নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
কাভা ভাই বন্যার্তদের উদ্ধারে কাজ করছেন এবং উনি ব্লগে প্রবেশ করতে পারছেন না।
উনার সামু ফেসবুক গ্রুপে করা পোস্টটি নিচে কপি করলাম।
+৮৮০১৭০৭০০৮২১৭ উনার সাথে যোগাযোগের নম্বার। {বিকাশ}
আমরা স্থানীয় পর্যায়ে খবর নিয়ে যা জানতে পারলাম, ফেনীর বিভিন্ন অঞ্চলে এখনও অনেক মানুষ আটকে পড়ে আছে। পানিবন্দীদের উদ্ধার করতে বিভিন্ন টিম কাজ করছে।
আমরা একটি টিম নিয়ে ফেনী সংলগ্ন এলাকায় পৌছানোর চেষ্টা করব আগামীকাল।
ইতিমধ্যে যারা ত্রান নিয়েছেন তারা সবাই শুকনো খাবার পর্যাপ্ত ভাবে নিয়েছেন, সেখানে রান্নাও হচ্ছে। আমরা প্রায়োরিটি দিচ্ছি:
১। আটকে পড়াদের উদ্ধারের বিষয়টিকে। কারণ মানুষ না বাচলে আমরা ত্রান কাকে দিবো। প্রচুর মানুষ এখনও পানিবন্দী।
২। আমরা প্রাথমিকভাবে বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট, স্যালাইন, দড়ি এবং টর্চ লাইটের গুরুত্ব দিচ্ছি।
৩। উদ্ধারকারী দল এবং আটকে পড়াদের উদ্ধার করতে আমরা প্রয়োজনীয় জিনিস পত্র সংগ্রহ করছি, যেমন বয়া, দড়ি, লাইফ জ্যাকেট, ইত্যাদি।
৪। আমরা আগামীকাল সকাল নাগাদ রওনা হবার চেষ্টা করছি। কিন্তু পিকাপের সমস্যা। মেইন রুটে পানি ও জ্যাম থাকায় বিকল্প পথে অনেকেই যেতে চাইছে না। এর সাথে ভাড়ার ইস্যু প্রকট।
৫। আমি ২০০০ বোতল পানি, ২০ টা লাইফ জ্যাকেট এর
ব্যবস্থা করেছি। যদি কেউ পানি বা কোন প্রয়োজনীয় সামগ্রী আমাদের মাধ্যমে পাঠাতে চান তাহলে দ্রুত আমাকে জানান অথবা +৮৮০১৭০৭০০৮২১৭ নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। এটা আমার বিকাশ নাম্বার। যদি কেউ কোন সাহায পাঠান, এই পোস্ট এবং আমাকে ম্যাসেজ করে লিখবেন - সামু ব্লগার।
৬। আমরা কিছু ফান্ড রেডী করেছি। সেই অনুসারে আমরা কাজ করছি। ব্লগাররা যদি এই উদোগে যুক্ত হতে চান, তাহলে আমাকে জানান। হাতে খুবই সময় কম থাকায় এই ব্যাপারে হঠাৎ সিদ্ধান্ত নিতে হয়েছে। ফান্ড রাইজের কেউ দায়িত্ব নিলে আমি কিছুটা চাপমুক্ত হব।
৭ যদি কেউ আমার সাথে যেতে চায় তিনি আমাকে জানাবেন। সাতার না কাউকে আমরা যেতে উতসাহ দিচ্ছি না।
৮। আমার এই পোস্টটিকে কেউ ব্লগে পোস্ট করুন। আমি এই মুহুর্তে ব্লগে ঢুক্তে পারছি না।
২| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৩৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: খুব সচেতনতার সাথে থাকতে হবে সবসময়।
যারা বন্যার্তদের উদ্ধার করবেন। তাদেরকে এমন অঞ্চলের দিকে যাওয়ার অনুরোধ করছি, যে অঞ্চলের খবর নেওয়া সম্ভব হচ্ছে না। যে গ্রামগুলো যোগাযোগ বিচ্ছিন্ন ।
আশপাশের উদ্ধার কেন্দ্রগুলো থেকে দূরের গ্রামগুলোর সংবাদ জেনে এগুবেন। যদি এমন হয়, ঐ গ্রামের কোন সংবাদ আশপাশের উদ্ধার কেন্দ্রগুলোতে নেই, তাহলে দ্রুত সেই গ্রামের দিকে এগুবেন। দীর্ঘ সময় ধরে কারেন্ট না থাকায় ইন্টারনেট সেবা বন্ধ হওয়ায় ও মোবাইলের চার্জ ফুরিয়ে মোবাইল বন্ধ হওয়ার অনেক গ্রাম ও পরিবারের সাথে যোগাযোগ সম্ভব হচ্ছে না।
