নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!
সৌদী বিদ্বেশীরা বেশ কয়েক বছর থেকেই প্রচারণা চালাচ্ছে যে সৌদী আরব নাকি ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করছে!
এরা কোন দেশের কোন নিউজ দেখবে না, শুনবে না, নিজের মন মত যা খুশি তাই বলবে।
মূল ঘটনা সহজে বলতে গেলে..... যখন ইরারন সমর্থিত শিয়া-হুথিরা (এরা কিন্তু শিয়া, এরা মুসলিম নয়) ইয়েমেন সরকারকে হটিয়ে মুসলিমদের হত্যা করছিলো তখন ইয়েমেন আরব বিশ্বের কাছে সাহায্য চেয়েছিলো। তখন সৌদী আরব লীডে থেকে আরও কয়েকটি আরব দেশের সহায়তায় হুথিদের সাথে লড়াইতে নামে।
এরপর কেটে গেছে বহু দিন, মাস, বছর। এখনও থেমে থেমে আক্রমণ পাল্টা আক্রমণ চলে।
কয়েক মাস আগে সৌদী সরকার থামতে চেয়েছিলো। কিন্তু হুথিরা থামেনি।
এরপর কিছুটা সময় সব কিছু ঠান্ডা ছিলো। কিন্তু সৌদী হঠাৎই চায়না-রাশিয়া থেকে অস্ত্র কেনার ভাও তুলল, অমনি আবার হুথিরা আক্রমণ শুরু করলো। আবার একটু বিরতি।
চায়নার সাথে তেল বিক্রি ডলারে না হয়ে চায়নার মুদ্রায় করার কথা ওঠার সাথে সাথে আবার হুথিরা চড়াও।
সম্প্রতি রাশিয়ার ই্উক্রেনকে শায়েস্তা করার যুদ্ধের মধ্যে আম্রিকা এসে সৌদীর সাথে কথা বলতে গেলো, সৌদী মুখ ঘুরিয়ে নিল। অমনি হুথিরা গত কয়েকদিনে প্রতিদিনই একাধিক আক্রমণ চালিয়েছে।
বছর বছর ধরে ইরান-আম্রিকা নাকি শত্রু। আবার হুথিরা চলে সরাসরি ইরানের টাকায়। কিন্তু আম্রিকার কোন স্বার্থে টান পড়লেই সৌদীতে আক্রমণ করে!
ক্যান রে বাও? তরা তোদের বাপেদের শত্রুদের পক্ষে ক্যান যুদ্ধ করিস?
এমন অবস্থা আবার ফিলিস্তিনেও দেখা যায়। এইতো কয়দিন আগে ভোটের ঠিক আগে আগে ইসরাইলকে প্যাদানী দেওয়ার নাম করে গাদি খানিক রকেট ছুড়ে গোটা চার-পাঁচটা হিন্দি চুল ফালাইলো এই শিয়া গোষ্ঠী। বিনিময়ে প্রাণ দিলো কিছু মুসলিম ও শিয়া এবং ঘর ছাড়া হলো গাদি গাদি লোক!
সব দেখে জানতে মন চায়, হুতি ও শিয়া, তুমি কার?
২৫ শে মার্চ, ২০২২ দুপুর ১:২৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: সেটাই!
২| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১১:২০
নতুন বলেছেন: এই রকমের রকেট ফকেট দিয়া আক্রমন করতে লাখ লাখ ডলার লাগে.... এই টেকা কইথিকা আসে?
দুনিয়ার কত মানুষ নিজের জীবন, জমানো টাকা দিয়া জিহাদ করতে যায়? ঐ জিহাদীরও কিন্তু ৩ বেলা খেতে হয় ঐ টেকা কোথা থেকে আসে?
দুনিয়ার যত সন্ত্রাসী কাজ হয় তার পেছনে অনেক বড় উদ্দেশ নিয়ে তাদের কেউ টাকা সরবরাহ করে। ধর্মীয় চেতনা না বরং তারা বড় বড় গোস্ঠির সার্থে কাজ করে।
কিন্তু সাধারন মানুষ মনে করে এই গুলান ধর্ম যুদ্ধ।
২৫ শে মার্চ, ২০২২ দুপুর ১:৩০
ঋণাত্মক শূণ্য বলেছেন: গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হুথিরা যেই ড্রোন গুলি ব্যবহার করে সৌদীতে এট্যাক করে, তার দাম মিলিয়ন মিলিয়ন রিয়াল। এবং এত উন্নত টেকনোলজিও সহজে হাতে পাবার কথা না। এদের পিছনে বড় বড় কেউ থাকেই।
৩| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১:০৩
হাসান কালবৈশাখী বলেছেন:
হামাস কেন রকেট মারে?
২৫ শে মার্চ, ২০২২ দুপুর ১:৩১
ঋণাত্মক শূণ্য বলেছেন: সেটাও তলিয়ে দেখার মত বিষয়। তবে টিকে থাকার জন্য বিম্পি যেমন মাঝে মধ্যে সমাবেশ ডাকে, হামাসকেও তেমন কিছু করতে হয় বোধ হয়।
৪| ২৫ শে মার্চ, ২০২২ ভোর ৪:৪২
গরল বলেছেন: এরা কিন্তু শিয়া এরা মুসলিম নয়, এই নিকটির সাথে কি আপনার কোন সম্পর্ক আছে? কেমন যেন কাতালীয় মনে হচ্ছে, তাই জিজ্ঞেস করলাম, কিছু মনে করবেন না।
২৫ শে মার্চ, ২০২২ দুপুর ১:৪৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনি বহুত দেরী করে ফেলেছেন!
