নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

স্বর্ণের রাজত্ব, ডলারের দূর্বল ভাব — বিশ্ববাজারের অজানা প্রেমকাহিনি

১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:২১


স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চে সামনে কী অপেক্ষা করছে?স্বর্ণ এখন যেন তার নিজের রাজত্ব ঘোষণা করে ফেলেছে!
যেদিকে তাকাই, খবরের স্ক্রল “স্বর্ণের দাম আবারও নতুন রেকর্ড!”
কেউ বলে, এটা সোনা কিনে রাখলে নিরাপদ ; কেউ বলে, “ভাই, বাজার পাগল হয়ে গেছে!”

কিন্তু আসল কথা হলো — স্বর্ণ কখনও সস্তা আবেগে ওঠে না, ওঠে ভয় আর অনিশ্চয়তায়।
যখন বিনিয়োগকারীর বুকের ভেতরটা কাঁপে, তখনই সে সোনার দিকে দৌড়ায়।
এখনও তাই — রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনা, ডলারের দুর্বলতা — সব মিলিয়ে মানুষ ভাবছে, “সোনা থাকলে অন্তত শান্তিতে ঘুমাবো।”

সামনে কী আছে?

একটা শব্দে বলতে গেলে, ২০২৬-২০২৭ আমাদের জন্য অপেক্ষা করছে অস্থিরতা ।
যত দিন দুনিয়ায় ভয় আছে, তত দিন সোনার দাম নেমে আসবে না।
অতএব, এখন যে সোনা কিনছে, সে ভয় কিনছে — আর ভয়টা যত গভীর, লাভটাও তত মিষ্টি।

স্বর্ণের দাম কি ৩০-৪০% কমে যাবে?

তবে বাজারে একটা নিয়ম আছে "যা ওপরে যায়, সেটা নিচেও আসে"
তবে পতন যদি হয়ও, সেটা ১০-১৫% রেঞ্জে সীমাবদ্ধ থাকার সম্ভাবনাই বেশি।
৩০-৪০% ধস আসতে গেলে, বৈশ্বিক অর্থনীতিকে যেন ‘রোলার কোস্টার’ থেকে নামতে হবে।

তাই এখনকার দামে সোনা কিনলে ভয় নেই, কিন্তু ভেবে কিনুন এটা শেয়ার মার্কেট না যে কাল সকালে দ্বিগুণ হবে।
সোনা ধীরে ধীরে গরম হয়, কিন্তু একবার গরম হলে ঠাণ্ডা হতে অনেক সময় লাগে। অবশ্য আমার হিসেবে সোনার দাম ৫০০০$ এর দিকেই যাবে, হয়তো সাময়ীক ভাবে দাম কমবে কিন্তু এটা বাড়তেই থাকবে। তাই যারা স্বর্নে বিনিয়োগ করেছেন তারা ধরে রাখুন। তবে এখন সম্ভবত কেনা কমানো উচিত।

এখন কি বিনিয়োগের ভালো সময়?
যেটাতে বিনিয়োগ করবেন সেটা সম্পর্কে জানতে হবে। না যেনে বিনিয়োগ করা বোকামি।
সত্যি বলতে, “ভালো সময়” বলে কিছু নেই। বুঝে করতে পারলে সব সময়ই ভালো সময়। কিন্তু হুজুগে বিনিয়োগ করতে নাই। লং টার্ম বিনিয়োগের জন্য অল্প করে প্রতি মাসে বিনিয়োগ করা যেতে পারে। কিন্তু যখন

এখন যারা স্বর্ণ কিনছে, তারা বাজারের ট্রেন্ড না, বরং *অর্থনৈতিক মনোভাব* দেখছে।
সুদের হার নিচের দিকে, ডলার দুর্বল, মুদ্রাস্ফীতি টনটনে —
এই তিনে মিলে স্বর্ণ এখন একদম প্রাকৃতিকভাবে উর্বর বিনিয়োগ।

তবে সব ডিম এক ঝাকায় রাখা যাবেনা। টাকাটা একসাথে ঢালবেন না।
বাজার যদি গরম, আপনি ঠাণ্ডা থাকুন; বাজার যদি ঠাণ্ডা, আপনি একটু গরম হন।
স্মার্ট বিনিয়োগ মানে টাইমিং নয়, **ডিসিপ্লিন**। আবেগ নয় বিবেক দিয়ে বিনিয়োগ করতে হবে। যখন ট্রাম্প মামা বিশ্ব যুড়ে ট্রারিফ দিলো, তখন আমার পোর্টফলিও ১০% নিচে নেমে গিয়েছিলো, বর্তমানে সেটা ৩০% উপরে চলে এসছে। অবশ্য কয়েকদিন আগে আাবার হুমকি দেওয়াতে আমার ৬০০$ লাভ কমে গেছে। তবে আমি এই স্টক আরো ৫ বছর ধরে রাখবো তাই এখন দাম কমলেই আরো কিনবো।

চীন কেন স্বর্ণ কিনছে?

