নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

ডাক্তারদের কর্মবিরতি, কিভাবে দেখেন আপনি?

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ১:৪৩

খুলনায় এক ডাক্তারকে একজন পুলিশ কর্মকর্তা ভুল চিকিৎসার অভিযোগ এনে মারধর করেছেন। সেটা নিয়ে চিকিৎসকেরা ধর্মঘটের ডাক দিয়ে সব রকম চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করে দিয়েছেন।



ওদিকে ডাক্তারের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ করে মামলা হয়েছে। যদ্দুর জানি এই মামলা গুলি জামিন দেওয়া হয় না এমন মামলা।

ডাক্তারেরা গত বুধবার থেকে সকল রকম সেবা দেওয়া বন্ধ রেখেছেন। মাত্রই নিউজে দেখলাম এতে নাকি চিকিৎসা না পেয়ে মৃত্যুর মত ঘটনাও ঘটেছে। খুলনা অঞ্চলে প্রচুর নিন্মবিত্ত মানুষজন থাকেন। যাদের অধিকাংশই খুলনা মেডিকেল হসপিটাল এর উপর নির্ভর করে। তারা চিকিৎসা নিতে এসে চিকিৎসা না পেয়ে ফেরৎ যাচ্ছেন। এদের অনেকেরই অবস্থা এমন যে খুলনা মেডিকেল পর্যন্ত আসা যাওয়ার ভাড়া ম্যানেজ করাই কষ্টের। সেখানে চিকিৎসা না পেয়ে ফেরৎ যাওয়া তাদের জন্য চরম ভোগান্তির।

অপর দিকে আমি এটাও বুঝি যে ঐ ডাক্তারের সাথে যা হয়েছে, তার প্রতিবাদ বা বিচার একলা ঐ ডাক্তারের পক্ষে পাওয়া খুবই কঠিন। একই পেশার সকলে একত্র না হলে বিচার পাওয়া কষ্টের হবে।

তবুও আমি এমন কর্মবিরতির পক্ষে যেতে পারছি না। ডাক্তারী একটা পেশা নয় শুধু, একটা বড় একটা মানবতার জায়গা।

আপনি যদি কখনও কোন হসপিটালের ইমার্জেন্সির সামনে অন্তত ২/৩ ঘন্টা দাড়িয়ে না থাকেন, তাহলে পরিস্থিতি বুঝবেন না। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে কয়েকদিন সাংবাদিকতার ডিউটি করেছিলাম। এত এত মানুষ আসে চরম অবস্থা খারাপ নিয়ে, যা বলে বোঝানোর বাইরে। খুলনায়ও কম কিছু না। কিন্তু কেউ চিকিৎসা পাচ্ছে না। ডাক্তাররা নিজেদের চেম্বারেও বসছেন না, ফলে ক্রিটিক্যাল রোগিদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।

----------------

আপনার বিষয়টাকে কিভাবে দেখেন? এভাবে কি চিকিৎসা কার্যক্রম বাদ দিয়ে রোগীদের বিপদে ফেলা ঠিক হচ্ছে?

Photo by Clay Banks on Unsplash

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ২:৪৪

সোনাগাজী বলেছেন:


ভারতীয় ডাক্তার ও আমেরিকান ডাক্তাদের সেবার প্রকৃতি দেখলে, ২/১ জন ডাক্তারের বিচার হওয়ার দরকার আছে; তবে, পিটানোর দরকার নেই। কর্ম বিরতিটা আরেক অপরাধ।

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ২:৪৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার মতে কর্মবিরতি ঠিক আছে। তবে ঘটনা যেহেতু প্রাইভেট ক্লিনিকে হয়েছে, ডাক্তাররা সেখানে কর্মবিরতি পালন করবে। মানুষের টাকায় সরকারী হাসপাতালে বেতন নিবে, মানুষকে সেখানে ঠিক মত চিকিৎসা দিবে।

২| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ২:৫৫

সোনাগাজী বলেছেন:




যারা প্রাইভেট ক্লিনিকে যায়, তারাও এই দেশের নাগরিক, চিকিৎসায় সমান অধিকার।

০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১:০২

ঋণাত্মক শূণ্য বলেছেন: চিকাৎসা সকলের অধিকার।

৩| ০৪ ঠা মার্চ, ২০২৩ ভোর ৫:১৪

কামাল১৮ বলেছেন: ডাক্তাররা কর্মবিরতিতে গেলে ভুল চিকিৎসার মৃত্যুর হার কমবে।গাইবান্ধার মতো নতুন কোন ঘটনা আবার না ঘটে।।

০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১:০২

ঋণাত্মক শূণ্য বলেছেন: :/

৪| ০৪ ঠা মার্চ, ২০২৩ ভোর ৫:২৫

কামাল১৮ বলেছেন: পঞ্চগড়ে হবে।

০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১:০২

ঋণাত্মক শূণ্য বলেছেন: ওকে!

