নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

ব্লগে শীত যেন জমে বসেছে!

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:৪৭

ব্লগে হঠাৎই পোষ্ট খুব কম আসছে! গতকাল রাত ১১টায় করা পোষ্ট আজকে রাত ৩টা পর্যন্ত (অর্থাৎ ২৮ ঘন্টারও বেশী সময়) প্রথম পেজএ পড়ে আছে।



আমার এই লেখাটি প্রথম পাতায় আসলে এই মুহুর্তে আমার নিজের লেখা তিনটি পোষ্ট প্রথম পাতায়! যা আমার জন্য সম্পূর্ণই নতুন। আমি সাধারণত এত ঘন ঘন লিখি না; বেশী পড়ি।

আমাদের অফিস থেকে গত মাসে মেইল পেয়েছি; আমি অফিসের বাইরে সামু ব্লগে বেশী আনাগোনা করি, এটা তারা পেয়েছে। কোন ওয়ার্নিং নয়; শুধু জানিয়ে রেখেছে এটা প্রমান করতে যে আমি অনলাইনে কি করি কি না করি তারা তার হিসাব রাখে।

আমি অফিসে প্রতিদিন ৩০ মিনিট ব্রেক পাই, লাঞ্চ এবং সালাত (নামাজ) এর জন্য। আরও ৩০ মিনিট ব্রেক পাই (প্রতি ঘন্টায় ৫মিনিট করে)। আমার ঐ প্রতি ঘন্টার ৫মিনিট সাধারণত ব্লগেই কাটে। তাছাড়া বাসায় আসলেও আমার প্রায়সই ব্লগের পেজ খোলা থাকে।

জ্ঞানগর্ভ পোস্ট পড়তে ভালো লাগে। আগে টেকটিউনস নামে একটা সাইট ছিলো, যেখানে কোয়ালিটি লেখা আসতো, টেকনোলজি সম্পর্কে। বর্তমানে ওটা একটা ফাৎরামির জায়গায় পরিনত হয়েছে। যতসব ক্লিক-টু-পে সাইটের বিজ্ঞাপন আর হাবিজাবি লেখায় ভরা। এদের কেন এমন হলো সেটা ঠিক বুঝে উঠতে পারিনি।

যাই হোক, যেহেতু ছুটিতে আছি; তাই ব্লগে একটু আনাগোনা এখন বেড়েছে। কিন্তু আজকে হঠাৎই যেন লেখায় একদম ভাটা পড়েছে। তবে প্রচুর ভিজিট হচ্ছে প্রতিটা লেখা। এটা একটা ভালো লক্ষণ।

রাজীব ভাইয়ের নতুন আলু, গতকাল থেকেই ব্লগে রান্না হচ্ছে!

সারাদিন চেষ্টা করেও "শেষটা কেন গোলমেলে হয়?" লেখাটা শেষ করতে পারতেছি না; বারবার অফট্রাকে চলে যাচ্ছি। একটা এ্যাফিলিয়েট সাইট দাড় করিয়েছি; সেটাতে আজকে হঠাৎই ভিজিটর বেশী থাকায় সেটার দিকেও নজর রাখতে হচ্ছে। শীতের সিজনে খুব ভালো জুতার ব্যবসা হচ্ছে!

গতবছর ডিসেম্বরে আম্রিকায় প্রচুর পরিমানে গিফট আইটেম বিক্রি করেছিলাম। কিন্তু ট্যাক্সটুক্স কেটে কুটে তেমন কিছু থাকে নি। তাই ওপথে আর এবার হাটছি না। তবে ডিজিটাল সার্ভিস (মূলত সফটওয়্যার এবং এন্টিভাইরাস) বিক্রি চলছে বেশ ভালোই।

করোনার মধ্যে কোন হ্যাকার গ্রুপ তেমন কোন গুরুত্বপূর্ণ ভাইরাস বাজারে ছাড়তে পারেনি। ছাড়তে পারলে ব্যবসা আরও একটু জমতো। আগের আগের লেখাটিতে ট্রান্সলেট করেছিলাম 'একজনের ক্ষতি মানে অন্যজনের লাভ'; এখানেও সেই তত্ব খেটে গেলো!

