নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
মার্কেটিং এর ম্যাডাম একবার বলেছিলেন, "No publicity is bad publicity." প্রচারের মূল উদ্দেশ্য হল মানুষের মনে ব্র্যান্ডের নাম ঢুকিয়ে দেওয়া। কিছুদিন পরে মানুষ ভালো কি মন্দ সেটা মনে রাখে না, বরং শুধুই ব্র্যান্ডের নামটাই মাথায় থাকে। উদাহরণস্বরূপ, অনেকেই প্যারিস হিলটন এবং কিম কার্দাশিয়ানকে সেলিব্রিটি হিসেবে জানেন, কিন্তু তাদের কী প্রতিভার কারণে তারা সেলিব্রিটি, সেটা অনেকে জানে না।দিনের শেষে তারা জনপ্রিয় সেটা মানুষ মনে রাখে।
বিশ্বে এইযে কোকাকোলা বয়কটের হুজুগে সবাই জজবা নিয়ে আলোচনা করছে। তার পছনের মুল কলকাঠি নাড়ছে অন্য কোমল পানীয় কম্পানী। এই বয়কটে ফয়দা লুটছে অন্য কোমল পানীয় কম্পানীগুলি। নতুবা মানুষের উপকারের কথা চিন্তা করলে সকল কোমল পানীয় বয়কটের ডাক দেওয়ার কথা
যদি মানুষের উপকারে এই বয়কট হতো তবে সকল কোমল পানীয় বয়কটের কথা বলতো সবাই। তা না বলে কোকাকোলা বয়কট করে অন্য কোমল পানীয়কে হাইলাইট করা হচ্ছে, অনেকে ফিলিস্তিনিদের প্রতি সহানুভুতি দেখিয়ে ভোক্তাদের নজরে পরতে চাইছে।
এক যুগের বেশি হসপিটালিটি ইন্ড্রাস্টির সাথে জড়িত আছি। প্রতিবছর আমার ডিপাটমেন্টে বছরে ৫০ কোটি টাকার বেশি কোকাকোলা পন্য বিক্রি করে থাকি কিন্তু আমি শুধুই ঠান্ডা পানিই পান করি।
আমি নিজে কোকাকোলা সহ সকল কোমল পানীয় বয়কট করেছি প্রায় ১০ বছর হলো। আমার পছন্দের পানীয় ঠান্ডা পানি।
যদি গরমে যখন বেশি ঘাম হয়, ক্লান্তি মেটাতে তখন আমার পছন্দের জিনিস হইলো লেবু সরবত।
২ চামচ চিনি, এক চিমটা লবন, লেবু, পুদিনা পাতা + ঠান্ডা পানি বা সোডা। বিট লবনও দিতে পারেন, একটু অন্য রকমের স্বাদ হবে। এক রকমের Mojito বলতে পারেন।
- Click This Link
যেকোন ব্যবসার ধান্দা যতবেশি টাকা কামানো যায়। তাই বিশ্বের খাবারের ইন্ড্রাস্টি সব খাবারে স্বাদ বাড়াতে চিনি এবং আরো অনেক রকমের ক্যামিক্যাল যোগ করে থাকে যাতে কাস্টোমার তাদের পন্যই বেশি কেনে।
এই ফুড ইন্ড্রাস্টির এই সব আরেক বিরাট ইতিহাস, এই সব খাবার আমাদের বর্তমানের আধুনিক রোগের জন্য বেশি দায়ী।
খাবারে অতিরিক্ত চিনি আমাদের ওজন বাড়ায়। বেশি চিনি শরিরে ম্যানেজ করতে গিয়ে করতে ডায়াবেটিকসের ঝুকি বাড়ে, হৃদরোগ, অতিরিক্ত ক্যামিক্যালের কারনে কিডনিতে চাপ পড়ে।
তাই বয়স যেহেতু বাড়তেছে তাই কোমল পানিও বাদ দিসি। যতোটা সম্ভব কম ক্যামিক্যাল যুক্তি খাবার খেতে চেস্টা করি।
আসুন দেখি কিভাবে কোমল পানিও পরিবেশন করা হয়। ক্যান বা বোতল কারখানা থেকে আসে সরাসরি দোকানে জনগন কিনে পান করেন। কিন্তু রেস্টুরেন্টে সোডা ফাউন্টেন থেকে গ্লাসে করে পরিবেশন করা হয়। যদিও অনেকে ক্যান/বোতল পছন্দ করে কারন ফাউন্টেনের কোলা আর ক্যানের মাঝে স্বাদে বেশ পার্থক্য আছে।
রেস্টুরেন্টে সোডা ফাউন্টেন মেশ্যিনে ঘন দ্রবন আসে কারখানা থেকে। ১০ বা ১৯ লিটারের ঘন দ্রবনের প্যাকেট থেকে দ্রবনের সাথে সাথে কার্বন ড্রাই অক্সাইড( Co2) +পানি মিশিয়ে গ্লাসে পরিবেশন করা হয়।
