নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

মিশরের ঝটিকা সফর ২০২৪ _ প্রস্তুতি পর্ব

২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৭

দুনিয়াতে অনেকের কাছেই টাকা-পয়সা হাতে ময়লা। দুবাইয়ে থাকার সুবাদে সত্যিই অনেক মানুষকে দেখছি যারা এত টাকা খরচের রাস্তা খুঁজে পাচ্ছে না। এ কারণেই লুই ভিতন ২০ লক্ষ টাকার টেডি বিয়ার বিক্রি করে, আর মানুষ সেটা কিনে প্রিয়জনকে উপহার দেয় :)


তবে টাকা না থাকলে কি স্বপ্ন আর ইচ্ছা থেমে থাকবে? হঠাৎ করে Wizzair-এর মিশর ফ্লাইটের টিকিটের দাম দেখে মিশরের পিরামিড দেখার ইচ্ছাটা আর দমাতে পারলাম না। যদিও Wizzair বাজেট এয়ারলাইন্স, কিন্তু যেখানে ভালো বিমানে ১৭০০+ দিরহাম (প্রায় ৫৬ হাজার টাকা) লাগে একজনের জন্য, সেখানে ৩ জনের টিকিট ১৭৫২ দিরহামে পেয়ে টিকিট কেটে ফেললাম। ভেবেছি ৪ ঘণ্টার কষ্ট মেনে নেওয়া যায়।

এই বছর দেশে যেতে পারিনি কারণ পাসপোর্ট রিনিউ করতে ৩ মাস লেগে গেল। শুনেছি দেশে মাত্র ৫টা এমআরপি পাসপোর্ট প্রিন্টিং মেশিন আছে, তার মধ্যে ৪টাই নষ্ট।

যাদের আরব আমিরাতের রেসিডেন্সি ভিসা আছে, তারা মিশরে অন-অ্যারাইভাল ভিসা পায়। রাসেল ভাই, আমার ট্রাভেল এজেন্ট বন্ধুও নিশ্চিত করলেন যে তার এক বন্ধু সম্প্রতি মিশর ঘুরে এসেছেন।

বিদেশ ভ্রমণের বড় দুই খরচ হলো ফ্লাইট এবং হোটেল। Wizzair থেকে সস্তায় টিকিট পাওয়ার পর, Booking.com-এ হোটেল খুঁজে পেলাম। যেহেতু আমি পাঁচ তারকা হোটেলে কাজ করি, তাই আমি নিজে বিলাসী হোটেলে টাকা খরচ করতে পারি না। ৬৬২ দিরহামের (প্রায় ২২ হাজার টাকা) মধ্যে ৪ রাতের জন্য ৩ বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট পেলাম।
এপাটমেন্ট হোটেলের রুম থেকে নীল নদের ভিউ।

অ্যাপার্টমেন্ট থেকে নীল নদ দেখার সুযোগ হবে। আমাদের ফ্লাইট সকাল ৬:৫০-এ, তাই মাঝরাতে দুবাই থেকে রওনা দিতে হবে। আমরা ৬ জন, আর ট্যাক্সির ভাড়া প্রায় ৩৫০–৪০০ দিরহাম (১১–১২ হাজার টাকা)। তাই ঠিক করেছি, গাড়ি চালিয়ে এক বন্ধুর বাসায় রেখে দেব।


ভ্রমনের তথ্যের জন্য নিচের সাইট গুলি কাজে লাগবে।
বাজেট এয়ারলাইনস: https://wizzair.com
হোটেল বুকিং: https://booking.com
বাস টিকিট: https://bluebus.com.eg
ট্রেন টিকিট: https://www.enr.gov.eg/En
বুক করা অ্যাপার্টমেন্ট: Click This Link

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫০

জুন বলেছেন: মিশরে কই যাইতাছেন জানি না, তবে বাহারিয়া ডেজার্ট সাফারিটা কইরেন যদি পারেন। অনাবদ্য এক অভিজ্ঞতা নুতন। তবে এখন কি ইজিপ্টে শীত?

