নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

কবে যাবো পাহাড়ে আহারে _ রাস আল খাইমা ভ্রমন ০১

২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৯

কৃত্তিম ইট পাথরের দুনিয়া প্রতিদিন কাজ করতে করতে মাঝে মাঝে দুরে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে হয়। কয়েক দিনের জন্য মোবাইল ফোন বন্ধ করে রাখতে ইচ্ছা হয়। ফোনের যন্ত্রনা এমনই হয়েছে যে অনেক সময় মনে হয় ফোন বাজতেছে, হাতে নিয়ে দেখি কিছু না। পাহাড়ে বেড়াতে যেত আমার খুবই ভালো লাগে, তাই সব সময় ভাবি কবে যাবো পাহাড়ে আহারে......


অনেক দিনের ইচ্ছা জাবেল জাইস দেখতে যাবো। দুবাই থেকে প্রায় ২.৫ ঘন্টার ড্রাইভ। এখানে রাস্তায় ১৪০ কি:মি প্রযন্ত গাড়ী চালানো যায়। তবে ১৪১ হইলেই ২০ হাজার টাকার মতন জরিমানা গুনতে হবে। গত বছর ৩টা স্পিডিং ফাইন দিসিলাম :((


ডানার স্কুলের ছুটিতে ২ রাত ৩ দিনের একটা স্টেকেসনের পরিকল্পনা করছিলাম আগে থেকেই। তার আগে হাত্তা শহরে ১ রাত থেকে ঘুরে বেড়িয়েছিলাম। তো এবার রাস আল খাইমা যাবো বলে ঠিক করলাম। সাগর পরে হোটেলে থাকবো আর পাহাড়ে ঘুড়তে যাবো।

বুকিং ডট কম থেকে হোটেলের বুকিং দিলাম, Click This Link

* বিএম হোটেলের লং বিচ ক্যাম্পসাইটে তাবুতে থাকার ব্যবস্থা আছে সেখানে ১ রাত।
( হোটেল সাইটের ছবি) এখানে বীচের পরে তাবুতে থাকা, তীর চালনা, মাটির পাত্র তৌরি, জুম্মা ডান্স, ট্রেজার হান্ট, কায়াকিং, প্যাডেল বোটিং, বাচ্চাদের কুকিং ক্লাস সহ আরো অনেক একটিভিটি আছে। ডানা ইনজয় করবে বলে তাবুই বুক করলাম।

* আল হামরা দ্বীপে এপাটমেন্ট হোটেলে ১ রাত থাকার জন্য বুক করলাম।
( হোটেল সাইটের ছবি)
এপাটমেন্ট হোটেলে থাকার মজা হইলো নিজের বাড়ীর মতন করে থাকা যায়। আমরা ১ বেড রুমের এপাটমেন্ট নিয়েছিলাম। হোটেল হোটেল না বরং নিজের বাসায় থাকার মতন লাগছিলো।

আমার পরিকল্পনার কথা শুনে আমার কলিগ রিজু বললো, ভাই রাস আল খাইমা যাবেন, জাবেল জাইসে উঠবেন আর "1484 by puro" রেস্টুরেন্টে খাবেন না তা কি হয়? গুগুলে সার্চ দিয়ে দেখলাম 1484-by-puro রেস্টুরেন্ট ১৪৮৪ মিটার উচুতে অবস্থিত এবং আরব আমিরাতের সবচেয়ে উচুতে অবস্থিত রেস্টুরেন্ট।


রেস্টুরেন্ট সন্ধা ৪.৩০ এ ৩ জনের টেবিল বুক করলাম। ঐখানে গিয়ে সুর্যাস্ত দেখবো বলে।

-Mohdrizls গুগুল ফটো।

১৪ ডিসেম্বরে সকালে নাস্তা কইরা ১১টার দিকে রাস আল খাইমার দিকে রওনা দিলাম

আগামী পর্বে রাস আল খাইমা, জাবেল জাইসের এডভেন্চার।
২য় পর্ব :- Click This Link

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৯

ঢাবিয়ান বলেছেন: আপনাদের ভ্রমনের ছবি কই ?

২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫০

নতুন বলেছেন: ২য় পর্বে। আগামী পর্বে আমাদের তোলা ছবি। B-)

২| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫২

ভুয়া মফিজ বলেছেন: রাস আল খাইমা আমার এক হিসাবে খুব পরিচিত। ছোটবেলা থেকে ডাকটিকেট জমাই, এই রাস আল খাইমার অনেক ডাকটিকেট আছে আমার সংগ্রহে।

অত্যন্ত ফাকিবাজি পোষ্ট এইটা। না আছে কায়দামতো ছবি, না বর্ণনা। আগামী পর্ব আকর্ষনীয় হবে আশাকরি। B-)

২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৯

নতুন বলেছেন: এইটা ভুমিকা মাত্র। তথ্য দিলাম, ওয়েবসাইটের ঠিকানা দিলাম। আগামী পর্বে বিস্তারিত থাকবে। B-)

৩| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৪

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ, তাহলে তো ভালোই সময় কাটালেন...