১ গ্লাস কোকাকোলা = ১ ভাগ ঘন মিশ্রনের সাথে ৫ ভাগ সোডা পানি।
নিচের ভিডিওতে দেখুন কোকাকোলার বোতলজাত করার কারখানা।
কোকাকোলা সিক্রেট রেসিপি। কোকাকোলার বোতলে লেখা থাকে প্রাকৃতিক ফ্লেবার যেটার আসল রেসিপি কোকাকোলার কয়েকজন ছাড়া অন্য কেউই জানেনা। এই রেসিপি প্যাটেন্ট করেনি কারন তাতে একটা সময় পরে এটা জনগনের জন্য উন্মুক্ত করে দিতে হবে।
কোমল পানীয়তে বিভিন্ন ক্যামিক্যালের সাথে থাকে প্রচুর চিনি। যেটা আমাদের সাধারন খাবারে পাবেন না। এমনকি এক গ্লাস সরবতেও আপনি অত বেশি চিনি যোগ করবেন না।
নিচের ছবিতে দেখুন প্রতিটা বোতলে কি পরিমান চিনি আছে যেটা অনেকে প্রতিদিনই কয়েক বোতল করে পান করছে।
১৯০০ এর আগে চিনি এতো সহজ লভ্য ছিলো না, চিনি যত বেশি মানুষের কাছে সহজলভ্য হয়েছে তত বেশি মানুষের ওজন বৃদ্ধি, ডায়াবেটিকস, হৃদরোগের হার বেড়েছে।
https://www.weforum.org/agenda/2016/02/is-sugar-really-that-bad-for-you
তাই আসুন নিজের স্বাস্থের জন্য সকল কোমল পানিও বয়কট করি। হুজুগে পরে কোকাকোলা বয়কট করে অন্য কোলা পান করে আমরা শুধুই অন্য কম্পানির মার্কেটিং স্ট্রাটিজির সফল বানিয়ে অন্যদের ব্যবসা বাড়াচ্ছি মাত্র।
১৫ ই জুন, ২০২৪ বিকাল ৫:৩৬
নতুন বলেছেন: নিয়ন্ত্রনে রাখতে পারলে ভালো। বাদ দিতে পারলে আরো ভালো।
২| ১৫ ই জুন, ২০২৪ রাত ৮:৪৪
কামাল১৮ বলেছেন: আগে ডায়েট পেপসি খেতাম।তিন বছর হয় সেটাও বাদ দিয়েছি।
১৭ ই জুন, ২০২৪ সকাল ১১:২৯
নতুন বলেছেন: ভালো, বয়স হয়েছে এখন অনেকটাই বুঝে শুনে খেতে হবে।
আমিও সর্করা জাতীয় খাবার কমিয়ে দিয়েছি।
বেশি ক্যামিক্যাল জাতীয় খাবার এড়িয়ে চলি।
৩| ১৫ ই জুন, ২০২৪ রাত ৯:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
সামাজিক মাধ্যমে মূলত ইসরাইলি পণ্য বর্জনের ডাক দেওয়া হচ্ছিল। ইসরাইলে আগ্রাসনের কারণে।
কিন্তু আগ্রাসনের মূল হোতা আমেরিকার বিরুদ্ধে কেউ কথা বলে না। চীনের বিরুদ্ধেও বলে না। চীনের উইঘরে নির্যাতন অনেক ভয়াবহ ছিল গণহত্যা ও ছিল। কিন্তু কোথাও কোনো প্রতিবাদ নেই।
বিদেশে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কম বেশি ব্যাপক প্রতিবাদ হচ্ছে কিন্তু বাংলাদেশে কেউ কিছু করছে না। শুনেছিলাম বিরোধী ছাত্র নেতাদের নাকি বেতন দেয় ইসরাইল।
১৭ ই জুন, ২০২৪ সকাল ১১:৩৯
নতুন বলেছেন: হাসান ভাই আপনি ও শুনা কথায় কান দেন?
আপনি মাঝে মাঝে পাড়ার মোড়ের চা বিক্রেতা চাচার মতন কথা বলেন ।
যেমন সব নাস্তিকরা ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়
৪| ১৬ ই জুন, ২০২৪ রাত ১০:০২
ঢাবিয়ান বলেছেন: মার্কেটিং কৌশল যদি হয় দেশী কোম্পানীর , তবে আমি তার পক্ষে। মোজো বাংলাদেশী কোম্পানি। সকল প্রকার দেশীয় পন্য প্রমোট করা উচিত ।
হা_কা বলেছেন শুনেছিলাম বিরোধী ছাত্র নেতাদের নাকি বেতন দেয় ইসরাইল
১৭ ই জুন, ২০২৪ সকাল ১১:৪৪
নতুন বলেছেন: হাকা ভাই তো ভবিষ্যতের আয়ামী তথ্য মন্ত্রী
দেশের মর্দে মুমিনেরা ৫ ওয়াক্ত নামাজ পড়বেনা। কিন্তু কোকাকোলা বর্জনে ফেসবুকে ঠিকই অন্যকে গালীদেবে ইসরাইলের দালাল বলে..
