য জ্ঞান ও বুদ্ধি লাগে।

৬| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:



আপনার ওয়াজের সাথে আপনার জীবনের মিল নেই; এবং পোষ্ট লেখার সময় সেগুলো বেরিয়ে যাচ্ছে।

২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনিতো ভাই ভাতটেপা বিজ্ঞানী! আমার একটা লেখা দেখে আপনি আমার জীবন-যাপন কেমন সেটা বের করে ফেলেছেন! :-v :-p

৭| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৭

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: নোকিয়ার বয়স হয়ে গেছে বলে আপনার কাছে তাকে পুরানো মনে হচ্ছে কি?
তাদের লেটেস্ট মডেলে এত অন্ধকার থাকার কথা নয় ।
দেশে এখনো নোকিয়ার ট্যাব চোখে পরেনি তাই বলতে পারছিনা কেমন । তবে ওদের স্মার্ট ফোনগুলো খারাপনা ।

২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:১০

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি টাকা বাঁচিয়ে সবচাইতে ভালোটা কেনার চেষ্টায় আছি। সেই হিসাব করলে কিন্তু নতুন-পুরাতন-নামকরা-নাম না করা কোন কিছুই আমার মাথায় আসেনি। মাথায় এসেছে আমার যেটা দিয়ে কাজ চলবে।

যদি ওটার হার্ডওয়্যার ভালো হতো, তাহলে আমি লুকের বিষয়টা চিন্তা করতাম না।

৮| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: অতি সস্তা শিরোনাম দিয়েছেন।

২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:১১

ঋণাত্মক শূণ্য বলেছেন: তার কারণও ব্যাখ্যা করেছি প্রথম লাইনে। টাকা নাই!

৯| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:৪৯

নেওয়াজ আলি বলেছেন: পরকিয়া একটা ঘৃণিত কর্ম। আমার কাছে ছোট্ট একটা নকিয়া সেট আছে

২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:০৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: অবশ্যই পরকিয়া খারাপ কাজ। ইউরোপ-আমেরিকার দেশে এই ব্যাধি করোনার থেকেও বেশী ছড়িয়ে গেছে :(

১০| ২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭:২৫

বিষন্ন পথিক বলেছেন: " ইউরোপ-আমেরিকার দেশে এই ব্যাধি করোনার থেকেও বেশী ছড়িয়ে গেছে "
ইউরোপ, আমেরিকা দেখি আপনার কাছে ডাল ভাত

২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: এটা আসলে আমার কাছে ডালভাত না; ওদের কাছেই ডালভাত।

১১| ২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: নকিয়াও নাই, পরোকিয়াও নাই, তবু ভাল আছি ভাই।

২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: তবু ভালো আছে বলতে কি বুঝালেন?

১২| ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তার কারণও ব্যাখ্যা করেছি প্রথম লাইনে। টাকা নাই!

হ্যাঁ কিন্তু আপনি চাইলে সুন্দর একটা শিরোনাম দিতে পারতেন।

২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩০

ঋণাত্মক শূণ্য বলেছেন: রাজীব ভাই, ফাটাফাটি একটা আইডিয়া দেই; কোন লেখায় কি শিরোনাম হতে পারে সেটা নির্ধারণের একটা ব্যবসা করেন। লেখক লেখা সাবমিট করবে; আপনি নির্ধারণ করে দিবেন শিরোনাম কি হবে।

আমি জানি আপনার টাকার দরকার নাই; তবে ফ্রিতেওতো করতে পারেন। তাই না?

১৩| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৯

মনিরা সুলতানা বলেছেন: আমি তো এখন ও একটা নোকিয়া রাখি , গ্রামে গেলে কাজে দেয়।

২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:২৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনি ফিচারড ফোনের কথা বলছেন খুব সম্ভবত। আমি ট্যাবলেটের কথা বলেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.