![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!
হোমিওপ্যাথি নিয়ে ব্লগার রবিন হুড একটা পোষ্ট করেছেন। সেখানে কিছু ভাই ব্রাদাররা হমিওপ্যাথির গুষ্টি উদ্ধার করে দিয়েছেন, উনারা তথ্য প্রমান সহ বিভিন্ন লেখার কমেন্টও দিয়েছেন।
আমি আমার ব্যক্তিগত কমেন্ট করতে গিয়ে বুঝলাম রবিন হুড আমার উপর কোন কারণে বিরক্ত হয়ে আমাকে কমেন্ট ব্যান করেছেন! তাই পোষ্ট আকারে এখানে কমেন্টটা দিলাম।
===========================
হোমিওপ্যাথি নিয়ে অনেকেরই চুলকানী আছে। আমিও আগে বেশ কিছু ভিডিও দেখে কনফিডেন্ট ছিলাম যে হমিওপ্যাথি কাজ করে না।
২০২১ এর জানুয়ারীতে আমি Oral lichen planusতে আক্রান্ত হই। বহু বহু বহু ডাক্তার দেখানোর পর জানতে পারি আমি আর জীবনে কোন দিন ঝাল ও ঝাল জাতীয় জিনিষ খেতে পারবো না। সাথে মুখের মধ্যের যন্ত্রনা নিয়ে সারা জীবনই ঘুরে বেড়াতে হবে। ইন্টারনেট ঘেটেও তাই দেখলাম।
পুরা ৩ বছর এই অবস্থায় ঘোরার পর আমার বউ আমাকে একপ্রকার জোর করে দেশে নিয়ে গেলো। দেশে গিয়ে হমিওপ্যাথি ডাক্তার দেখালাম, সাথে এলোপ্যাথিও। এলপ্যাথি ডাক্তর বললো কিউরেবল না, কমবে বাড়বে, এভাবে চলবে।
হমিওপ্যাথি ডাক্তার বললেন ১-৩ মাস ঔষধ খেতে হবে। সেটাই করলাম। তৃতীয় সপ্তাহ থেকে পরিবর্তন ভিজিবল হলো। আলহামদুলিল্লাহ গত এক বছর ধরে কোন সমস্যা নাই, ইচ্ছা মত ঝাল খাচ্ছি। মাঝে আবার এলোপ্যাথি ডাক্তার দেখালাম, তিনি মুখের ভিতর দেখে সামান্য চিন্তিত মনে হলেন। বললেন এটা একটা মিরাকল।
হমিওপ্যাথি নিয়ে গবেষণা করেছেন এমন এক ভাইকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন প্লাসিবো ইফেক্টের কারণে ঠিক হয়েছে।
আমার বউয়ের ভাষ্য, যদি প্লাসিবোতে "আন কিউরেবল" ডিজিজ ভালো হয়, তাহলে প্লাসিবোই ভালো।
আমার ভাষ্য, এই কমেন্ট যখন লিখছি, তখন কড়া ঝাল করে তৈরী সালাদের সাথে বিরিয়ানি খাচ্ছি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: ১। আমার মুখে যে Oral lichen planus হয়েছে কিনা এটা মূলত ৪দেশে টেষ্ট করা হয়েছে (বাওপসি করে) একাধিকবার মুখের ভেতর থেকে স্যাম্পল কালেক্ট করা হয়েছে এর জন্য। তাই মনে হয় না যে "রোগ নিরুপনেও ভুল" এর মত কিছু হয়েছে।
২। আমার কেসটা সিভিয়ার পর্যায়ের হয়ে গিয়েছিলো। মুখের দুই পাশে প্রায় ৮৫-৯০% জায়গা জুড়ে হয়েছিলো। এটা ঐ মায়োক্লিনিকের ডক্টরদের মতে সিভিয়ার ছিলো।
৩। পুরা তিন বছরে কিচ্ছু হলো না, হঠাৎই তিন সপ্তাহের মাঝে বোঝা যায় এমন পরিমানে কমতে শুরু করলো; এটা আমার কাছে কিছুটা মিরাকলই লেগেছে। হোমিওপ্যাথি কাজ করুক আর না করুক, আলহামদুলিল্লাহ, আমি রোগ মুক্ত, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।
খুব সম্ভবত আপনিই কোন একটি পোষ্টের ভিতরে অথবা কমেন্টে লিখেছেন যে আচিঁল আর ফোঁড়ায় ক্যামনে ক্যামনে যেন হোমিওপ্যাথি কাজ করে, এটা গবেষণা করা দরকার। আমিও তাতে এক মত।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭
নকল কাক বলেছেন: ঐ হোমিও ডাক্তারের ঠিকানা দেওয়া যাবে?
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: এর জন্য প্রথমে আপনাকে খুলনা শহরের দৌলতপুরে যেতে হবে। ওখানে দৌলতপুর বাজারের কাছে গিয়ে মানুষের কাছে খোঁজ নিতে হবে যে "খালেক ডাক্তার" কোথায় বসেন। যশোর রোডের পাশেই (বাজারের গায়ে) একটা বিল্ডিং এর দোতলায় বসেন ভদ্রলোক, নিচে বিরিয়ানির দোকান।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৩
শাহ আজিজ বলেছেন: বাহ , বেশ তো । ভাল থাকুন ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৮
রাজীব নুর বলেছেন: পড়লাম। এবং নিরব থাকলাম।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: সেটাই নিরাপদ
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ক্যান্সার, টিউমার ইত্যাদির ক্ষেত্রে হোমিওপ্যাথি ভালো কাজ করে। আমি দেখেছি এই ধরণের রোগী। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে কিন্তু পরবর্তীতে টিউমার ছোট হয়ে গেছে। ফুসফুস ক্যানসারের রোগী হোমিও ওষুধ খাওয়ার কারণে প্রায় ১০ থেকে ১৫ বছর বেচে আছে। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিল।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০১
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি ক্যান্সারের রোগী ভালো হতে দেখিনি, তবে টিউমার ভালো হতে দেখেছি।
আমার পরিচিত একজন শুনেছি শুধু কিটো ফলো করে স্টেজ ৩/৪ ক্যান্সার থেকে বের হয়ে এসেছে!
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬
নতুন বলেছেন: আপনি সুস্থ আছেন এটাই সবচেয়ে বড় কথা।
তবে অনেক সময়ই রোগ নিরুপনেও ভুল হয়। আশা করি আপনার ক্ষেত্রে সেই ভুল টাই হয়েছে ডক্তারদের।
তবে মায়োক্লিনিক বলছে যে অনেক সময় অল্প সমস্যা একাই ঠিক হয়ে যায়। কিন্তু পরে আবার ফিরে আসে। তাই সাবধান থাকবেন।
লাইফস্টাইল পরিবর্তনে অনেক রোগের কন্ডিসন ভালো হয়।
Oral lichen planus is a lifelong condition. Mild forms may go away on their own but flare up later. Because there is no cure, treatment focuses on healing and easing pain or other symptoms that bother you.
তবে ভাই হোমিপ্যাথি যে কাজ করে সেটার কোন বৈজ্ঞানিক প্রমান নেই।
পেটের ব্যাথা হলে অনেকেই আগে পানিপড়া খেতো, তাকে ভালোও হতো। কিন্তু কারন হইলো পেটে সমস্যার কারনে ব্যাথা হইলে পানি খাইলে টয়লেটে গেলে পেটব্যাথা কমে যেতো। কিন্তু মানুষ তো বিশ্বাস করতো যে ফকিরের ফুতেই কাজ হয়েছে।