আজকে শীত উপলক্ষে ভাপা পিঠা খেলাম। সাথে চিতই পিঠা আর পাটিসাপটা।

ব্লগের ব্লগারদের জন্য শুভ কামনা; আদা-চা খেয়ে ব্লগিং করুন। আগামীকালও সারাদিন বাসায় আছি। কিছু সুন্দর লেখা পড়তে চাই।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:১৬

শেরজা তপন বলেছেন: ব্যাপারটা দুঃখজনক!
আমি নেই ব্যাস্ততায়- বাকি সবাই সম্ভবত একই কারনে অনুপস্থিত। তবে কেউ কেউ বিরক্ত আর কেউবা অভিমানে দূরে সরে আছেন।
করোনায় সবকিছু স্থবির হয়ে যাবার পরে- এখন সবার কাজের গতিই চরম্ভাবে বেড়েছে। সবাই তাদের ক্ষতিটা পুষিয়ে নেবার চেষ্টা করছে। কাজ পরিবার ব্লগিং সবকিছু আগের মত এডজাস্ট করতে সমস্যা হচ্ছে- সবকিছু এলোমেলো হয়ে গেছে।

২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: আসলেই, আমরা সবাই ব্যস্ত। গতকাল ছুটিতে ছিলাম বলেই হয়ত লক্ষ্য করা হয়েছে যে ব্লগ ফাঁকা; না হয় হয়ত খেয়ালই করা হতো না।

২| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৫০

খায়রুল আহসান বলেছেন: মানুষ লেখালেখি করে মনের তাগিদে। তবে দিনের সিংহভাগটা তার চলে যায় অন্য কিছু করার জন্য, পেটের তাগিদে। প্রতিযোগিতার এই যুগে শুধু মনের খোরাক মেটানোর জন্য খুব বেশি সময় মানুষের হাতে থাকে না। তবুও আমি বলবো, আমরা যারা ব্লগিং করি, খুব বেশি দিন, খুব বেশি সময় আমরা এ ব্লগটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারি না। ব্লগে অনলাইন উপস্থিতির সংখ্যা অনেক কমে গেলেও, অফলাইনে অনেকে এখন আসছেন, আমাদের লেখা পড়ে যাচ্ছেন, হয়তো মন্তব্য করার সময় পাচ্ছেন না। অধুনা অনেক পুরনো ব্লগারকে লিখতে দেখছি, সময় করে মাঝে মাঝে তাদের ব্লগ থেকেও ঘুরে আসছি। মোটামুটি বলা যায়, এখনো মন্দ চলছেনা আমাদের এই ব্লগিং মিথস্ক্রিয়া।

২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: মানুষ লেখালেখি করে মনের তাগিদে................ কথা সত্য।


তবে দিনের সিংহভাগটা তার চলে যায় অন্য কিছু করার জন্য, পেটের তাগিদে............. আরও কড়া সত্য।


এখনো মন্দ চলছেনা আমাদের এই ব্লগিং মিথস্ক্রিয়া.......... হুম!

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৭

কাছের-মানুষ বলেছেন: ব্লগিং এর যেই মজা সেটাও অন্য কোন সোসাল নেটওয়ার্কিং এ নেই। ব্লগ সৃজনশীলতার জায়গা, তবে নতুনরা ব্লগিং এ তেমন এগিয়ে আসছে না ব্যাপারটা দুখজনক, হয়তবা ব্লগ তেমন প্রচার পাচ্ছে না, তবে আমার বিশ্বাস ব্লগিং এ আবার নতুনরা আসবে। আমি নিয়মিত অনলাইনে না থাকলেও অফলাইনে ব্লগে প্রায় ঢু মারি।

২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: নতুন প্রজন্ম ছোট খাট লেখায় অভ্যস্ত। বড় লেখা হলে পড়তে চায় না; লিখতেতো চায়ই না।

সামুরও একটু আপডেট হওয়া দরকার। মোবাইল ফ্রেন্ডলি নয় ওয়েব সাইটটি। এ টা করতে পারলেও হয়ত কিছুটা আগানো যেতো। আমার নিজের যতগুলি ওয়েব সাইট আছে, তাদের সব গুলিতেই প্রায় ৯০%ই মোবাইল দিয়ে ঢুকে। কম্পিউটার দিয়ে ৫-৬% এর বেশী ঢুকে না।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাঝে মাঝে আংশকাজনকহারে ব্লগারদের সংখ্যা কমে যায় আবার বাড়ে। তাই পোস্টও তেমন আসেনা।

