নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

আমাদের আবুল স্যার ও তাঁর কথামালা!

০১ লা জুন, ২০২২ বিকাল ৩:০৬

এসএসসি পরীক্ষা শেষ হতে না হতেই সবাই বিভিন্ন শিক্ষকের কাছে এইচএসসির জন্য পড়া শুরু করে দিলো। আর আমি গেলাম ঢাকা ঘুরতে।



বাসার সবাই আশাকরে বসে আছে যে আমি ভালো রেজাল্ট করে পাশ করবো। এদিকে আমি জানি যে আমাকে কোন শিক্ষক চাইলেও পাশ করাতে পারবে না। বিশেষ করে রসায়নের শিক্ষক যদি আমাকে ১৭ দিতে চান, তাহলে তার নিজের কিছু উত্তর কেটে নতুন করে লিখে দিতে হবে।



কিভাবে যেন রেজাল্ট ভালো হয়ে গেলো! সব থেকে বেশী মার্ক পেলাম রসায়নে! আমাদের স্কুলের রসায়নের শিক্ষক বললেন, 'আমারতো চাকরী ছেড়ে দেওয়া উচিৎরে!'

যাই হোক, রেজাল্টের পরদিনই বড় ভাই সাইকেলের পিছনে বসিয়ে নিয়ে গেলেন আবুল স্যারের কাছে। তিনি সরকারী দিবা নৈশ (ডে-নাইট ওরফে ডিনামাইট) কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক। তবে তিনি বাসায় ব্যাচ করে গণিত পড়ান। শুধু বল বিদ্যা বাদ দিলে এইচএসসি এর গণিতের জন্য আবুল স্যার এলাকায় সেরা। প্রতি বছর উনার কাছে টেষ্ট পরীক্ষার পর প্রায় শ'দুয়েক ছাত্র আলাদা সময়ে আলাদা ব্যাচ করে পড়ে।

যাই হোক। আবুল স্যারের কথাবার্তা প্রথম দিনেই খুব ভালো লেগে গেলো। উনি চরম মাত্রায় পজেটিভ চিন্তাধারর মানুষ ছিলেন। এবং উনিও চাইতেন আমরা যেন সে ভাবেই গড়ে উঠি।

আমাদের পড়ার ব্যাচের নাম ছিলো KST - খাঁটি সরিষার তেল।

মাঝে মধ্যেই ছাত্র-ছাত্রীদের সময়ের সমস্যার কারণে উনি ব্যাচ চেঞ্জ করে এক ব্যাচের ছাত্র-ছাত্রীদের অন্য ব্যাচে নিয়ে যেতেন। আমাদের ব্যাচের সময়টা খুবই দুর্দান্ত ছিলো। দুপুর ২টা থেকে ৩টা। এই সময়ে সবাই আসতে চাইতো। কারণ এর পর আর একজন শিক্ষকের কাছে যাওয়ার সময় থাকতো।

তো আমাদের ব্যাচে স্যার একবার একটা মেয়েকে জয়েন করাতে চাইলেন, কিন্তু আমরা বেঁকে বসলাম। ধীরে ধীরে এক সময় এটা প্রমাণ হয়ে গেলো যে আমাদের ব্যাচে কোন মেয়ের প্রবেশ আমরা মেনে নিতে চাই না। তখনই স্যার আমাদর ব্যাচের নাম দিয়ে দিলেন খাঁটি সরিষার তেল।

স্যার আমাদের বিভিন্ন কথা বলতেন, যার অনেকাংশ জুড়েই ছিলো নীতি কথা। আমরা খুব মনোযোগ দিয়ে শুনতাম, জীবন ঘনিষ্ঠ এই কথাগুলি খুব ভালো লাগতো আমাদের।

