নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

জামাত কি দেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাতে চায়? পারবে?

১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:২৮

অন্য যে কোন সময়ে জামাতকে নিয়ে মানুষ যতটা চিন্তিত ছিলো, বর্তমানে তার থেকে অনেক বেশী চিন্তিত বলেই মনে করি।



১৯৭১ এ জামাতের যে অবস্থান, তা নিঃসন্দেহে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান ছিলো। আমার মনে হয় না জামাতও এ কথা অস্বীকার করবে। অবশ্য রাজনৈতিক লোকজনের উপরে কোন বিশ্বাস নাই।

অনেকেই আশংকা করছেন যে জামাত হয়ত ক্ষমতায় চলেই যাবে এবারের ভোটে। বিষয়টা ভাবা যতটা ভয়ঙ্কর, তার থেকে আমার কাছে বেশী হাস্যকর লাগে। অবশ্য যেতেও পারে!

রেডিট এবং ডিসকর্ডে আমি প্রায়সই ইয়াং জেনারেশনের লেখা পড়ি, তাদের সাথে কথা বলি। তাদের প্রায় সবার মধ্যে জামাতকে নিয়ে একটা বড় ভয় হচ্ছে যে জামাত ক্ষমতায় গেলে শরীয়া আইন প্রতিষ্ঠা করবে। সেটা করলে আজকে যারা ইচ্ছা মত যা খুশি তা করে, তার অধিকাংশেই বাঁধা পড়বে। আমার অবশ্য জামাতের শরীয়া আইন প্রতিষ্ঠার বিষয়টা বিশ্বাস যোগ্য মনে হয় না। তারা এটা করবে না, পারবেও না।

তবে আমি প্রায়শই একটা প্রশ্ন করে থাকি ঐ ইয়াং জেনারেশনদের, তারা অবশ্য কেউ প্রশ্নটার উত্তর দিতে পারে না সরাসরি। থতমত খায়।

ভাবলাম আপনাদের সাথেই সেটা শেয়ার করি। আশাকরি উত্তর পাবো কিছু।

ধরেন, জামাত ক্ষমতায় গেলো। তাদের একক সংখ্যাগরিষ্ঠতা হলো। তারা কারও তোয়াক্কা না করেই যে কোন আইন বা যে কোন কিছু সংসদে পাশ করে ফেলতে পারে। ধরেন র‍্যাব, পুলিশ, বিডিআর, আর্মি সব তাদের দখলে চলে গেলো। এরপর কি তারা কোনদিন দেশটাকে পাকিস্তানের অংশ বলবে? বলবে এটা পূর্ব পাকিস্তান?

আপনার কি মনে হয়?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৫৮

অগ্নিবাবা বলেছেন: আমি জীবতকালে এটা দেখে যেতে চাই, জামাত ক্ষমতায় গিয়ে বাংলাদেশে শরিয়া কায়েম করবে। আর হাদিস না মানা এবং কোরানের কিছু কিছু আয়াত মেনে চলা হাফ মুসলমানদের পেছনে ট্রস ট্রস করে বেত মারবে। ভারত বিরোধী এইসব হাফ মুসলমানরা পালানোর জায়গা না পেলে আমাকে রিকোয়েস্ট করবে, আমি বারাসাতে জায়গা নিয়ে রেখেছি।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:০৪

অগ্নিবাবা বলেছেন: লেখকরে বলছি, পাকিদের এই ম্যাপ সরান। এই ম্যাপ ভুল।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৩৫