২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৫

নতুন বলেছেন: কায়রো যাবো, ৪ দিনের প্লান।

হোয়াইট রক ডেজার্টের ভিডিও দেখেছি। ভীন গ্রহের মতন। কিন্তু কায়রো থেকে যেতে সম্ভবত অনেক সময় লা্গে।

আমরা কায়রো এবং লুক্সোর যাবার পরিক্ল্পনা করছি।

২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯

নতুন বলেছেন: মোট ৪ দিনে মিসরে।

কায়রোতে পিরামিড, মিউজিয়াম, আর লোকাল খাবার, বাজার,

১ দিন লুক্সরে র্কানাক, লুক্সর মন্দির, ভ্যালী অফ দি কিং, হাটহে্পটাস ঘুরার ইচ্ছা আছে।

২| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১২

মেহবুবা বলেছেন: এটা আবার কেমন মিশর বেড়ানো পোস্ট! ট্রাভেল এজেন্সির মত নানান হিসাব

২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৬

নতুন বলেছেন: এটা প্রস্তুতি পর্ব, অভিঙ্গদের কাছ থেকে টিপস পাবার জন্য।

আর যারা যেতে চায় তাদের জন্য হিসাব এবং লিংক যাতে তারাও পরিকল্পনা করতে পারে।

৩| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৬

মিরোরডডল বলেছেন:





হোটেল বুকিং এ নতুনের স্পেশ্যাল ডিসকাউন্ট পাওয়ার কথা।
রুম থেকে ভিউটা সুন্দর।
হ্যাভ এ নাইস ট্রিপ।


২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৮

নতুন বলেছেন: কথায় আছে গোয়ালা নিজের গরুর দুধ খায় না।

তেমনি আমিও ৫ তারা হোটেলে টাকা খরচা করতে পারিনা। তাই ৩ বেড রুমের এপাটমেন্ট নিয়েছি। নীল নদের পাড়ে, রান্না ঘর সহ সব কিছু আছে,

আমরা ২ পরিবার যাবো তাই ডানাও বরিং ফিল করবেনা।

৩ বেলা খাবার আশে পাশের হোটেলেই খাবো।

৪| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৯

জুন বলেছেন: আরেকটু বেশি সময় নিয়ে আবু সিম্বল আর ফিলাই টেম্পলটা দেখেন, ভালো লাগবে। লুক্সর একদিনেই দেখা সম্ভব। নাইল ক্রুজটা করেন নতুন, ওরাই প্ল্যান করে সব দেখাবে। আমার মনে হয় আরেকবার যাই :)

২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৪

নতুন বলেছেন: প্রথমে ৬ দিনের জন্য প্লান করেছিলাম। টিকিট করার সময় ৪ রাতের জন্য করে ফেলেছি।

এখন মনে হচ্ছে সময় কমই হয়ে গেলো। :(

আমার ইজিপসিয়ান কলিগ বলেছে যে লুক্সর গিয়ে সারা দিনের জন্য একটা মাইক্রবাস নিয়ে নিতে, সেই ড্রাইভার কে নিয়েই সব জায়গায় ঘুরে দেখা যাবে।

নাইল ডিনার ক্রুজ করবো। যদিও অনেকটা দুবাইয়ের ডিনার ক্রুজের মতন।

৫| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৫

মেহবুবা বলেছেন: অ:ট: তোমার পোস্টের পরে ১১.৩৪ মিনিটের পোস্ট আমার কেন দেখতে পাচ্ছি না প্রথম পাতায়? প্রথম পাতায় ক্লিক করে দিশেছি।কত কষ্ট করে লিকেছি!!!!

২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৮

নতুন বলেছেন: আপু মনে হয় আপনি

নিচের অপসন টিক দিন নি।

পোস্টটি প্রকাশিত হবে
প্রথম পাতা

৬| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৩

মেহবুবা বলেছেন:

২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪৮

নতুন বলেছেন: ঠিক আছে তো। কাভা ভাইকে একটা ম্যাসেজ দিন প্লিজ।

৭| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভ্রমণ সুন্দর হউক। পরবর্তীতে ছবি পাবো অবশ্যই ।

২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৯

নতুন বলেছেন: অবশ্যই অনেক ছবি তুলতে চেস্টা করবো।

তবে ক্যামেরা নেব কিনা ভাবছি। নাকি ফোনেই তুলবো। ২টা ফোন নিয়ে যাবো তাই ক্যামেরা টানার ঝামেলা করতে চাইছি না। বর্তমানে ফোনেও বেশ ভালো ছবি উঠে।

৮| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভ্রমন বিষয়ক লেখা আমার পছন্দ। লেখা চলতে থাক।

২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৯

নতুন বলেছেন: চেস্টা করবো লিখতে।

৯| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: লেটেস্ট ফোন হলে ভালো ছবি আসবে

আমিও এখন ক্যামেরা দিয়ে ছবি তুলি না। এস আল্ট্রা ২৪ দিয়ে তুলি। ডিএসএলআর টানা কষ্ট

২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩১

নতুন বলেছেন: জী এখন ব্লগে দেবার জন্য ছবি ফোনের হলেই চলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.