নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!
ঘটনাটা কত সালের ঠিক মনে নেই। কোন এক দলের ২/৩ দিনের হরতাল চলছে। তখন হরতাল মানেই রাস্তাঘাট সব ফাঁকা থাকবে। সন্ধ্যা হওয়ার আগেই সব ব্যস্ততা শেষ।
যেহেতু হরতালে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে স্কুল বন্ধ, তাই ফজরের সালাতের পর আর একটা ঘুমের সুযোগ পেলাম। গভীর ঘুমে তলিয়ে আছি। হঠাৎই আমাদের কাজের মহিলা (উনাকে আপা বলে ডাকি) হুড়মুড় করে ঘরে ঢুকলেন, আমি লাফিয়ে উঠে বিছানায় বসলাম। তিনি চিৎকার করে বললেন বিথী আত্মহত্যা করেছে!
মানুষের মৃত্যুর খবর আমি স্বাভাবিক ভাবে নিতে পারি না। তার উপর যদি পরিচিত কেউ হয় তাহলে আরও অবস্থা খারাপের মধ্যে পড়ে যাই।
বিথী আমাদের বাসায় এক সময় পড়তে আসতো। ওর মামার মুদি দোকান থেকে আমাদের মাসের পুরা বাজার-সদাই করা হয়। মাস শেষে বেতন হলে তাকে টাকা দেওয়া হয়। ওর মামা আমার আম্মাকে খালা বলেন। আমার আম্মাকে তিনি প্রচন্ড শ্রদ্ধা করেন। উনার নাম ইস্রাফিল। কিন্তু সবাই তাকে ইছাই বলে ডাকে, এবং 'ইছাই এর দোকান' সর্ট হয়ে ইছাইদ্দোকান হয়ে গেছিয়েছিলো কোন ভাবে।
যাই হোক, একটা কাঁপা স্বরে জিজ্ঞাসা করলাম, কোন বিথী? আপা উত্তর দিলেন, ইছাইদ্দোকানের পাশে যে থাকে।
এলাকার সবাই সবাইকে চিনে, সবাই সবার খোঁজ রাখে (মফস্বলে যা হয় আরকি)। আমিও সেই হিসাবে অনেকেরই খোঁজ রাখি। খুব ছোট বেলা থেকেই আমি আত্মহত্যা জিনিষটা অপছন্দ করি। কেউ আত্মহত্যা করেছে শুনলে তার প্রতি আমার সব অনুভূতি নষ্ট হয়ে যায়। ফলে আমি সারাদিন আর বাসা থেকে বের হলাম না।
সন্ধ্যায় কোন কারণে বাজারে যেতে হবে। যেতে হবে মৃত বাড়ির সামনে দিয়েই। একটু অস্বস্তিতে ছিলাম। যাই হোক, ঐ বাড়ি পার করে এগিয়ে গেছি বেশ দূরে। মেইন রাস্তা দেখা যাচ্ছে, একটি পারিবারিক কবরস্থান অতিক্রম করছি। হঠাৎ চোখ পড়লো কবরের অন্য পাশে। বিথী!
হঠাৎই আমার পুরা গা-হাত-পা ঠান্ডা হয়ে জমে গেলো। চেষ্টা করেও খুব একটা নড়তে পারলাম না। আমি যে রোড দিয়ে হাটছি, বিথীও কবরের পাশ দিয়ে সেই রোডের দিকে আসছে। বিথী যদি এই রোডে এসে নিজের বাড়ির দিকে যায়, তাহলে আমার সাথে মুখোমুখি দেখা হবে।
একবার চারপাশে চোখ বুলিয়ে নিলাম। পুরা রাস্তায় কেউ নাই। মেইন রোড দিয়ে দু একটা বেবি-ট্যাক্সি চলছে দেখা যাচ্ছে। কিন্তু এই রোডে কেউ নেই। হুট করে বিদ্যুৎ চলে গেলো। একটা ঢোক গিলে এগিয়ে গেলাম, যা আছে কপালে।
বিথী তার বাড়ির দিকেই যাচ্ছে। মুখোমুখি দেখা হতেই জিজ্ঞাসা করলো, কেমন আছেন? আমি কোন মতে উত্তর দিয়ে এগিয়ে গেলাম। মেইন রাস্তায় উঠা পর্যন্ত পিছনে ফিরে দেখার সাহসটিও করলাম না। পুরা গা তখন মৃদ্যু কাঁপছে। দ্রুত কাজ শেষ করে সম্পূর্ণ অন্য পথে ফিরলাম। বাসার কাছে আসতে আসতে বিদ্যুৎ চলে এসেছে।
বাসায় ঢুকতে ঢুকতে মনে হলো কোথাও একটা সমস্যা আছে। আম্মার কাছেই আপা বসে ছিলেন। তাকে জিজ্ঞাসা করলাম কে আত্মহত্যা করেছে? উনি উত্তর করলেন বিথী। আমি বললাম একটু আগেইতো ওর সাথে দেখা হলো!
আম্মা পাশ থেকে বললেন, বিথী না, রুথী! বিথী আর রুথীদের বাড়ি পাশাপাশি, ইছাইদ্দোকানের পাশেই! আমাদের এই আপা প্রায়ই এমন কাছাকাছি শব্দ/নাম নিয়ে জটিলতা বাঁধাতেন।
Photo by Nathan Hurst on Unsplash
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: এর পর তাহলে একটা লেখা লিখতে হবে "আমি কখনও ভূত দেখিনি!"।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: আত্মহত্যা কেন করবে?
আত্মহত্যা করার মতো কি হলো?
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রেম ভালোবাসায় এক অদ্ভূত বিষয়! ছ্যাকা তার থেকেও কঠিন বিষয়।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শেষের লাইন দুটো পড়ার পর নিজে নিজেই হাসলাম।
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: হা হা হা!
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৭
শেরজা তপন বলেছেন: লেখার মাঝপথে আমি এমন একটা কিছু আন্দাজ করেছিলাম যাক্ বিথী বেঁচে গেছে অন্তত
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: বাহ, আপনার আন্দাজ ভালো।
পৃথীবির সবাই বেঁচে থাকুক, কেউ আত্মহত্যা না করুক।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৬
নেওয়াজ আলি বলেছেন: আমার পরিচিত দুই জমজ বোন আছে রোজি ও ববি । এদের নাম নিয়ে আমিও ধাঁধায় পড়ি।
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: এগুলিতো কিছু না; পলি পপি, ইকো-রিকো-ঝিকো-সিকো-পিকো........ রনি-বনি.... এদর নাম নিয়ে আমরা সব সময়ই বিপদে ছিলাম, আছিও!
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৬
অন্ধঘোড়া বলেছেন: লেখক বলেছেন: এর পর তাহলে একটা লেখা লিখতে হবে "আমি কখনও ভূত দেখিনি!"।
হাহাহা। ভূত বলে কিছু আদৌ আছে কি?
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: সেটা জানতে তো আমার ঐ পোষ্ট আপনকে পড়ে দেখতে হবে
৭| ০৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৫
বাকপ্রবাস বলেছেন: খাওয়ার অভাব ছাড়া আত্মহত্যা করা বোকামি।
০৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: যে কোন অযুহাতে আত্মহত্যা করা বোকামী।
৮| ০৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৩
রানার ব্লগ বলেছেন:
০৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: কিছে ভাই?
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৫
অন্ধঘোড়া বলেছেন: প্রথম অর্ধেক পড়ে ভাবছিলাম ভৌতিক কোন ঘটনা হবে। না, শেষে দেখলাম টুইস্ট আছে।