ব্লগার জটিল ভাই এর এরা কিন্তু পশু, এরা মানুষ নয়! পোষ্টে কাল্পনিক_ভালোবাসা এর লেখাটা পড়েছেন? কিছু অংশ এখানে দিচ্ছিঃ
"এই ধরনের কাজ করা হয় - চাঁদগাজীকে ব্যান করার জন্য। ঘোষনা দিয়ে পর্ণ এটাক যিনি চালায় তার সম্পর্কে তথ্য সাইবার ক্রাইম ডিভিশনে দেয়া আছে। আমরা এই নিকটির সাথে জড়িত বেশ কিছু নিক এবং আইপি সম্পর্কে জেনেছি। ভিপিএন দেয়া স্বত্তেও আমরা ট্র্যাক করতে পারি। আমরা এই সকল তথ্য সাইবার ক্রাইম ডিভিসনকে জানাবো।"
আপনি হয়ত ঐ সময় ব্লগে ছিলেন না। আমি এই লেখা লেখার কিছুক্ষণ পরেই আমার লেখা থেকে "এরা কিন্তু শিয়া এরা মুসলিম নয়" অংশ কপি করে কেউ এমন আইডি বানিয়েছে।
৫| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১২:২৭
জটিল ভাই বলেছেন:
এই তবে মূল ঘটনা! (গড়লের প্রতিউত্তর দ্রষ্টব্য) আচ্ছা, শূণ্য সারমর্ম আইডি আপনার সমসাময়িক। সেটাও কি আপনার থেকে অনুপ্রাণিত? যদিও সেটা একজনের পোস্ট নিয়েই ব্যস্ত থাকে
৩০ শে মার্চ, ২০২২ রাত ৩:২০
ঋণাত্মক শূণ্য বলেছেন: বুঝতে পারিনি।
৬| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১:১৯
গরল বলেছেন: আপনি হয়ত ঐ সময় ব্লগে ছিলেন না। আমি এই লেখা লেখার কিছুক্ষণ পরেই আমার লেখা থেকে "এরা কিন্তু শিয়া এরা মুসলিম নয়" অংশ কপি করে কেউ এমন আইডি বানিয়েছে। - আপনি এই লেখা লিখেছেন ২৫ তারিখে, জটিল ভাই পোষ্ট দিয়েছে ২৪ তারিখে, ঐ নিক আপনার লেখার আগেই ব্যান হয়ে গেছে। তাহলে আপনার লেখার পরে আইডি বানালো কিভাবে, আইডি ব্যান হয়েছে আপনার লেখার দুদিন আগেই, তৈরী হয়েছে আরও দুই দিন আগে।
৩০ শে মার্চ, ২০২২ রাত ৩:২০
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার যে লেখাটুকু লিখেছি, সেটা বারবার পড়ুন। আমি জেনে বুঝে দেখে শুনেই বলেছি।
আমি আপনার কমেন্টের রিপ্লাই ২৫ তারিখ করতে পারি। কিন্তু মূল পোষ্টটাতো লিখেছি ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৬ তে।
তির্যক মন্তব্য করা ভালো, খারাপ কিছু না। কিন্তু দেখে নিতে হয় যেন কেউ বেকুব না ডেকে বসে!
৭| ৩০ শে মার্চ, ২০২২ রাত ৩:৫৪
গরল বলেছেন: দুখিত আমার ভূল হয়েছে, আমি আসলে ঐ নিকে যেখানে মন্তব্য করেছিল সেসব পোষ্ট এর তারিখ দেখেছিলাম, মন্তব্যের তারিখ দেখিনি। আমিতো আসলেই বেকুব, অতএব কেউ বেকুব ডেকে বসলে দোষের কিছু হবে না।
০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: সেটাই!
৮| ২৪ শে এপ্রিল, ২০২২ ভোর ৬:২৬
সোনাগাজী বলেছেন:
আমেরিকা ও সোভিয়েত শত্রু ছিলো ৭০ বছর, ভারত পাকিস্তানের শত্রুতা ৭০ বছর, "সুন্নী-শিয়া-ওয়াহাবী-আহমেদিয়া শত্রুতা" ৭০০ বছরের; ইহা আপনার ভাবনায় কোনদিন ধরা পড়বে?
৩০ শে এপ্রিল, ২০২২ ভোর ৬:০৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: জ্বী, এটি চিন্তায় ধরা পড়ে। তবে সমস্যা যখন এতদিনের, এটা নিয়ে চিন্তার জন্য আরও বড় বড় লোক আছেন।
আমেরিকা সোভিয়েতের শত্রুতা কমাতে আপনার চিন্তা কি কোন কাজে লেগেছে?
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২২ রাত ৯:১৪
জুল ভার্ন বলেছেন: সবাই নিজ নিজ স্বার্থে করছে।