৫| ০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ৮:৩৫

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সবাই সবার ব্যাক্তিগত বা রাস্ট্রীয় ক্ষমতা দেখাতে ওস্তাদ। আর এটা সম্ভব হয়েছে এই কারনে গাধা গরু ছাগল পাগল এক পাল্লায় মাপার ফলে। যে যা তাকে সেই অবস্থানে রাখলে এমন পরিস্থিতি হতো কম।

০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১:০৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: কথা সত্য।

আপনি ডাক্তারদের কর্মবিরতির বিষয়টা কিভাবে দেখছেন?

৬| ০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১১:১৫

শায়মা বলেছেন: খুবই খারাপ ভাবে দেখি।

ডাক্তারদের যেমন কর্মবিরতির অধিকার নেই তেমনই ডাক্তারদের সাথে হওয়া যে কোনো অন্যায়ের বিচার সবার আগে হতে হবে।

০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১:০৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: বিচার দ্রুত হওয়া উচিৎ। কর্মবিরতি মানুষের ক্ষতি না করে হওয়া উচিৎ।

৭| ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১২:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


এসব এখনো মেডিকেল ভর্তিপরীক্ষায় ভাটা পড়তে দিচ্ছে না।

০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১:০৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: ডাক্তাররা টাকা আনেন আর ঢালেন। এই বিষয়টা প্রতিষ্ঠিত। তাই ওদিকেই সবাই যেতে চায়।

৮| ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: কিছু কিছু ডাক্তারদের আচরন জল্লাদের মতোন।

০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১:০৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: কিছু কিছু? নাকি প্রায় সব?

৯| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৮:২০

বিষাদ সময় বলেছেন: সাধারণ রুগীদের ডাক্তারদের শত অন্যায় মুখ বুজে সহ্য করতে হয়। ডাক্তাররা সমস্যায় পড়েন তখন যখন সেরের ওপর সোয়া সের আসে। তখন ডাক্তারদের প্রতি উল্টা অন্যায় করা হয়। যে কোন ব্যাক্তির প্রতি অন্যায় করলেই তার বিচার হওয়া উচিত আর ডাক্তারদের প্রতি হলে তো কথায় নাই। কিন্তু ডাক্তাররা রুগীদের অবজ্ঞা, অবহেলা, অন্যায়, ব্যাবসার হাতিয়ার বানিয়ে নিজেদের এমন পর্যায়ে নিয়ে এসেছেন যে সাধারণ মানুষের চোখে এখন তাদের আগের অবস্থান আর নাই।

আজ যদি জরিপ করেন তবে লক্ষ লক্ষ উদাহরণ পাবেন অবহেলা, ভুল চিকিৎসা, অপচিকিৎসা এবং ভুয়া চিকিৎসার.....কিন্তু ক'জন ডাক্তারের বিরুদ্ধে এ ব্যাপারে ব্যাবস্থা নেয়া গেছে! কোন ব্যবস্থা নিতে গেলেই কর্মবিরতি, ধর্মঘট এবং ব্যাকিং এ বিএমএ। যে ঘটনা ঘটেছে তা অবশ্যই অন্যয় কিন্তু এ সবই হয়তো ডাক্তারদের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃ প্রকাশ....এটার বিস্ফোরণ ঘটার আগেই বিএমএ`র উচিৎ জণগনের কাছে নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং নিজেদের পরিশুদ্ধ করার ব্যবস্থা নিজেদের করা। না হলে এ ধরণের বিপর্যয় হয়তো ভবিষৎ এ আরও বাড়বে শুধু কর্মবিরতি বা আইন দিয়ে ঠেকান যাবে না।

০৫ ই মার্চ, ২০২৩ ভোর ৪:৫১

ঋণাত্মক শূণ্য বলেছেন: কিন্তু বেড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে?

