নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টম খুব খারাপ

নেংটি ইদুর

কাউকে ভাল না লাগলে কুটকুট করে কামড় মারবেন। আলাপ যেন না পায়।;

নেংটি ইদুর › বিস্তারিত পোস্টঃ

শাহবাগে আন্দোলন করে জনগন আমাকে জেল থেকে বের করেছে- মির্জা ফখরুল =p~ =p~

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

গাঁঞ্জাবাবা এই নিউজটা পড়ে আত্মহত্যা করলেন। গতকাল বিকাল ৪ টা পর্যন্ত পর্যন্ত গাঞ্জা সেবনে তার রেকর্ড কেউ ভাংতে পারেনাই যেটা এখন মির্জা ফখরুলের দখলে।



স্পেশাল করেসপন্ডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম



ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জ‍া ফখরুল ইসলাম আলমগীর শাহবাগ চত্বরে চলমান আন্দোলন সম্পর্কে বলেছেন, “জনগণের আন্দোলন শুরু হয়েছে। এর জয় অবশম্ভবী।”



তিনি আরও বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, কিন্তু জনগণ আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করছে।’



শুক্রবার বিকেল ৪টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।



তিনি বলেন, ‘জনগণ আজ জেগে ওঠেছে। আন্দোলন শুরু হয়ে গেছে। জনগণের অধিকার গণতন্ত্র ও ভোটের আন্দোলন। এ আন্দোলনে জনগণই জয়ী হবেই।’



এ সময় তার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ খায়রুল কবির খোকন ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া এমপি উপস্থিত ছিলেন।



মির্জা ফখরুল আরও বলেন, ‘দমন, পীড়ন, হত্যা গুম করে আন্দোলন দমানো যাবে না। কারণ জনগণ জেগে ওঠেছে। জনগণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে।’



উল্লেখ্য, ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধ কর্মসূচির সময় গাড়িতে আগুন ও ভাঙচুরের অভিযোগে ৩৭ মামলার মধ্যে পল্টন ও শেরে বাংলানগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর সন্ধ্যায় নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের নিচ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়। এরপর নানা নাটকীয়তার পর গত ৬ ফেব্রুয়ারি তিনি জামিনে মুক্তি পান।



জোক অফ দ্যা সেঞ্চুরীঃ জনগন গনজাগরনের মঞ্চে আন্দোলন করছে যুদ্ধাপরাধীদের ফাসির দাবিতে নয়, তত্বাবধায়ক সরকারের দাবিতে।



ক্ষিকজ দ্যা আনলিমিটেড... :P



=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~



সূত্রটা বাংলানিউজ,মতিকন্ঠ না ;)

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

খাটাস বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

নেংটি ইদুর বলেছেন: হাসতেও শরম করে। সাজেদা চৌধুরী গিয়া যেমনে লাঞ্ছিত হইছে,মির্জা ফখরুল গেলে কি অবস্থা হইত ভাবতেই আমোদ লাগতাছে=p~ =p~ =p~ =p~

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

সরলপাঠ বলেছেন: ফখরুলের এই কথায় অন্য কিছুর ইংগিত আছে। আমার বিশ্লেষন পড়ুন: Click This Link

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

নেংটি ইদুর বলেছেন: পড়ে দেখিB:-/

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: পদ্মা সেতুর টাকা খোর
তুই আম্লীগ তুই চোর।

শেয়ার বাজারের টাকা খোর
তুই চোর তুই চোর!

হলমার্কের টাকা খোর
তুই আম্লীগ তুই চোর

মদ-গাঁজা ডাইল খোর
তুই আম্লীগ তুই চোর

খুন-র্ধ্ষণের কারিগর
ছাত্রলীগ তুই চোর!

ধর ধর লীগার ধর
ধৈরা ধৈরা মানুষ কর!

তুই অমানুষ তুই লীগ
আওয়ামিলীগ আওয়ামিলীগ

নাস্তিক ভাকুর আস্তানা
বাংলাদেশে থাকবে না।

বাম- রাম নাস্তিক চুশীল
দেশপ্রেমিকদের খাবি কিল।

পিলখানার রক্ত
বৃথা যেতে দেব না

কাঁটা তারে ফেলানী কেন
গোলাম সরকার জবাব দে!

গুম হত্যার মহাজোট
আর পাবিনা কারো ভোট

জয় বাংলা -জয় বাংলা
ছাত্রলীগকে সামলা

হিরক দিদির গদিতে
আগুন জ্বালো একসাথে

ইহুদী-খ্রীষ্টান যাদের বেয়াই
বাংলার জমিন তাদের নয়।

বেয়াই যাদের রাজাকার
এই মুহুর্তে দেশ ছাড়।

জাতীর বেয়াই রাজাকার
এই মূহুর্তে বাংলা ছাড়

ম- তে মখা
তুই রাজাকার তুই চোর

স- সাজেদা
তুই রাজাকার তুই চোর

ক- তে কাল বিড়াল
তুই আম্লীগ তুই চোর

ন- তে নুরু মিয়া
তুই আম্লীগ তুই রাজাকার

পদ্মা মেঘনা যমুনা
তুই আওয়ামিলীগ মানুষ না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

নেংটি ইদুর বলেছেন: ভুল জায়গায় আইছো ছাগু। শাহবাগে আসো।
নইলে বইসা বইসা কাঠাল পাতা খাও।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০

মঈনুল আহসান রাসেল বলেছেন: ফকরুইল্লা তুই চুপ থাক। দুরে গিয়া মর।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

নেংটি ইদুর বলেছেন: =p~ =p~ =p~ =p~

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
ফখরুল ব্যাটা জেনুইন বেক্কল :P ||

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

নেংটি ইদুর বলেছেন: জেলে বইসা ভালই ডলা খাইছে মনে হয় :D

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

দায়িত্ববান নাগরিক বলেছেন: ক্ষিকজ দ্যা আনলিমিটেড... :P :P :P

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

লিন্‌কিন পার্ক বলেছেন: =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.