নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!
বেশ কিছুদিন আগে অন্য কেউ কথা বলার সময় যে কাজটি কখনও করা উচিত নয় শিরোনামে একটি লেখা লিখেছিলাম। সেখানে উল্ল্যেখ করেছিলাম যে, "অনেক সময় দেখা যায় আপনি একটা কথা বলছেন, এমন ভাবে কেউ কথা কেড়ে নিলে আপনার কথার খেই হারিয়ে যায়।"
কথার মাঝে কাউকে থামিয়ে দিয়ে নিজের কথা বলাটা অন্যায়। তেমন একটা অন্যায় হচ্ছে কোন একটা লেখা পড়ে না বুঝেই মন্তব্য বা নতুন একটা পোষ্ট পয়দা করে ফেলা।
আমার লেখার ও কথা বলার একটা ধরণ আছে, আমি সাধারণত উদাহরণ দিয়ে লিখতে ও বলতে পছন্দ করি। আমার কাছে মনে হয় উদাহরণ দিয়ে কথা বললে বা লিখলে মানুষের কথাটার মূল ভাব বুঝতে সুবিধা হয়। এবং এটাতে লেখার বা কথার প্রতি আকর্ষণ বাড়ে।
আমি দেশে থাকতে যখন বিভিন্ন প্রোগ্রামে কথা বলতাম, তখনও এটা ফলো করতাম। বিভিন্ন প্রেজেন্টেশনে এখনও আমার লোক ধরে রাখার একটা অন্য রকম সুবিধা করে দেয় এই অভ্যাসটি।
তবে কষ্ট লাগে, ইদানিং মানুষ মূল ভাবে যায় না, শুধুমাত্র যে কথাটা উদাহরণ হিসাবে লেখা হয়েছে সেটা নিয়েই পড়ে থাকে! এটা একজন ব্লগার ও লেখকের জন্য কষ্টদায়ক।
ধরেন একজন বলল, "শৈবাল দিঘির বলে উচ্চ করে শির, লিখে রেখো, একফোঁটা দিলেম শিশির"; এবং এর পর এর ব্যাখ্যা দিলো। সবাই যদি বুঝতে নাও পরে, কিন্তু বোঝার চেষ্টা করে, তাহলে বক্তার পুরা কাজে সাফল্যের ধরাছোঁয়া আছে। কিন্তু কেউ যদি কমেন্টে প্রশ্ন করে বসে, "শৈবাল কথা বলে কি করে?" তখন কিন্তু বিপদ।
আমি মাঝে মধ্যেই আমার ব্লগে কমেন্টকারীদের স্বরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি যে তারা আমার লেখা রিলেটেড মন্তব্য করেন নাই (স্যাম্পলঃ এ্যা ফাইভ স্টার রাইড!)। কিন্তু তারা আর পোষ্ট রিলেটেড মন্তব্য করেন না ।
আপনি হয়ত ব্লগে হাজার হাজার মন্তব্য করেন, হাজারে হাজারে পোষ্ট করেন; কিন্তু আপনি কি আসলেই এক্টিভ পাঠক? আপনি যখন ব্লগ রিলেটেড মন্তব্য করতে পারবেন, তখন খুব সহজেই ধরে নেওয়া যায় যে আপনি আসলেই পড়ছেন। আপনি যদি না পড়তে চান, না পড়েন। এতে লেখকের খুব বেশী কিছু আসে যায় না। কিন্তু ঠিক ভাবে না পড়ে, ঠিক ম্যাসেজটা না বুঝে হুড়াতাড়া মন্তব্য (ক্ষেত্র বিশেষে নতুন পোষ্ট) করে ফেললেতো ভাই বিপদ!
যাই হোক, আজকেও আমার সাথে এমন হয়েছে। দেখে হাসবো না কাঁদবো বুঝে পারছি না। হ্যাপি ব্লগিং!
ছবিঃ আনস্প্লাস
০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:২৬
ঋণাত্মক শূণ্য বলেছেন:
২| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১১:২১
মরুভূমির জলদস্যু বলেছেন:
পোস্ট দুটিই দেখেছি, আপনার এবং অন্যজনের।
০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:২৭
ঋণাত্মক শূণ্য বলেছেন:
৩| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১১:২২
জ্যাকেল বলেছেন: নুসরাত ফারিয়ার কাজটা আমি দেখলাম। এই মেয়ের অন্য কোন কাজ দেখেছি বলে মনে পড়ছে না। যতদূর মনে হইতেছে আপনার ব্লগে লেখাটা যৌক্তিক আছে।
আমার মতামত-
১। পাটাকা মানে কি সেই জিনিশ আমি এখনো জানিতে/চিনিতে পারলাম নাহঃ
২। বলিউডের বস্তাপচা মাল(প্রোডাক্ট) এখানেও ৯০% সিমিলারিটি নিয়া মানুষগণের নিকট সমাদৃত হওয়ার কথা না। সেটাই ঘটেছে।
৩। উই মেয়ে অভিনয় এখনো দেখা হয়নি তবে জাদিদ সহ বাকিদের থেকে বুঝলাম উনি এই জগতে আসাটাই সঠিক নয়।
৪। উহার মত মেয়ে প্রতিষ্টিত সেলেবেটি কবে থিকা হইল?
০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:২৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমিও পার্টিকুলারলি তার বিষয়ে জানি না। তবে আমি কিন্তু তার বিষয়টা এনেছিলাম অন্য ভাবে। তাকে আমি হিরো আলমের সাথে তুলনা করি নাই। আমি শুধু দেখিয়েছি হুজুগে জনতা তার ক্ষতি করতে গিয়ে তার কি লাভটা করিয়েছে। আর বেচারা ব্লগার মনে করেছেন আমি তাকে হিরো আলমের সাথে তুলনা করে ফেলেছি।
কেউ সঠিক ভাবে পড়ে না
৪| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ২:০০
ককচক বলেছেন: না পড়ে মন্তব্য করা নিজের সাথে সুক্ষ্ম প্রতারণা করার সামিল।
০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:২৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: পুরাপুরি সহমত।
৫| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটা অনেকেরই অভ্যাসে পরিণত হয়েছে আন্দাজে মন্তব্য করা।
০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:২৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: পুরাই....
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১১:১৬
শেরজা তপন বলেছেন: দেখেছি