১০| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কিছু কিছু? নাকি প্রায় সব?
না সবাই না। কিছু কিছু।
আমাদের দেশের ডাক্তাদের উচিৎ ভিজিট কম রাখা। প্রচুর রোগী। তাই ভিজিট কম রাখা যেতে পারে।

০৫ ই মার্চ, ২০২৩ ভোর ৪:৫১

ঋণাত্মক শূণ্য বলেছেন: কিছু কিছু হলে ভালো। তবে আমার কাছে মনে হয় প্রায় সবই এমন :(

১১| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ১২:১৫

শার্দূল ২২ বলেছেন: একজন ছাত্র যখন মেডিকেল আ পড়তে চাইবে ঠিক তখনি সরকারের তার থেকে ১ কোটি টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া উচিৎ যে সে জীবনে কোনদিন ধর্মঘটে অংশগ্রহন করবেনা এবং মৃতপ্রায় রুগীর সামনে আর কোন কিছুই বড় নয়।
সারা পৃথিবীর ডাক্তার চরিত্রের সাথে বাংলাদেশের ডাক্তার চরিত্রের কোন মিল নেই। ভুল চিকিৎসার জরিমানা কত কঠিন হতে পারে তা জানা না থাকলে তাদের আমেরিকা আসতে বলবো বা এই দেশের আইন পড়তে বলবো।
আমি অনেক গরীব দেশেও দেখেছি খাদ্য এবং চিকিৎসায় কেউ দূর্নীতি করেনা। প্রচন্ড ভালো মানুষ গুলৈই এই পেশায় আসে যাদের লোভ কম কাজ করে। আমাদের দেশের তার বিপরীত।

০৫ ই মার্চ, ২০২৩ ভোর ৪:৫৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: চুক্তি, প্রতিজ্ঞা ইত্যাদি ইত্যাদি করালো না হয়, কিন্তু মানবেটা কে? ছোট বেলায় এইম ইন লাইফে লেখা ডাক্তার হওয়ার উদ্দেশ্য কি আসলেই বাস্তবে ঠিক থাকে? সবাই দেখে ডাক্তারদের কাড়ি কাড়ি টাকা। ভালো ভাবে চললে টাকা কি এত আসবে? আসলেও, এত দ্রুত কি আসবে?

১২| ১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:২২

আমি সাজিদ বলেছেন: একসময় সমর্থন করতাম, অংশগ্রহণও করেছি। কর্ম জীবনে যখন দেখলাম নৈতিকতার বালাই নেই আমাদের, তখন থেকে আর সমর্থন করি না। আগে একসময় কেউ ডাক্তারের এক চুল সমালোচনা করলেই, একেবারে তেড়ে আসতাম! এখন ভাবি, প্রশংসার ভাগীদার হতে হলে সমালোচনার ভারও বহন করতে হবে।

১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রশংসার ভাগীদার হতে হলে সমালোচনার ভারও বহন করতে হবে - খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। সত্য কথা গুলি সাবলিল ভাবে প্রকাশের জন্য ধন্যবাদ।

১৩| ১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: সোজা সাপ্টা কথা, ডাক্তারদের কর্মবিরতি পালন আমি মানবিক কারণে সমর্থন করি না। তবে ছোট বড় যে কোন স্তরের একজন ডাক্তারের বিরুদ্ধে অন্যায় বা অপমানজনক আচরণের নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সমাজকেই সংঘবদ্ধ হতে হবে। ডাক্তারদের স্বাভাবিক কর্ম প্রক্রিয়ায় বাধার সৃষ্টি হলে সামগ্রিকভাবে রোগী এবং তাদের পরিবারবর্গকেই এর জন্য মূল্য দিতে হয়।

১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: সহমত।

১৪| ১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: বিষাদ সময় এবং আমি সাজিদ এর মন্তব্য দুটো ভালো লেগেছে।

১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমারও!

১৫| ১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৫

নতুন বলেছেন: দেশে ডাক্তাদের সংখ্যা আরো বাড়ানো দরকার। তখন তাদের আয় বাড়াতে সেবা দেওয়া শুরু করবে।

ডাক্তারাও যেমন সঠিক সেবা দেননা। তেমনি কারুর গায়ে হাত তোলার অপরাধের সাজা বাংলাদেশৈ হয় না। :(

সমাজে এই পরিবর্তন কবে আসবে কে জানে....

১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪০

ঋণাত্মক শূণ্য বলেছেন: পুরা চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.