![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাগুসকল,
আশা করছি বউ বাচ্চা নিয়ে পরম বিনোদনেই আছেন।
অবশ্য না থাকার কোন কারন নাই। দেশে ব্লগারদের উপর যেরকম ধরপাকড় শুরু হইছে তাতে ব্লগারদের প্যান্ট খুলে লুঙ্গি পড়া দায়
আর আপনি তো বিনোদনে থাকবেনই কারন আপনারে যে ধরেনাই এখনো।
এদিক থেকে ফোরামিকরা বেশ নিরাপদেই আছে বলা যায়। হেফাজতে ইসলামী ফোরামিকদের ফাঁসি দাবি করে বসে নাই। অবশ্য ফোরামিকরা সবাই ভদ্র । বিশেষ করে অশ্লীল গালিগালাজ আর কোনরকম বিদ্বেষ(ধর্মবিদ্বেষ তো বটেই) কোন ফোরামেই প্রশ্রয় দেয়া হয়না।
তবে আপনি যদি একই সাথে ব্লগার এবং ফোরামিক হয়ে থাকেন তাহলে তো মুস্কিল!! নিজের আইপি সহি সালামতে রাখা আপনার জন্য বিশেষ জরুরী।
আর আপনার জন্যই,শুধু আপনার বিনোদন বজায় রাখার জন্যই বাংলাবাঁশ নিয়ে এল প্রক্সি সুবিধা। জাস্ট এই লিংকে ক্লিক করেই উপভোগ করুন অবারিত স্বাধীনতা। আকাম কুকাম যা-ই করেননা কেন সমেস্যা নাই। আপনার আইপি থাকব নিরাপদে।
মানে নিজের আইপি নিজের পকেটে নিয়ে ঘুরবেন। কেউ দেখব না
http://www.banglabash.com/proxy
স্পিড কমবেনা ইনশাল্লাহ ১০০ KB/s পর্যন্ত ।
বিজ্ঞাপনের সাথে বাড়তি বিজ্ঞাপনঃ বাংলাবাঁশে আমন্ত্রন। :!>
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২
নেংটি ইদুর বলেছেন: মিয়া রসিকতা করেন কেন?
আমি কি খারাপ কিছু বলছি?
তবে আপনার হাসিটা খুব সৌন্দর্য :>
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪
শুভ জািহদ বলেছেন: ভাইজান আইপি দিয়া কি পুলিশ ধরে। আজব লাগল আপনার কথা শুনে। আইপি না থাকলেও ধরা যায়। কারণ প্রতিটা কম্পুটারের মেক এড্রেসই হলো আসল। ওই পকেটে লইতে পারলে আমারে জানায়েন।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫
নেংটি ইদুর বলেছেন: ধুর মিয়া!! এত রাগ করেন কেন? আইপি জানলে ধরাটা একটু সহজই হয়,নাকি?
আর মেক মেক করতেছেন ম্যাক এড্রেস কিভাবে জানে সেইটা তো জানিনা!! সামুর মডুরা কি আমার ম্যাক এদ্রেস দেখতে পায়? না পাইলে পুলিশ কেমনে পাইব একটু বুঝাইয়া কইবেন?
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬
পেন্সিল চোর বলেছেন: থেঙ্কু ব্রাদার
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫
চেনা মুখ বলেছেন: মানে নিজের আইপি নিজের পকেটে নিয়ে ঘুরবেন। কেউ দেখব না