তবুও সামু এগিয়ে চলুক সমহিমায়।

২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুমমম

৫| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৫

নজসু বলেছেন:


দেখুন সবাই শীতে আগুন পোহাতে ব্যস্ত।


(ছবিঃ গুগল)

টেকটিউনস এর কথাটা সত্যি বলেছেন। আমিও আগে সবসময় কিছু জানার প্রত্যাশায় টেকটিউনস সারাদিন বসে থাকতাম। ভালো লেখা, আনন্দ এবং কিছু অর্জনের জন্য সামুতেও সারাদিন বসে থাকি। হয়তো যখন প্রত্যাশা পূরণ হবেনা তখন ধীরে ধীরে আশা কমিয়ে দেবো। কিন্তু আমি তা চাইনা। আমাদের প্রিয় সামু আবারও সরগরম হয়ে উঠুক এই কামনা রইলো।

২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমাদের প্রিয় সামু আবারও সরগরম হয়ে উঠুক এই কামনা রইলো।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪১

জুল ভার্ন বলেছেন: অনেক অভিমান করে প্রায় ৯ বছর ব্লগে তেমন কিছুই লিখিনি বরং সাড়ে তিন শতাধিক পোস্ট ড্রাফট/ডিলিট করে দিয়েছিলাম। প্রিয় ব্লগের এমন ব্লগার শুণ্যতায় কষ্ট পাচ্ছি। ব্লগটা যেনো টিকে থাকে সেই জন্যই এখনো ব্লগে সময় দেই।

২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: বহু লেখকই নিজেদের অনেক লেখা ড্রাফট/ডিলিট করেছেন।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৫

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ ব্লগে এমন জোয়ার ভাটা চলেই, আহসান ভাইয়ার কথা টা অনেকাংশে সত্যি। ব্লগে লন ইন না করলে ও না লিখলে নজর রাখতে ভুলি না। সে নয়েই হয়ত ভিজিটর এর কমতি নেই।

২৩ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৫৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: সহমত

৮| ২৩ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সকালে আপনার পোস্টটা চোখে পড়েছিল। দেখা যাক কাল এই পোষ্টের জন্য হলেও কিছু একটা লিখতে পারি কিনা।

ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: লিখুন.... অপেক্ষায় থাকলাম।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৯

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আপাতত দর্শক ।
উপস্থিতি জানিয়ে গেলাম ।

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: ওকে!

১০| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: আমি আজ সারাদিন ইচ্ছা করেই ব্লগে আসি নাই।
শীতের নতুন আলু আসলেই খেতে অনেক স্বাদ। সেই আলু যে তরকারীতে দেওয়া হয় সেটার স্বাদ বেড়ে যায়।

২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৫১

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি জানতাম নতুন আলুর ভর্তা কেমন যেন পানসে পানসে ও মিষ্টি হয়। সেই তুলনায় পুরাতন আলোর ভর্তা মজার হয়।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২৯

নেওয়াজ আলি বলেছেন: একদিনে একই সময় তিনটা শীতের পিঠা খেলেন। ভালোই আরামে আছেন মনে হয়

২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৫৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: বাড়িতে যখন আম্মা পিঠা বানাতেন তখন একদিনে একটা পিঠাই অনেক তৈরি হতো। এখন দোকানে গিয়ে দেখি তারা অনেক ধরনের পিঠা বিক্রি করছে। প্রতিটা থেকে একটা দুইটা খেলাম। এটা যদি সুখে থাকা হয় তাহলে তাই!

১২| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩২

আহমেদ জী এস বলেছেন: ঋণাত্মক শূণ্য,




শ্রদ্ধেয় ব্লগার খায়রুল আহসান এর মন্তব্যের সাথে সুর মিলিয়েও বলতে চাই - যতো অনুঘটকই থাকুক না কেন ব্লগে লেখা না আসার, তা পীড়াদায়ক। আর লেখা না দিলেও কিছু একটা মন্তব্য তো করাই যায় !

২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৫৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: মাঝেমধ্যে আমারও মন্তব্য করতে কেমন যেন আলসেমি লাগে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.