নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!
কান মলা লিখে গুগলে সার্চ দিয়েছিলাম। ৩৯,০০০ রেজাল্ট এসেছে। প্রথম দুই পাতা শুধু কানমলা কাকে বলে তার ব্যাখ্যা। বাংলায় কান মলা, ইংরেজীতে কান মলা। প্রথম পেজের শেষ রেজাল্টটাতে দেখা গেলো হৃদি কেন যেন রাজীবকে কানমলা দিয়েছে! এটা মনে হলো অপ্সরা নামে কোন উপন্যাস।
নাটক-সিনেমা-উপন্যাসে কেন যেন ছেলেদের কান মলা খেতে দেখা যায়। মেয়েদের কানমলা দিলে সেটা হয় অত্যাচার, অবলা নারীর উপর জুলুম!
সার্চ রেজাল্টের কয়েক পেজ যেতে না যেতেই সেটার উদাহরণ পেলাম। টাইটেল "মাত্রা ছাড়াচ্ছে মিঠাইয়ের বেয়াদপি! সবার সামনে মিঠাইয়ের কান মুলে দিল সিদ্ধার্থ"।
কিছুদিন আগে একজন একটা হিন্দি সিনেমার ঘটনা বলছিলো, শোনার ইচ্ছা ছিলো না; সে জিষ্ট বললো এক লাইনে। এক মহিলাকে তার বর সবার সামনে চড় মেরেছে, ঐ মহিলা তার বরকে তালাক দিয়েছে!
অন্য কারও সামনে মহিলাকে চড় মারাটা অবশ্যই খারাপ কাজ। সন্তানের সামনে পিতাকে মারাটাও চরম খারাপ কাজ।
তবে দেখা গেলো কোন একটা ভুলের কারণে "স্ত্রীর হাতে কান মলা খেলেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী"! আর একটা পত্রিকা নিউজের টাইটেল দিয়েছে "ভালোবাসা দিবসে গোলাপ কিনতে ভুলে যাওয়ায় ভুটানের সাবেক ..."। খুব সম্ভবত ঘটনা একই।
এদিকে ২০১৬ সালে রাকিব সামছ নামে একজন ব্লগার লিখেছেন "কান মলা খেতে চাই।" উনার কান মলা খাওয়ার আগ্রহের প্রতি আমার কোন আগ্রহ জন্মায়নি, তাই তার কান মলা খাওয়ার আগ্রহের কারণও ঘাটতে যাইনি।
সময় নিউজের একটা লিংক চোখে পড়লো; "কান ধরে উঠবসের অনেক উপকারিতা! - Somoy News"। এটাও পড়ার ইচ্ছা হলো না।
এই নিউজের লিংকের ঠিক আগে আর একটা নিউজ দেখা গেলো। কেউ একজন ভালুকের কান মলে দিয়ে রক্ষা পেয়েছেন! আজিবতো! আসলেইতো কান ধরে উঠবসের মত কান মলারও উপকারীতা আছে দেখছি!
কান মলা নিয়ে আর কিছু পাওয়া যায় কিনা এমনটা ঘাটতেই একের পর এক পেজ পার হচ্ছিলাম। ৮ম পেজে গিয়ে দেখি ৯ম পেজ নাই! উপরে তাকিয়ে তখন দেখি সার্চ রেজাল্ট নাকি মাত্র ৮০টা!
বেয়াদব গুগল! কান মলে দেওয়া দরকার।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১২
ঋণাত্মক শূণ্য বলেছেন: সে এক লজ্জার কথা! একজনের কান মলে দেওয়ার ইচ্ছা হচ্ছিল! এবাবদ কান মলা নিয়ে কবিতা পাওয়া যায় কিনা তা দেখছিলাম! কবিতা অপছন্দ করি, তারপরও কবিতা খুঁজে বেড়াচ্ছি, বিষয়টি লজ্জার!
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার বিষয়বাস্তু নির্বাচন মজার। এর আগে 'তাহাদের টাকায় চুলকায়' পড়ে হাসতে হাসতে অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। দারুণ রসিয়ে লেখেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার লেখা কারও কাছে মজাদার লেগেছে জেনে খুশি হলাম ও ভাল লাগল
অনেক ধন্যবাদ।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৪
শায়মা বলেছেন: একটা জিনিস বাদ পড়লো তো ভাইয়ু.....
কান কাটা রমজান......
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: সর্বনাশ! এখন সে যদি আমার কান মলে দেয়?
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৯
জ্যাকেল বলেছেন: মোহাম্মদ গোফরান বলেছেন: তো হঠাৎ কান মলা লিখে সার্চ করলেন ক্যান?
পসিবিলিটি আছে উনার ইয়ের হাতে থাক........ আর বললাম না
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: কি হইতেছে এইসব!
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
স্ত্রীর হাতে কান মলা খেলেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের তথ্যটা বেশ আলোচিত দেখলাম।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০০
ঋণাত্মক শূণ্য বলেছেন: পুরুষ মানুষ কান মলা খেলে সেটা নিয়ে মজার মজার আলোচনা হয়!
রাজিব কেন হৃদির কাছে কান মলা খেলো এ বিষয়ে কি কিছু পাওয়া গেল?
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন:
রাজিব কেন হৃদির কাছে কান মলা খেলো এ বিষয়ে কি কিছু পাওয়া গেল?
এর চেয়ে বেশি পাচ্ছিনা অফিসে বসে।
আপাতত এই সাহিত্য টুকু পড়ুন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪০
ঋণাত্মক শূণ্য বলেছেন: রাজিবতো বড়ই নাটকবাজ মনে হচ্ছে!
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: দিন সমস্ত দুষ্টলোকদের কান মলে দিন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: দিন শেষে আফসোস ঐটাই, দুষ্টলোকদের কান মলতে গেলে উল্টা কান মলা খেতে হয়। দুষ্টরা সাধারণত শক্তিশালী হয়। এক সময় শক্তি হারিয়ে মুখ থুবড়ে পড়ে, সেটা ভিন্ন কথা। তবে যতদিন শক্তিশালী থাকে, ততদিনতো কিছু করা যায় না।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫০
ইসিয়াক বলেছেন: এ যে দেখছি কান মলা নিয়ে এলাহি কান্ড!
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: আর বইলেন না। এক কবিতা খুঁজতে গিয়ে কত কিছু বের হয়ে গেলো!
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৫
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: কাম কাজ না থাকলে এই রকম আদিখ্যেতা আমিও করি ....ইউটুবে সার্চ দেই "কিভাবে কচুর লতি পরিস্কার করতে হয়"
১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৫৬
ঋণাত্মক শূণ্য বলেছেন:
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:০৫
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা...... কিন্তু যার কান মলে দিলেন সে কিছু টের পেলো কি?
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: সে না; তারা!
তারা দুইজনের একজন চুপি চুপি পোষ্টে ঢুকে কমেন্ট না করেই বের হয়ে গেছে! অন্য জন্য অন্য ভাবে.............. থাক, না বলি
১১| ২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০৪
ইমরোজ৭৫ বলেছেন: কানমলা।
২৫ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১২
ঋণাত্মক শূণ্য বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: তো হঠাৎ কান মলা লিখে সার্চ করলেন ক্যান?