দেশী পন্যের পক্ষে প্রচারনা খারাপ না। তবে জনগন কোকাকোলা বর্জনকে ধর্মীয় দায়িত্ব মনে করছে দেখে মজা লাগছে। বিভিন্ন পোস্টে কতশত আলোচনা। কত বিশ্লেষন কোকাকোলা নিয়ে। আর ভিন্ন মতের কারনে যাকে চিনি না জানিনা তাকে সবাই মিলে গালাগালী ।
বিনেদনের জন্য মাঝে মাঝে ফেসবুকের কমেন্ট পড়তে যাই আমি।
১৭ ই জুন, ২০২৪ সকাল ১১:৫৯
নতুন বলেছেন: আরেকটা বিষয় হইলো।
ফেসবুক প্রতি ইউজার থেকে প্রায় ৪০ ডলার আয় করে। অর্থ ৪৭০০ টাকা এই সব কোকাকোলা বয়কটেরা ইয়াহুদী মালিকানার ফেসবুকে আয় করতে সাহাজ্য করতেছে।
প্রতিটা বয়কটওয়ালী যদি প্রতিদিন একটা করে কোক খাইতো তবে ১৬৫০০ টাকার পন্য ২৫% লাভ কোকাকোলা কম্পানীর পকেটে গেলেও ৪১০০ টাকা যাইতে।
তার অর্থ হইলো এই কোকাকোলা বর্জনের ফেসবুক পোস্টে ইয়াহুদী মালিকানার ফেসবুকে আয় আরো বাড়তেছে।
৫| ০১ লা জুলাই, ২০২৪ দুপুর ২:২০
এম ডি মুসা বলেছেন: আপনার পোস্ট দেখছি। তবে ধর্মীয় ভাবে আমি আস্তিক এত কোনো সন্দেহ নাই। তবে কুসংস্কার বিরাধী। কোর আন এবং নবীর আদর্শকে সম্মান করি । কিন্তু যা হচ্ছে ভণ্ড হুজুর দের ধর্ম ব্যবসায়ী দের আমি পছন্দ করি না।
পানি জাতীয় এগুলো আসলে কতটুকু স্বাস্থের উপকার করে জানতাম না......। আপনি তো সবচেয়ে পুরান ব্লগে
নতুন পুরানে হলো কবে
কত নতুন আসছে তবে,
বটবৃক্ষের মতন দেখি,
পুরান নতুন হলো সেকি?
০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৬
নতুন বলেছেন: বর্তমানে দেশের মানুষের মাঝে ভন্ডামী বেশী।
দেখবেন আপনার চারপাশেই অনেকেই কোকাকোলা বর্জন করছে কারন ইহুদীরা ফিলিস্তিনে মুসলমানদের হত্যা করছে।
কিন্তু তিনি নিজেই ৫ ওয়াক্ত নামাজ আদায় করছেন না, দূনিতি করছেন, সুদ খাচ্ছেন.... আরো অনেক কাজে লিপ্ত যেগুলি ধর্মের আদর্শের সাথে যায় না।
আপনি আস্তিক কিন্তু কুসংস্কার বিরোধী এটা একটু খারাপ টাইপের ধার্মিকতা। আপনি প্রচলিত অনেক ধর্মবিশ্বাসকে প্রশ্ন করে থাকেন? না কি ধর্মের নামে চলমান সকল বিষয় মেনে নেন?
৬| ০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:২৩
এম ডি মুসা বলেছেন: কুসংস্কার কখনো সঠিক হতে পারে না সেটা ধর্মের আপনি যাচাই করেন । দেখবেন সব ভুয়া । ভণ্ডামি কারণে ইসলামের দাম নেই এই কুসংস্কার ভণ্ডরাই পালন করে । আমি ইসরাইলের পণ্য বয়কট করছি। সেটা আমার ব্যক্তিগত আমি প্রতিদিন ইসরাইল ফিলিস্তিন খরব দেখি । এলকার ভণ্ড মোল।লার বিরুদ্ধে আমি অবস্থান করেছি। কোরআন যে কথা আছে সেকথা যারা হাইড করে তাদের বিরুদ্ধে
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২৪ বিকাল ৫:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- খুবে কোমলপানিয় পান করি না আমি। আবার একেবারেই পান করি না তাও না। বয়কট করার দলে আমি আবশ্য নাই।