নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

হোক সে উগান্ডা কিংবা আলু পোড়া খাওয়া!

১৫ ই মে, ২০২২ দুপুর ১:৫৮

ফেসবুক বলেন আর ব্লগ, বর্তমানে দুইটা গ্রুপ বাংলাদেশের শ্রীলংকা হওয়া নিয়ে মহা চিন্তিত।



একদল এমন ভাবে বলছে যেন মনে হবে বাংলাদেশ এই আগামীকাল সকালে উঠেই নিজেকে দেউলিয়া ঘোষণা করবে। আর একদল এমন ভাবে বলছে যেন দেউলিয়া দূরে থাক, আম্রিকা কিংবা চীন ও বাংলাদেশের কাছে কোন কিছু না।

কেউ বলছে উগান্ডা, কেউ বলছে আগুনে আলু পোড়া খাওয়ার স্বপ্ন।

দুই দলের কেউই উপলব্ধী করতে পারছে না যে দেশ উগান্ডা হলে জনতা সেই উগান্ডার অধীবাসী, আর কেউ আগুনে আলু পোড়া খাইলে জনগন নিজেরাই সেই পোড়া আলু।

বাংলাদেশে বেশ একটা চালচার দাড়িয়ে গেছে; কোন সিরিয়াস বিষয় নিয়ে ফেসবুক-পত্রিকা সহ বিভিন্ন জায়গায় মজা করতে পারলেই সবার কাজ শেষ।

বিবিসি রিপোর্ট করেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট গত ৪বছররে মধ্যে ৩বছর কিছু ইনকাম করতে পারে নি। এটা আমার আপনার মত জনগনের জন্য বড় একটা বাঁশ। কিন্তু এই বাঁশ খেয়েও জনতা বিবিসির পেজ এ এত এত মজার মন্তব্য করছে যে বোঝাই যায় যে জনতার মগজ পঁচে গেছে।

আমার একজন শিক্ষক ছিলেন, উনি বলতেন যে সব ক্যান্সার সারানো গেলেও ব্রেইন ক্যান্সার সারানো যায় না (ঘটনা সত্য বা মিথ্যা আমি জানি না)। আমাদের মনে হয় ব্রেইনেই ক্যান্সার হয়ে গেছে।

দেশ সিঙ্গাপুর নিউইয়র্ক হবার স্বপ্ন দেখছে অশিক্ষিত-অর্ধশিক্ষিত প্রবাসীদের দিকে তাকিয়ে। আর দেশের উচ্চশিক্ষিত বেকারেরা বসে বসে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে, আর ফেসবুকে আজে বাজে কমেন্ট করে বেড়াচ্ছে।

ব্লগেও যখন সেই ফেসবুকের ছোঁয়া চলে আসে, তখন বুঝেই নেওয়া যায় যে শিক্ষিত জনতা আসলে শিক্ষিত না!

ইউক্রেণে যুদ্ধ লেগেছে, ইউক্রেণের জনগন পলাচ্ছে ইউরোপ আমেরিকার অন্য দেশ গুলিতে, আর সবাই তাদের কাছে টেনে নিচ্ছে। কিন্তু শ্রীলংকায় পরিস্থিতি যাই হোক না কেন, কেউ কিন্তু শ্রীলংকানদের কাছে টেনে নিচ্ছে না (যদিও কেউ তর্ক করতে পারেন যে যুদ্ধ তো বাধে নি)।

বাংলাদেশের অবস্থা খারাপ হলে সেই আগুনে কিন্তু আলুপোড়া দেশের কেউ খাবে না; খাবে বিদেশীরা।

তাই দেশকে উগান্ডা ঘোষণা দেওয়া আর অন্যরা আলুপোড়া খাওয়ার কথা বাদ দিয়ে এমন কিছু করেন যাতে দেশটা ঠিক ঠাক থাকে।

দিন শেষে এটাই আমাদের দেশ, আমাদের যাওয়ার আর কোন জায়গা নেই।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২২ দুপুর ২:০৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আজকে তেল ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। উগান্ডায় কত টাকা ভাইডি। পরবর্তী থেকে ইন্ডিয়া কমুনে।

১৬ ই মে, ২০২২ রাত ১২:০০

ঋণাত্মক শূণ্য বলেছেন: যে নামেই ডাকেন, লাভ কি?

২| ১৫ ই মে, ২০২২ বিকাল ৪:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে দেশের প্রজন্ম টিকটক, ইউটিউব, ফেসবুক নিয়ে পড়ে থাকে। ছাত্র রাজনীতি বন্ধ হয় না যে দেশে, যে দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই- সে দেশের জনগণের মন মানসিকতা সহজে উন্নত হয় না...