স্যারের কথার প্রমান অনেক পেয়েছি, এখনও পাচ্ছি।

স্যার একবার বলেছিলেন, দুনিয়ার সব থেকে খারাপ মানুষটিও ধরাচোটে বলবে না যে তুমিও খারাপ হও। সে হয়ত কাউকে ধীরে ধীরে, বা দ্রুত খারাপ করে ফেলবে। কিন্তু মুখে বলবার সময় ঠিকই ভালো হতে বলবে।

চোরকেও দেখেছি চুরি না করার উপদেশ দিতে, খুনিকে দেখেছি খুনি না হওয়ার উপদেশ দিতে, মাস্তানকে দেখেছি মাস্তান না হওয়ার উপদেশ দিতে, চাটুকারকে দেখেছি চাটুকার না হওয়ার উপদেশ দিতে, গুটিবাজকে দেখেছি গুটিবাজি না করার উপদেশ দিতে, দলবাজকে দেখেছি দলবাজি না করার উপদেশ দিতে......

জীবনে বহুবার এই ঘটনার সত্যতা পেয়েছি। স্যারের প্রতি শ্রদ্ধা প্রতিবারেই বেড়েছে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২২ বিকাল ৩:৩৯

রশিদ ফারহান বলেছেন: গুণী শিক্ষকগন জীবনের গহীনে প্রবেশ করে তার নীতিমূল গুলো আমাদের জন্যে নিয়ে আসে। হয়তো যখন এইসব নীতিকথা আমরা শুনি, তখন তা অনুধাবনে আমরা ব্যর্থ হই; কিন্তু একটা সময় পার হলে তাদের ঐ বিরক্তিকর(!) নীতিকথা গুলো জীবনের উপর কতটা অর্থবহন করে তা বুঝে আসে।

আপনার স্যরের দীর্ঘায়ু কামনা করছি।

০১ লা জুন, ২০২২ বিকাল ৩:৪৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম, উনারা বাস্তব জীবনের অভিজ্ঞতা ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়ে দেন।

২| ০১ লা জুন, ২০২২ বিকাল ৩:৪১

সোনাগাজী বলেছেন:



আপনি পরীক্ষার্থী, আপনি জানতেন না যে, আপনি রসায়নে কত পাবেন! যেখানে ১৭ পাওয়াই কষ্টকর, সেখানে আপনি ভালো করে ফেলছেন, নিজের অজান্তেই? কেমন আজগুবি সব কথাবার্তা!

০১ লা জুন, ২০২২ বিকাল ৩:৪৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: জ্বী, আপনার কাছে আজগুইবি কথাবার্তা। কিন্তু আমার কাছে না। কারণ আমি বাস্তবতাটা জানি, আপনি জানেন না।

৩| ০১ লা জুন, ২০২২ বিকাল ৩:৫০

অপু তানভীর বলেছেন: চোরেরাই সব থেকে বেশি চুরি না করার উপদেশ দিয়ে থাকে । বিশেষ করে অনলাইনে । ধর্ম না মানা ব্যক্তিটিও অনলাইনে সবাইকে ধার্মিক হতে কয় ! প্রমাণ তো আছেই আশে পাশে !

০১ লা জুন, ২০২২ বিকাল ৪:১৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি জানি আমি খারাপ মানুষ, তাই আমি নিজের মধ্যে উদাহরণ খুঁজতে বেশী চেষ্টা করি। আমিও জীবনে এমন কিছু না করতে উপদেশ দিয়েছি, যা আমি নিজে করি বা করেছি!

৪| ০১ লা জুন, ২০২২ বিকাল ৫:২৯

রানার ব্লগ বলেছেন: আপনি কি খুলনায় পড়াশুনা করেছেন ?? পদার্থ বিজ্ঞান স্যারের নাম মিলে যাচ্ছে সেই সাথে কলেজের নাম ও তাই জিজ্ঞাসা করলাম !! ওয়ি স্যারের কাছে আমিও পড়েছি !!!

