নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!
সেদিন ছ্যাচড়ার সাথে ছ্যাচড়ামী! পোষ্টে বলেছিলাম যে আমাকে প্রায়সই অফিসের কাজে এশহর থেকে ওশহরে যেতে হয়। আর ফলে বিমানে ভ্রমন একটা রেগুলার ঘটনা।
আমার যাত্রার সময় সাধারণত ৪৫ মিনিট থেকে ২ঘন্টা ১৫ মিনিট পর্যন্ত হয়। ফ্লাই নাস এ গেলে ওরা পানিটুকুও দেয় না, ফ্লাই এ ডিলও তাই। তবে সৌদীয়া ৫০মিনিটের উপরের ভ্রমনে একটা স্যান্ডউইচ বা একটা কাপ কেক আর চা-কফি-জুস দেয়।
-------------------------------
২০২০ এ করনায় ঘরে আটকে থাকার সময়ে হঠাৎ কোন একদিন মাথায় আসে অরেঞ্জ জুস খাওয়ার। তখন লকডাউন চলছিলো, দিনে মাত্র ৪ঘন্টা সব খোলা থাকে। এর মধ্যে আমি জুস এনে রাখতাম, রাত্রে বসে খেতাম। এর মধ্যে করনা হলো, সরকারী ফ্যাসিলিটিতে প্রচুর পরিমানে অরেঞ্জ জুস দিতো। ওখান থেকেই আমার জন্য দিনে এক ঢোক হলেও অরেঞ্জ জুস খাওয়া বিষয়টা আমার জন্য একপ্রকার মাস্ট হয়ে গেলো।
------------------------------
কয়েকদিন আগে রিয়াদ থেকে দূরের শহর আরআর যাচ্ছি। অন্যবারের মত ২দিনের জন্য নয়, এবার ৫দিনের জন্য। Unfu*k Yourself বইয়ের মাঝামাঝি জায়গায় পড়ছি। মনোযোগ ছিলো বইয়ের দিকে। হঠাৎ কানের কাছে বিমান বালা আস্তে করে জিজ্ঞাসা করলো যে আমাকে কি দিতে পারে। আমি মনোযোগ না সরিয়ে বললাম 'অরেঞ্জ জুস'। সে আমার হাতে জুসের কাপ ধরিয়ে দিতেই আমি তিন ঢোকে পুরাটা শেষ করে কাপটা কেন যেন উচিয়ে ধরলাম, হয়ত কাপ ফেরৎ দেবার জন্যই; আমি তখনও বইয়ে মসগুল! ওদিকে বিমান বালা আরও খানিকটা জুস ঢেলে আমার হাতে ধরিয়ে দিলো। ওটুকুও আমি তিন ঢোকে খেয়ে ফেললাম। আবারও কাপ উচিয়ে ধরলাম। বিমান বালা এবার বিব্রত।
সে আমার সামনে হাত নাড়িয়ে জিজ্ঞাসা করলো আর কিছু চাই কি না! এবার আমিই একটু ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বুঝতে পারলাম কি ঘটছে। তাকে বললাম আর কিছুর দরকার নাই। সে সুন্দর কিন্তু তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে একটু বাঁকা ভাবে বললো, আরও জুস দেই? হয়ত তার উচ্চারণের জন্য, অথবা আমার ভ্যাবাচাকার জন্য, আমার কাছে বিষয়টা বেশ অস্বস্তিকর হয়ে উঠলো। মনে হলো সে আমাকে র্যাগ দিচ্ছে! আমি কিছু না বলে কাপ এগিয়ে দিলাম।
আমি আইলে বসে ছিলাম। আমার পাশের যাত্রী টয়লেটে যাবে, তাই উঠে দাড়ালাম। ঐ বিমান বালা দৌড়ে এসে আবার জিজ্ঞাসা করলো, জুস দেই? আমিও হেসে বললাম, দাও। তত সময়ে ক্যাপ্টেট ঘোষণা দিয়ে দিয়েছে সিট বেল্ট বাঁধার জন্য; কিন্তু বিমান বালা হাজির জুস নিয়ে। ঠায় দাড়িয়ে থেকে ৪ কাপ জুস ঢেলে দিলো। আমিও চুপচাপ খেয়ে নিলাম। অপর পাশ থেকে অন্য একজন বিমান বালা তাকে ইশারা করতেই সে চলে গেলো সামনের দিকে। আমি কাপটি কাছে রেখে দিলাম।
একে একে বিমান থেকে সবাই নামছে, আমিও লাইনে। সে দাড়িয়ে সবাইকে বিদায় জানাচ্ছে। আমি তার সামনে গিয়ে কাপ উঁচু করে বললাম, আমি কাপটি রেখে দিচ্ছি, হয়ত আরও জুসের দরকার হতে পারে। মেয়েটা চোখ বড় বড় করে তাকিয়ে রইলো, পাশ থেকে তার কলিগ 'থ্যাংক ইউ ফর ফ্লাইং উইথ আস' বললো; সে নির্বাক।
ছবিঃ Photo by ABHISHEK HAJARE on Unsplash