১৬ ই মে, ২০২২ রাত ১২:০১

ঋণাত্মক শূণ্য বলেছেন: জনগনের মানসিকতা উন্নত হয়না দেখেই এই সব সমস্যা আছে

৩| ১৫ ই মে, ২০২২ বিকাল ৫:৫৭

গেঁয়ো ভূত বলেছেন:

কথা একটাই। দিন শেষে এটাই আমাদের দেশ, আমাদের যাওয়ার আর কোন জায়গা নেই।

১৬ ই মে, ২০২২ রাত ১২:০১

ঋণাত্মক শূণ্য বলেছেন: সেটাই

৪| ১৫ ই মে, ২০২২ রাত ৯:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ভালো একটা বিষয়ের অবতারণা করেছেন।

যা বলছিলেন 'ব্রেন ক্যান্সার'। যার কোন নিরাময় নেই।
দেশ স্বাধীন হয়েছে। মানে পুরো স্বাধীনতা পেয়ে গেছে। সবার পকেটে ভর্তি ডিজিটাল। সবাই যা ইচ্ছে বলছে যা ইচ্ছে লিখছে। অনেকের নিজেই চ্যানেল খুলে বসেছে। কিছু বলতে না পারলে নাচানাচি করছে।

১৬ ই মে, ২০২২ রাত ১২:০১

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম

৫| ১৫ ই মে, ২০২২ রাত ১০:০০

বিজন রয় বলেছেন: যার যেমন বোধ তার তেমন ভাবনা।

দেশটাকে কয়জনে ভালবাসে!!!

১৬ ই মে, ২০২২ রাত ১২:০১

ঋণাত্মক শূণ্য বলেছেন: সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন

৬| ১৫ ই মে, ২০২২ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: আমি চাই বাংলাদেশের সব মানুষ মিলে ভালো থাকতে। সুখে থাকতে।

১৬ ই মে, ২০২২ রাত ১২:০১

ঋণাত্মক শূণ্য বলেছেন: সবাই কি সেটা চায়?

৭| ১৬ ই মে, ২০২২ রাত ১২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: যা-ই-হোক না কেনো, সবটা যাবে আমাদের উপর দিয়েই।

১৬ ই মে, ২০২২ রাত ১:০৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: সেটাই

৮| ১৬ ই মে, ২০২২ রাত ১০:২০

গরল বলেছেন: জনগণ মনে হচ্ছে স্বৈরশাসন মেনে নিয়েছে কারণ শেখ হাসিনার গত ১৫ বছরের শাসনে অনেক স্বতস্ফুর্ত আন্দলোন হয়েছে কিন্তু ভোটাধিকার নিয়ে কোন আন্দলোন হয় নাই। আগে প্রতিস্ঠা করতে হবে ভোটাধিকার, তারপর অর্থনীতি, দূর্নীতি, বাকস্বাধিনতা সহ অন্য সবকিছু।

১৭ ই মে, ২০২২ রাত ২:০৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: জনগন নিজেই বুঝে না তারা কি চায়!

৯| ১৭ ই মে, ২০২২ বিকাল ৩:২০

মুজাহিদুর রহমান বলেছেন: রাজীব নুর বলেছেন: আমি চাই বাংলাদেশের সব মানুষ মিলে ভালো থাকতে। সুখে থাকতে।

এই দেশের সব ভালো মানুষরা মিলে যদি একটা হাউজিং সোসাইটি গড়ে তুলে একসাথে থাকতে পারতো, আমার মনে হয় তাহলে অনেক ভালো হত।

১৮ ই মে, ২০২২ দুপুর ১:৪৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: এটা খুব একটা খারাপ আইডিয়া। সব ভালো এক সাথে থাকলে তখন ভালোতে ভালোতেই সমস্যা শুরু হবে। কে কম ভালো, কে বেশী ভালো এটা নিয়ে লেগে যেতো!

বরং ভালোদের সাথে থেকে থেকে কিছু খারাপ লোক ভালো হতো।

অবশ্য এইটা নিয়ে আমাদের বাঙ্গালীদের একটা সমস্যা আছে; আমরা খারাপটা আগে গ্রহণ করি।

১০| ২২ শে মে, ২০২২ দুপুর ২:১০

মুজাহিদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: এটা খুব একটা খারাপ আইডিয়া। সব ভালো এক সাথে থাকলে তখন ভালোতে ভালোতেই সমস্যা শুরু হবে। কে কম ভালো, কে বেশী ভালো এটা নিয়ে লেগে যেতো!

তাহলে তারা আর ভালো হল কোথায়? যারা এই ধরনের অসুস্থ প্রতিযোগিতা করার মন মানসিকতা রাখে তারা এই সোসাইটি থেকে বাদ।

২২ শে মে, ২০২২ রাত ১০:৩৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: সবাইকে সমান লেভেলের ভালো কিভাবে বানাবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.