ইফতেখার ভূইয়া বলেছেন: আমার ব্যক্তিগত ধারনা জামাত এককভাবে সংখ্যাগরিষ্ঠতা কোনদিনও পাবে না। আর পেলেও জামাত বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলার মতো ধৃষ্টতা দেখাবে বলে মনে হয় না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, এ দেশের অনেক মানুষই হয়তো এখন জামাতকে সমর্থন করে তদুপরি তাদের সংখ্যা কখনোই সংখ্যাগরিষ্ঠ নয়। বিগত যে কোন সময়ের তুলনায় জামাত বর্তমানে হয়তো বেশী সমর্থন পাচ্ছে তবে তার দায় মূলত বিগত সরকারে থাকা রাজনৈতিক দলগুলো ব্যর্থতার উপরই বর্তায়। ইচ্ছে মত উল্টা-পাল্টা কোন আইন তৈরী করলেও তা বিরোধের মুখে পড়বে, আন্দোলনের অবস্থা তৈরী হলেও অবাক হওয়ার কোন কারন দেখি না।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪০

মাথা পাগলা বলেছেন: রেডিট ডিসকর্ডে যারা থাকে তাদের বেশীর ভাগদেরই মাথা ঘিলু আছে, কিন্তু জামাত - দেশের বড় একটা বেকুব প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ব্রেইন ওয়াশ করতে পেরেছে। এর দায়-ভার হাসিনার উপরই পড়ে।

আমার পছন্দের একটি পোস্ট। ইউনুসের নেতৃত্বে যতোগুলো ভাস্কর্য আছে খুব সম্ভবত সবগুলোই ভেঙ্গে ফেলা হয়েছে। এগুলো মিডিয়াতে প্রচার পাবে না। ইউনুসকে দেখলেই যাদের "অরগ্যাজম" আসে, তাদের অন্ধ ভক্তি দেখে আমার থুথু বের হয়।

~~মুক্তির মন্দির সোপান তলে কত প্রান হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে~~

Youtube কী অবস্থা মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের?

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪৬

মাথা পাগলা বলেছেন: আমার একটা গোঁজামিল ধারনা আছে। লীগের পোলাপাইনরা শুরু থেকেই বলসে আম্রিকার ক্যু হইসে। আমার তেমন কিছু মনে হয় নাই, তবে রাজাকারদের হঠাৎ উত্থান - মেজাজ গরম করাইতো। কিন্তু পরে যখন নাস্তিক ইউনুস এটিএম আজহারুলের হাতে চুম্মা দিয়া মুসলামন হইসে আর বন্দর বেইচা দিবে বলা শুরু করসে - আমারো মনে হইসে ক্যু হইসে। তবে আপা আর তার ছেলে এখন বলছে ক্যু হয় নাই আম্রিকার সাথে তাদের ভালো সম্পর্ক কিন্তু আমার মনে হইতাসে নতুন কোন গুটিবাজি করার চেষ্টা চলতাসে।

হাসিনা পলায়নের সময় বাইডেন প্রশাসন ছিলো। খুব সম্ভবত ক্যুয়ের পর বাইডেন প্রশাসন জংগী আগাছাগুলারে পরিস্কার করতো কিন্তু ট্রাম্প আসাতে হয়তো সময় পায় নাই। আম্রিকার প্ল্যান চেঞ্জ হইসে, ট্রাম্পের চিন্তা-ভাবনা কেপিটালিস্ট। বাংলাদেশকে ইউজ করে ভারতকে ঠেস দেবার জন্য যদি আম্রিকার সত্যি প্ল্যান থাকে তাইলে বাংলাদেশে এইসব আগাছা পরিস্কার করে হাংগামা বন্ধ করাবে।

জামাত ক্ষমতায় আসলে দেশে গৃহযুদ্ধ লাগবে। বিপুল সংখ্যক বিএনপি-লীগের কর্মী জামাত সরকার মানবে না, সরকার টিকবে না।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যারা বলে জামাত দেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাবে এরা ছাগল সম্প্রদায়ভুক্ত চার পা ওয়ালা প্রাণি ছাড়া কিছু নয়।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: জামাতের দৌড় আর কিছুদিন পর থেমে যাবে।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৪

রাসেল বলেছেন: বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হবে, এই বিতর্ক দুষ্ট ব্যক্তিদের দ্বারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অযথা সময় ও ভাল কাজে মনোযোগ নষ্ট করা ছাড়া আর কিছু না।
বাংলাদেশে কখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এর সম্ভাবনা খুব কম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.