নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

করণার কারনে পেলাম "বাসায় বসে কাজ করার সুযোগ!"

০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৬

আমার অফিসে বসে কাজ করতেই সুবিধা মনে হয়। তাতে করে আমার জন্য নির্ধারিত ৮ঘন্টার হিসাব আমি রাখতে পারি সহজে। আমি সাধারণত অফিসে ৮টা থেকে ৮টা ৩০ এর মধ্যে ঢুকি। যে সময় ঢুকি, তার ঠিক ৮ঘন্টা পরে অফিস থেকে বের হবার চেষ্টা করি। সব সময় অবশ্য হয় না।



৮ঘন্টার মধ্যে আমাদের ৩০মিনিট থাকে ব্রেক, তাছাড়া আরও ৩০ মিনিট সালাত ও অন্যান্য কারণে আমরা ছাড় পাই। আমি সব সময় চেষ্টা করি আমার প্রাপ্য ৩০ মিনিটের মধ্যেই সব কিছু শেষ করতে।

মাঝে মধ্যে আমাকে বাসায় বসেও টুকটাক কাজ করতে হয়। হয়ত সকাল ৬টা থেকে ৮টা বাসায় বসে কাজ করলাম, এরপর ১০টায় অফিস গিয়ে ৪টায় বের হয়ে যাই।

গত বছরের কিছু ছুটি পাওনা ছিলো, তার সাথে অফিসের সময়ের বাইরে অফিসের জন্য কাজ করার কারণে আরও কিছুদিন বেশী পেয়েছিলাম। শুক্র-শনি মিলিয়ে তা মোটামুটি টানা ২৩ দিনের একটা ছুটি। এ সময়টায় আমি গত বছরের আমার কিছু রয়ে যাওয়া কাজ করেছি; সাথে চেষ্টা করেছি এমন একটা পর্যায়ে থাকতে যেন আজকে জয়েনের সাথে সাথেই আমি নতুন ভাবে কাজ করতে পরি।

অফিসে আজকে ৮টাতেই পৌছে গেছি, ১১:৪০ বাজতে না বাজতে কল আসলো, আমাকে দ্রুত অফিস ছাড়তে হবে। কারণ ছুটির মধ্যে আমি গত মঙ্গল-বৃহস্পতি একজনের সাথে ওভারটাইম হিসাবে কিছু কাজ করেছি; এবং আজকে সকালে তার করোনা পজেটিভ এসেছে!

আমাকে বাধ্যতামূলক ১৪দিনের কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে।

যেহেতু আমার অফিসটা চরম নিঃসঙ্গ অফিস, অর্থাৎ অন্য কোন পারমানেন্ট এম্প্লয়ি সেখান থেকে কাজ করে না; তাই শুধু আমাকেই এই ছুটি নিতে হয়েছে! আমার মূল কাজ গুলিই হচ্ছে টেম্পরারী স্টাফদের নিয়ে।

ইমেইল সার্কুলার হতেই অনেকে টিমসে টিটকারী শুরু করে দিলো, আহ শান্তি, বাসায় বসে কাজ করবা!

আমি এদিকে মুখ অন্ধকার করে বসে আছি। বাসায় আমার হোম অফিস টাইপের তেমন কিছু নাই। তাছাড়া বাসায় হাজারটা এলিমেন্ট আছে যেটার কারণে ডিসট্রাক্টেড হতে হয়! তাছাড়া আমি যেহেতু ফাঁকিবাজির চেষ্টা করি না; তাই আমাকে বাসায় থাকলে বরং কাজ একটু বেশীই করতে হয়; নিজের মনের শান্তির জন্য।

আগামী ১৪দিন (আকজের দিন বাদ যাবে) আমাকে অফিসের কাছেও যেতে দেওয়া হবে না। এটা নিয়ে আমার চরম মেজাজ খারাপ! তাছাড়া কিছু কাজ পেন্ডিং হয়ে আছে যা আমাকে অফিসে থেকেই করতে হবে। সেগুলি ঠিক সময় মত করা হবে না। :(

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: শিরোনামে ''করণা' না লিখে লিখুন করোনা।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৩:২৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: ধন্যবাদ!

২| ০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে ইংশাআল্লাহ

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৩:২৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: ইন শা আল্লাহ

৩| ০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৩

শেরজা তপন বলেছেন: হুম বাসায় বসা কাজ করা অনেকের জন্য আনন্দের হলেও আপনার জন্য কঠিন!
কি আর করবেন এই চৌদ্দদিন কষ্ট করে কাটিয়ে দিন। আশা করি সুস্হ্য থাকবেন

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৩:২৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: আজকে টেষ্ট করতে দিয়ে আসলাম, হয়ত আগামীকাল রাত নাগাদ রেজাল্ট আসবে। তারপর আবার সিদ্ধান্ত যে অফিসে যাবো কি না! :)

৪| ০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩০

ইমরোজ৭৫ বলেছেন: করোনা ভাইরাস আমাদের বিপদে ফালাইছে।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৩:২৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: বড়ই!

৫| ০২ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৭

জ্যাকেল বলেছেন: করোনার সব লক্ষণ নিয়েও নতুন বছরে কাজ শুরু করলাম, দেখা যাক আল্লাহ কি মাফ করে উহা থেকে।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৩:২৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার কোন সিম্পটম নাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.