চীনের অর্থনীতি এখন একধরনের নতুন আইডিয়া নিয়ে চলছে। “আমার টাকা আমার ঘরে রাখব, কারও ভরসায় নয়।”
তারা বিশাল পরিমাণ স্বর্ণ কিনছে, কারণ ডলারকে তারা দূর্বল করার চেস্টা করছে।

চীন জানে, বিশ্বব্যবস্থা বদলাচ্ছে।
যত বেশি স্বর্ণ মজুদ থাকবে, তত বেশি শক্তিশালী হবে তাদের মুদ্রা ইউয়ান।
আর তারা হয়তো ভবিষ্যতের জন্য এমন এক সিস্টেম তৈরি করছে, যেখানে ট্রেড আর ডলারে হবে না হবে সোনার ব্যাকআপে।

সোজা কথা, চীন এখন ডলারের চোখে চোখ রেখে বলছে,
“তুমি যতই পুরনো হিরো হও না কেন, আমাদের সিনেমায় তোমাকে আর কাস্ট করা হচ্ছে না।”

আমার সামনের ট্রেডিং পরিকল্পনা। প্রতিমাসে ১০০-২০০$ করে অল্প করে একটা একটা করে বিনিয়োগ করবো। যা থেকে আশা করি ৫ বা ১০ বছর শেষে একটা ভালো এমাউন্ট জমা হবে।

১) Vanguard Total Stock Market ETF (VTI) – Broad U.S. market exposure, long-term growth.
২) SPDR S&P 500 ETF (SPY) – Tracks S&P 500; blue-chip stability.
৩) iShares Gold Trust (IAU) – Physical gold exposure; hedge against inflation & market downturns.
৪) Invesco QQQ Trust (QQQ) – Focus on Nasdaq 100; tech-heavy for growth.
৫) Global X Robotics & AI ETF (BOTZ) – AI and robotics sector growth potential.
৬) Apple (AAPL)– Tech leader with strong recurring revenue and ecosystem.
৭) Microsoft (MSFT)– Cloud computing and AI-driven growth.
৮) Amazon (AMZN) – E-commerce and AWS cloud growth.
৯) Nvidia (NVDA)– AI chips and gaming, strong future potential.
১০) Johnson & Johnson (JNJ)– Healthcare giant, stable dividends, recession-resilient.

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩১

সৈয়দ কুতুব বলেছেন: রওশদ এরশাদের একবার তিনশ ভরি সোনার হিসাব পাওয়া গিয়েছিলো। ভাবেন তিনি এখন কত বড়োলক্স!

১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৬

নতুন বলেছেন: ৩০০ ভরি সনাতন সোনাতে বর্তমানের আজকের বাজারে দাম হবে 34,261,788.টাকা ।

তিনি অনেক বড়লোক্স।

আর সেই সময় তো তিনি পুরাটাই গিফট পাইছিলো, টেকা দিয়ো তো আর কিনে নাই।

তাই পুরা ৩.৪ কোটি টাকা লাভ।

আরেকটা মজার জিনিস আছে ৩০০ ভরি সনাতন সোনাতে বর্তমানে ২২ ক্যেরেটের হিসেবে ১৯০ ভরির দাম পাবে।

২| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:
চীনের অর্থনীতি এখন একধরনের নতুন আইডিয়া নিয়ে চলছে। “আমার টাকা আমার ঘরে রাখব, কারও ভরসায় নয়।”
ইহা কি সঠিক কারন? চীনে সাধারণ মানুষের যে সমস্ত মাধ্যমে গুলোতে বিনিয়োগ করে বিনিময়ে তার লভ্যাংশ বা রিটার্ন খুবই কম। স্বর্ন কিছুটা তার ব্যতিক্রম, রিটার্ন তুলনামূলক ভাবে কিছুটা বেশি পাশাপাশি বিনিয়োগের আস্থার মাধ্যমে। তাই সাধারণ জনগন গোল্ডে বেশি বিনিয়োগ করছে। তবে মার্কেট অস্বাভাবিক "বুলিশ ট্রেন্ড" দীর্ঘমেয়াদে ভালো কোন লক্ষন নয়!

৩| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৭

কামাল১৮ বলেছেন: চিন ভারত রাশিয়া ডলারের ব্যবহার কমিয়ে দিয়েছে।চিনের হাতে প্রচুর ডালার ছিলো।নিরাপত্তার কথা ভেবে সেটা বাজারে ছেড়ে দিয়ে নিজস্ব মুদ্রায় রিজার্ভ বাড়িয়েছে।যাতে করে ইয়েন শক্তিশালী হয়।যুদ্ধের অশংকা করে স্বর্নের রিজার্ভ গড়ে তোলছে অনেকে।

৪| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:০২

শ্রাবণধারা বলেছেন: আপনার এই পোস্টটা পড়ে যেটা বুঝলাম সেটা হল, আপনি কিছুদিন হলো, ইউএস স্টক এবং গোল্ডে ইনভেস্ট করছেন। লেখাটা আপনার বিনিয়োগগুলো সম্পর্কে নিজেকে আশ্বাস দেওয়া পোস্ট। প্রবোধবাক্যের অনেক কথা অবশ্য এআই দিয়ে লেখা মনে হলো! যেটার জন্য আপনার সবচেয়ে বেশি আশ্বাস প্রয়োজন সেটা, "এখন গোল্ডে ইনভেস্ট করার উপযুক্ত সময়!"

সোনার দাম বাড়ার কারণ বিনিয়োগকারীরা বড় যুদ্ধের আশঙ্কা করছে, ঠিক কথা। কিন্তু ভেবে দেখেছেন কী, এই যুদ্ধের বোমাটা কোথায়, কাদের উপর পড়বে? নেতানিয়াহু যদি ট্রামকে দিয়ে যুদ্ধ বাধানোর ক্ষমতা রাখে, তবে যুদ্ধের আগুনে মধ্যপ্রাচ্যে বসে বেগুন পোড়া দেবেন কিনা, সেটা আপনার বিবেচ্য!

যুদ্ধ শুরু হলে স্বাভাবিকভাবে অন্য স্টকগুলোর দাম কমে আসবে (যুদ্ধবাজ টেক কোম্পানি হয়তো ব্যতিক্রম হবে)। কিন্তু এর মধ্যে প্রেমকাহিনিটা কোথায়, কাহিনি তো শুধু ধ্বংসের!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.