এস এস সি তে আমার সমস্যা ছিলো জীব বিজ্ঞান নিয়ে কারন আমি ভাবতাম জীব বিজ্ঞান আমি বানিয়ে লিখে দেব কিন্তু হায় পরিক্ষার হলে গিয়ে দেখি সব প্রশ্ন আমার চিন্তা ভাবনার বাহিরে । অনেক কষ্ট করে ঘাড়ের সাথে মাথার ব্যায়ম করে পাশ করতে পেরেছিলাম !!!

০১ লা জুন, ২০২২ বিকাল ৫:৫৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: জ্বী, আমি খুলানতেই এইচএসসি পর্যন্ত পড়েছি। আমাদের বাড়ি ওখানেই।

৫| ০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:১১

সোনাগাজী বলেছেন:



@অপু তানভীর ,

আপনি আমাকে কমেন্ট-ব্যান করে রাখায়, আপনাকে "কপিপেষ্টের জন্য" অভিনন্দনও জানাতে পারিনি; দেখছেন, কি সমস্যার সৃষ্টি করেছন! আপনি আমাদর গল্পকার ছিলেন, কিন্তু এখন শুধু ক্যাচাল লেখেন; বুঝা যাচ্ছে, ক্যাচাল লিখে আনন্দ পয়ে গেছেন! অবশ্য, গল্প থেকে ইহাতে আপনার হাত ভালো!

০১ লা জুন, ২০২২ রাত ১০:১০

ঋণাত্মক শূণ্য বলেছেন: এই বেয়াদব লোকটি আবার আমার পোস্টে এসে অন্যের সাথে ক্যাচাল করছে!

৬| ০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:১২

সোনাগাজী বলেছেন:




তো, আপনি যেখানে ১৭ পাওয়ার সম্ভাবনা ছিলো না, সেখানে কত পেলেন?

০১ লা জুন, ২০২২ রাত ১০:১১

ঋণাত্মক শূণ্য বলেছেন: গ্রেডে ছিল তো, ৭০-৭৯ এর মধ্যে পেয়েছিলাম।

৭| ০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৫

রানার ব্লগ বলেছেন: পাবলা ও তার আশেপাশে নাকি খালিশপুর বা দৌলাতপুর !!!!

০১ লা জুন, ২০২২ রাত ১০:১২

ঋণাত্মক শূণ্য বলেছেন: কলেজ তো পাবলাতেই!

৮| ০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার লিখেছেন।
আমার একজন স্যার ছিলেন। গহর আলী স্যার। এইচএসসি ফাইনালের ৩ মাস আগে স্যার আমাকে পড়াতে আসেন আমার বায়। স্যার প্রথম কথা ছিলো- "মেলবেই, ফাইনাল একাউন্ট মেলবেই"
শুধু উনার জন্যই আমি এইচএসসি পাশ করতে পেরেছি।

০১ লা জুন, ২০২২ রাত ১০:১৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: মিলেছিল?

৯| ০১ লা জুন, ২০২২ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য গুলো পড়লাম।
আমি আপাতত কোনো মন্তব্য করবো না।

০২ রা জুন, ২০২২ রাত ১২:০০

ঋণাত্মক শূণ্য বলেছেন: মন্তব্য করব না বলে মন্তব্য করার কোন দরকার ছিল না! মন্তব্য না করে চলে গেলেই হত।

১০| ০২ রা জুন, ২০২২ রাত ১২:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্যাচে মেয়ে শিক্ষার্থী থাকলে কি সমস্যা হত?

০২ রা জুন, ২০২২ রাত ১২:৫৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: মাথায় পোঁকা ঢোকার সমূহ সম্ভাবনা ছিল!

১১| ০২ রা জুন, ২০২২ রাত ১২:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: সোনাগাজী বলেছেন:



আপনি পরীক্ষার্থী, আপনি জানতেন না যে, আপনি রসায়নে কত পাবেন! যেখানে ১৭ পাওয়াই কষ্টকর, সেখানে আপনি ভালো করে ফেলছেন, নিজের অজান্তেই? কেমন আজগুবি সব কথাবার্তা!

