নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

হোয়াট কাইন্ড অফ ফাইজলামী ইজ দিস?

১৩ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৫০

ভোটাভুটি হয়েছে এই প্রশ্নে যে রাশিয়ার বিরুদ্ধে আনা একটি নিন্দা প্রস্তাবের ওপর গোপন ভোটাভুটি হবে কি না। ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার নিন্দা জানিয়ে প্রস্তাবটি আনা হয়েছে আলবেনিয়ার উদ্যোগে। এটির ওপর গোপন ভোটাভুটি চেয়েছিল রাশিয়া।



খবরঃ রাশিয়ার বিরুদ্ধে ভোট ভারতের, বাংলাদেশ বিরত

নিউজের টাইটেল দেখে ভাবলাম, কিরে, ভারত কি পাল্টি খাইলো। ভিতরে গিয়া আমার প্লাটি খাইয়া পড়বার দশা!

ফাইজলামী ১: রাশিয়ার মন চাইছে, চারটা অঞ্চল দখল করে নিছে।

ফাইজলামী ২: এইটা নিয়া কেউ কিছু করে নাই।

ফাইজলামী ৩: এইটা নিয়া একজন নিন্দা জানানোর প্রস্তাব উঠাইছে। মানে দাড়ায় কেউ নিন্দা জানায় নাই। নিন্দা জানানো হউক এইটার একটা প্রস্তাব আসছে।

ফাইজলামী ৪: এই নিন্দা যার বিরুদ্ধে, সেই চাইতেছে নিন্দার প্রস্তাবটি গ্রহণ করা হবে কি না সেইটার উপর একটা ভোটাভুটি হউক।

ফাইজলামী ৫: এই ভোটাভুটিতে নির্ধারিত হবে যে নিন্দার প্রস্তাবে কে নাম প্রকাশে ইচ্ছুক, কে ইচ্ছুক না।

ফইজলামী ৬: এর পর গিয়ে নিন্দার প্রস্তাব গৃহীত হবে কি হবে না তার উপর ভোট হবে।

মানে কি ভাই? এইটা কোন টাইপের ফাইজলামী? এত্তোগুলান দেশ মিলা চটকনা না দিয়া নিন্দা প্রকাশ করবে কি করবে না; আবার নিন্দা প্রকাশ করায় আগ্রহী তাতে নাম প্রকাশ করা হবে কি হবে না তাই তাই নিয়ে টানাটানি............ ওদিকে ঐ সব অঞ্চলের লোকজনের জান আর দেশ নিয়ে টানাটানি।

এইটা কোন টাইপের ফাইজলামী?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৬

জুল ভার্ন বলেছেন: ইউক্রেন রাশিয়া যুদ্ধের মূল হোতা মার্কিন বৃটিশ চক্র।

১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: দুনিয়ার যেখানেই ঝামেলা আছে, তার প্রায় ৯৯% জায়গায় এদের হাত আছে!

২| ১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১২

বিটপি বলেছেন: এইটা ভয়ংকর একটা ফাইজলামি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আগ্রাসী যুদ্ধ অনেক হয়েছে কিন্তু একটি মোড়ল দেশ পার্শ্ববর্তী আরেকটি দেশের মানচিত্র বদলে দেবার কোন নজীর ঘটেনি। রাশিয়া একটা ভয়ংকর খারাপ নজীর স্থাপন করতে চলেছে। এবার মায়ানমারের চোখ পড়বে আমাদের কক্সবাজারের উপর।

১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: মায়ানমারের চোখ বহুদিন থেকে শুধু কক্সবাজার না, বরং পুরা পার্বত্য চট্টগ্রামের উপরেই আছে। ওরা কিছু করলে আমারা কি কিছু করতে পারবো?

৩| ১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৯

বিটপি বলেছেন: হ্যাঁ, পারব। বুরুন্ডি নামের একটা দেশ হয়তোবা জাতিসংঘে নিন্দা প্রস্তাব আনবে, সেটা চীনের ভেটোতে বাতিল হয়ে যাবে।

১৩ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৫৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: ঐ ঐটুকুই!

৪| ১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: যুদ্ধ করছে রাশিয়া ইউক্রেন। আমরা দোষ দিচ্ছি আমেরিকার। আজিব ব্যাপার।

১৩ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৫৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: জ্ঞান যার ব্রেইনে থাকে, তার কাছে ১০০% দোষই আম্রিকার। আর যার ব্রেইন স্যান্ডেলের নিচে থাকে তার কাছে এটা আজিব ব্যাপার!

৫| ১৩ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৫

সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে লয় রাজনীতির ভেতর পলিটিক্স ঢুকছে B:-)

১৩ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৫৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: সে এক বড় বিষয়।

৬| ১৩ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪২

কামাল৮০ বলেছেন: সিকিম নামে একটা দেশ ছিল।
রাজীব ভাই,রাজনৈতিক মন্তব্যে আপনার গুরুকে ফলো করেন।আপনার গুরু এই বিষয়ে বিশেষজ্ঞ।

১৩ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৫৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: :/

৭| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১:১৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মজা তো তখন, যখন খেলার মইধ্যে খেলা ঢুকে ;)

১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: সবই খেলা! সমস্যায় শুধু আমরা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.