![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!
২০২৫ সালে আমি প্রথম যে পোষ্টটি দিয়েছিলাম, সেটির শিরোনাম ছিলো বাংলা লেখা ভুল দেখাচ্ছে?
বাংলা লেখা ভুল দেখাচ্ছে? লেখাটি মূলত সামুর মেইন ম্যেনুর শেষের লিংটা। কিন্তু আলোচনা করেছিলাম কিভাবে আমি অভ্র নামক সফটওয়্যারে এলাম। একদম শেষ লাইনে লিখেছিলাম, "অনলাইনে বাংলার এই সহজ হবার পেছনে মেহদীর অবদান অনস্বীকার্য। তার হাতে একটাবার একুশে পদক দেখতে চাই!"
অবশেষে আমার শেই আশাটা পূরণ হয়েছে। এটা অবশ্য আমার একার আশা বললে ভুল হবে, এটা প্রতিটা মানুষ, যারা অভ্র ও বিজয়ের লড়াইটা সম্পর্কে জানেন, তাদের সবার আশা।
ভাষা হোক উন্মক্ত!
একুশে পদক গ্রহণ করেছে টিম অভ্র। ছবি সুত্রঃ শাফিকুল আলম
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৫
রাজীব নুর বলেছেন: এই পদকটা যোগ্য লোকই পেয়েছেন।
৩| ৩১ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯
আজব লিংকন বলেছেন: বেস্ট থিং হচ্ছে উনি একা পদক নেন নি।
রিসপেক্ট
৪| ২৫ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৩
বিজন রয় বলেছেন: আপনি কোথায়?
নতুন পোস্ট নিয়ে চলে আসুন।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:০০
নকল কাক বলেছেন: ভাষা হোক উম্মুক্ত