০২ রা জুন, ২০২২ রাত ১২:৫৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: জ্বী, আপনার কাছে আজগুইবি কথাবার্তা। কিন্তু আমার কাছে না। কারণ আমি বাস্তবতাটা জানি, আপনি জানেন না।

১২| ০২ রা জুন, ২০২২ রাত ১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের সময় কো এডুকেশন থাকলেও
স্যারের বাম পাসের
দুটি বেঞ্চের দিকে
তাকাবার সাহস হতোনা,
পোকারাও দশ হাত দূরে
থাকতো।

০২ রা জুন, ২০২২ রাত ১:১৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমরা আপনাদের থেকে সাহসী ছিলাম! ;)

১৩| ০২ রা জুন, ২০২২ রাত ১:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: খারাপ ব্যাবহার করেন কেন? পড়ালেখা করা মানুষ কি করে একজন গুরুজনের সাথে অভদ্র ভাষায় কথা বলে? মন্তব্য ভালো নাগলে পোস্ট দেন কেন?

০২ রা জুন, ২০২২ দুপুর ১২:০২

ঋণাত্মক শূণ্য বলেছেন: অন্য সব কমেন্টের রিপ্লাই দেখেছেন? কেন একজনের সাথেই এমন করলাম? তাকেই জিজ্ঞাসা করুন।

১৪| ০২ রা জুন, ২০২২ সকাল ৮:৩১

রানার ব্লগ বলেছেন: আমি জিজ্ঞাসা করেছি কোথায় থাকতেন?

০২ রা জুন, ২০২২ দুপুর ১২:০৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: খালিশপুর। এর বেশী কিছু আর বলতে চাই না!

১৫| ০২ রা জুন, ২০২২ সকাল ১১:১০

রানার ব্লগ বলেছেন: মোহাম্মদ গোফরান # আমার মনে হয় সোনাগাজী ভাই যথেষ্ট পারঙ্গম নিজেকে ডিফেন্ট করার জন্য আপনি অযথা মাঝখানে এসে সোনাগাজী ভাইকে আরো যন্ত্রনায় ফেলে দিচ্ছেন । হাসির পাত্র হয়েন না খামাকা !!! সোনাগাজী ভাই জানেন কি করে কাকে কোন ভাষায় শান্ত করতে হয় !!!

০২ রা জুন, ২০২২ দুপুর ১২:০৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: আসলেই, আমাদের নিজেদের নিজের চরকায় তেল দেওয়া উচিৎ!

১৬| ০২ রা জুন, ২০২২ দুপুর ১২:১৬

রানার ব্লগ বলেছেন: আচ্ছা !! আমি বাংলাদেশ নৌবাহিনী স্কুল থেকে এস এস সি দিয়ে আপনার বিক্ষাত ডিনামাইট কলেজে ভর্তি হই ওই সময় আমি আমার বাবার বদলী জনিত কারনে কবির বটতলা থাকতাম !!

০২ রা জুন, ২০২২ দুপুর ১২:৫৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: ব্লগে আগেও পরিচিত জনদের পেয়েছি। :) এমনকি একবারতো সৌদী আরবেই থাকতেন এমন একজন ব্লগার, যিনি আমি যেই আমার ফ্লাটের নিচতলায় থাকতেন তেমন পেয়েছি। কল্যানপুরে থাকতে পেয়েছি একই বিল্ডিং এ থাকা লোক। খুলনায় থাকা লোক প্রথম পরিচয় হলো!

ভালো থাকবেন।

১৭| ০২ রা জুন, ২০২২ বিকাল ৩:১০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মেয়েদের নিয়ে আমাদেরও অনীহা ছিল। ওদের নিতে চাইতাম না।

০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩২

ঋণাত্মক শূণ্য বলেছেন: ভালো, তবে সেই অবস্থা কি এখনও আছে? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.