১৪ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: আসেন, আমার কপালের সাথে আপনার কপাল একটা ডলা দিয়ে যান।
২| ১৪ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৫
মামুinসামু বলেছেন: আমি কাপটি রেখে দিচ্ছি ...সাথে তোমার স্মৃতি
রানার ব্লগ বলেছেন: বাংলাদেশ বিমানের বিমান বালারা বড্ড নিরস!!... বাংলাদেশ বিমানের যাত্রীরা হয়ত সরস বিমান বালা চায় না।
১৪ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: তাহার স্মৃতি রাখিয়া কি লাভ?
৩| ১৪ ই নভেম্বর, ২০২২ রাত ৮:২৭
আহমেদ জী এস বলেছেন: ঋণাত্মক শূণ্য,
দারুন মজাদার!
না.....না.... অরেঞ্জ জুস নয়, লেখাটা!
১৪ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: হে হে হে হে......
৪| ১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৫
শেরজা তপন বলেছেন: ব্লগারেরা বিমানে গেলে এখন থেকে অরেঞ্জ জুস-ই চাইবে
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১:১৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: সব্বোনাশ! বিমান বালারা এত অরেঞ্জ জুস কই পাবে?
৫| ১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:০৩
বাংলার এয়ানা বলেছেন:
বাংলাদেশ বিমানের বিমান বালারা বড্ড নিরস!! আসলে অনারা বিমানবালা নন বিমানখালা।
১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: হা হা হা হা.... বেশ মজা করে উত্তর দিয়েছেন।
৬| ১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪১
রোকসানা লেইস বলেছেন: বেশ তো
জুস খেয়েই
শেষ তো
১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:০৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: হে হে হে
৭| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: মজার ছিলো।
১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:০৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: জ্বী, মজার এবং বিবৃতকর!
৮| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৭
মনিরা সুলতানা বলেছেন: যাত্রা টা ঢাকা থেকে অন্য কোন ফ্লাইট হলে আলাদা হত ।
আর বাংলাদেশে বিমান বালা নিয়োগ বহুদিন থেকে বন্ধ !
এখন বিমান খালা নিয়োগ দেয়া হয়
১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:০৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: বিমান খালা, ইংরেজী করলে কি আসবে? ফ্লাইট আন্টি! ভাবছি আগামী কোন ভ্রমণে কোন একজন বিমান বালাকে ফ্লাইট আন্টি বলে ডাকবো, দেখি কি করে!
৯| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩৬
মনিরা সুলতানা বলেছেন: শীতকালে যখন গায়ে ভারী পোশাক থাকে তখন ট্রাই নিয়েন।
১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪১
ঋণাত্মক শূণ্য বলেছেন: নাহ, উনারা প্যাদানী দেন না! এ বিষয়ে নিশ্চিত। আপনি নিশ্চিত হতে চাইলে আমার ন চাহিলে ন পাইবেন! লেখাটা পড়ে দেখতে পারেন।
https://www.somewhereinblog.net/blog/negativezero/30331293
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৪
রানার ব্লগ বলেছেন: আহা এমন বিমান বালা আমার ভাগ্যে পরে না কেনো। বাংলাদেশ বিমানের বিমান বালারা বড্ড নিরস!!