২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০০

নতুন বলেছেন: খুবই মজা হয়েছিলো। পরিবারের সাথে ঝামেলা নিরিবিলি, কাজের ঝামেলাহীন সময় কাটানো খুবই আনন্দের।

৪| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০১

মিরোরডডল বলেছেন:





পাহাড়ে বেড়াতে যেত আমার খুবই ভালো লাগে, তাই সব সময় ভাবি কবে যাবো পাহাড়ে আহারে......

সেইম হিয়ার।

ঐখানে গিয়ে সুর্যাস্ত দেখবো বলে।

রেস্টুরেন্ট এর সূর্যাস্ত দেখার ছবিটা খুব সুন্দর!



২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৪

নতুন বলেছেন: পাহাড়ে গেলে মনে হয় ঐ দুরের পাহাড়ের পরে কি আছে.....

জায়গাটা খুবই সুন্দর। কিন্তু আমাদের অভিঙ্গতা অন্য রকমের। পাহাড়ের আবহাওয়া যে কত দ্রুত পাল্টায় তার অভিঙ্গতা হয়েছিলো ঐ দিন।

৫| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১২

সোনাগাজী বলেছেন:



ঐসব পাহাড়ে কখনো বৃষ্টি হয়, লতাপাতা, ঝোপঝাপ, ইত্যাদি আছে?

ইসরায়েল অনেকটা সবুজ হয়ে গেছে; কিন্তু ওয়েষ্ট-ব্যাংককে সেই তুলনায় গাছে কম। আরবেরা গাছ লাগানোর চেষ্টা করে?

২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৭

নতুন বলেছেন: সবুজের পরিমান বাড়ছে। যদিও এই বছর বৃস্টি হয়নি তেমন।

দুবাই শহরের সবুজ পুরোটাই কৃত্তিম। পানি দিয়ে বাচিয়ে রাখা হয় প্রায় সব বাগানের গাছগুলি।

আল এইন শহর প্রাকৃতিক ভাবে সবুজ, অনেক সবজী চাষ হয় ওখানে। হাত্তা বেড়াতে গিয়ে বাংলাদেশীদের সাথে পরিচয় হয়েছিলো যারা শারমিনকে তাদের মাচা থেকে লাউ, লাউ শাক উপহার দিয়েছিলো।

৬| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভ্রমন আমার কাছে সব সময় এক ধরনের এ্যাডভেন্চার। আগামী পর্বে বর্ণনাসহ ছবি আসা করছি। শুভকামনা নিরন্তর।

২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪১

নতুন বলেছেন: আগামী পর্বে ছবি সহ বিস্তারিত লিখবো।

৭| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

বিজন রয় বলেছেন: ব্লগে এখন ভ্রমনের গল্প কম আসে।

আগে জুন আপা দিতেন, সাদা মনের মানুষ সহ আরো অনেকে।

আপনিও কিছু দেন।

২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

নতুন বলেছেন: এখন আগের মতন আর ছবি তোলা হয় না।

নতুন রেস্টুরেন্টে খেতে গেলে বা নতুন স্থানে ঘুরতে গেলে আগে কত ছবি তুলতাম এখন আর ছবি তুলা হয় না তাই লেখার রসদও হয় না।

৮| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: বাহ! ভ্রমন কাহিনীতে নিজের হাতে তোলা ছবি দিবেন। স্ক্রীনশট না।

৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪২

নতুন বলেছেন: এইটা তো পরিকল্পনা পর্ব, আগামী পর্বে আসল ভ্রমন শুরু তখন না নিজের তোলা ছবি দেবো।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ভ্রমণ কাহিনী আরো আকর্ষণীয় ও সুন্দর ছবি যুক্ত করতে পারলে পড়ে আরাম পাওয়া যেত।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৩

নতুন বলেছেন: আগামী পর্বে নিজের তোলা ছবি আছে...

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৯

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: আগামী পর্বে নিজের তোলা ছবি আছে...

সেটা দেখার সৌভাগ্য কবে হবে :)
২য় পর্ব বেশি লেইট হলে ১ম পর্ব ভুলে যাবো কি দেখেছিলাম।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

নতুন বলেছেন: আজ কাজ কম তাই ব্লগিং বেশি করলাম।

২য় পর্ব লিখে শেষ করলাম আজ।

১১| ০৭ ই মার্চ, ২০২৪ সকাল ১১:১৪

এম ডি মুসা বলেছেন: আমার ও ভ্রমণ একটা পছন্দনীয়,,

০৯ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৫১

নতুন বলেছেন: সাধ আছে আরো অনেক জায়গায় দেখতে যেতে... কিন্তু বিমান টিকিট অনেক দাম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.