অর্থ সংগ্রহ তথা তাহবিল সংগ্রহের দিকে মনোযোগ দেওয়া। বন্যার পানি নেমে যাওয়ার পরপরই আক্রান্ত এলাকায় মেডিকেল সেবা ও খাদ্যের ব্যবস্থা করার পাশাপাশি ধংস হয়ে যাওয়া ঘরবাড়ি মেরামতের দিকে খুব বেশি মনোযোগ দিতে হবে। সেই উদ্দেশ্য সামনে রেখে আমাদের উচিৎ উদ্ধারকার্যের পাশাপাশি তাহবিল সংগ্রহের দিকে মনোযোগী হওয়া।
৩| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৪৩
তানজীল ইসলাম বলেছেন: মডু'স বন্যা সংক্রান্ত একটা পোষ্ট স্টিকি করা হোক
৪| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ১০:১২
অস্বাধীন মানুষ বলেছেন: ভালো উদ্যোগ।
৫| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৩৪
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য এখানে। আমি ফেইসবুক গ্রুপে দেখেছি পোষ্টটি।
৬| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৬
সোহানী বলেছেন: ধন্যবাদ নতুন। আমি সামান্য কিছু পাঠিয়েছি জাদিদের এ্যাকাউন্টে।
৭| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:২০
জুন বলেছেন: বরাবরের মতই সামুর এই উদ্যোগকে সাধুবাদ জানাই নতুন । এসবের সাথে সাপে কাটাদের চিকিৎসার জন্য এন্টিভেনম বা ভ্যাক্সিন নিতে পারলে ভালো । বন্যায় সাপও তো এসে উচু জায়গায় আশ্রয় নেয়। রাসেল ভাইপারের উৎপাত ও তো বেড়েছে।
৮| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:১১
খায়রুল আহসান বলেছেন: যাত্রা শুভ হোক, কর্ম সফল হোক!
শুভকামনা.....
৯| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৬
নতুন নকিব বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ। উদ্যোগ সফল হোক।
১০| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৯
কিরকুট বলেছেন: এই ব্লগে আপনাকেই দেখলাম প্রাসঙ্গিক কিছু করতে এবং ভাবতে । বাকি যারা আছেন সব বেহুদা পার্টির সদস্য ।
১১| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৮
শায়মা বলেছেন: অনেক ভালোবাসা আমারও মনে হয় খাবার দাবারের সাথে ওষুধও অনেক প্রয়োজন।
১২| ২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
মিরোরডডল বলেছেন:
নতুন, পোস্টে উল্লেখিত নম্বরে জাদিদের সাথে যোগাযোগ করা যাবে?
২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১২
নতুন বলেছেন: জি,
১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৫
এম ডি মুসা বলেছেন: ভাই ধন্যবাদ
১৪| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭
এসো চিন্তা করি বলেছেন: আমি নতুন আমাকে সাপোর্ট করবেন ভাই
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৬
মনিরা সুলতানা বলেছেন: দোয়া ও শুভ কামনা।