নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

স্বর্ণের রাজত্ব, ডলারের দূর্বল ভাব — বিশ্ববাজারের অজানা প্রেমকাহিনি

১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:২১


স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চে সামনে কী অপেক্ষা করছে?স্বর্ণ এখন যেন তার নিজের রাজত্ব ঘোষণা করে ফেলেছে!
যেদিকে তাকাই, খবরের স্ক্রল “স্বর্ণের দাম আবারও নতুন রেকর্ড!”
কেউ বলে, এটা সোনা কিনে রাখলে নিরাপদ ; কেউ বলে, “ভাই, বাজার পাগল হয়ে গেছে!”

কিন্তু আসল কথা হলো — স্বর্ণ কখনও সস্তা আবেগে ওঠে না, ওঠে ভয় আর অনিশ্চয়তায়।
যখন বিনিয়োগকারীর বুকের ভেতরটা কাঁপে, তখনই সে সোনার দিকে দৌড়ায়।
এখনও তাই — রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনা, ডলারের দুর্বলতা — সব মিলিয়ে মানুষ ভাবছে, “সোনা থাকলে অন্তত শান্তিতে ঘুমাবো।”

সামনে কী আছে?

একটা শব্দে বলতে গেলে, ২০২৬-২০২৭ আমাদের জন্য অপেক্ষা করছে অস্থিরতা ।
যত দিন দুনিয়ায় ভয় আছে, তত দিন সোনার দাম নেমে আসবে না।
অতএব, এখন যে সোনা কিনছে, সে ভয় কিনছে — আর ভয়টা যত গভীর, লাভটাও তত মিষ্টি।

স্বর্ণের দাম কি ৩০-৪০% কমে যাবে?

তবে বাজারে একটা নিয়ম আছে "যা ওপরে যায়, সেটা নিচেও আসে"
তবে পতন যদি হয়ও, সেটা ১০-১৫% রেঞ্জে সীমাবদ্ধ থাকার সম্ভাবনাই বেশি।
৩০-৪০% ধস আসতে গেলে, বৈশ্বিক অর্থনীতিকে যেন ‘রোলার কোস্টার’ থেকে নামতে হবে।

তাই এখনকার দামে সোনা কিনলে ভয় নেই, কিন্তু ভেবে কিনুন এটা শেয়ার মার্কেট না যে কাল সকালে দ্বিগুণ হবে।
সোনা ধীরে ধীরে গরম হয়, কিন্তু একবার গরম হলে ঠাণ্ডা হতে অনেক সময় লাগে। অবশ্য আমার হিসেবে সোনার দাম ৫০০০$ এর দিকেই যাবে, হয়তো সাময়ীক ভাবে দাম কমবে কিন্তু এটা বাড়তেই থাকবে। তাই যারা স্বর্নে বিনিয়োগ করেছেন তারা ধরে রাখুন। তবে এখন সম্ভবত কেনা কমানো উচিত।

এখন কি বিনিয়োগের ভালো সময়?
যেটাতে বিনিয়োগ করবেন সেটা সম্পর্কে জানতে হবে। না যেনে বিনিয়োগ করা বোকামি।
সত্যি বলতে, “ভালো সময়” বলে কিছু নেই। বুঝে করতে পারলে সব সময়ই ভালো সময়। কিন্তু হুজুগে বিনিয়োগ করতে নাই। লং টার্ম বিনিয়োগের জন্য অল্প করে প্রতি মাসে বিনিয়োগ করা যেতে পারে। কিন্তু যখন

এখন যারা স্বর্ণ কিনছে, তারা বাজারের ট্রেন্ড না, বরং *অর্থনৈতিক মনোভাব* দেখছে।
সুদের হার নিচের দিকে, ডলার দুর্বল, মুদ্রাস্ফীতি টনটনে —
এই তিনে মিলে স্বর্ণ এখন একদম প্রাকৃতিকভাবে উর্বর বিনিয়োগ।

তবে সব ডিম এক ঝাকায় রাখা যাবেনা। টাকাটা একসাথে ঢালবেন না।
বাজার যদি গরম, আপনি ঠাণ্ডা থাকুন; বাজার যদি ঠাণ্ডা, আপনি একটু গরম হন।
স্মার্ট বিনিয়োগ মানে টাইমিং নয়, **ডিসিপ্লিন**। আবেগ নয় বিবেক দিয়ে বিনিয়োগ করতে হবে। যখন ট্রাম্প মামা বিশ্ব যুড়ে ট্রারিফ দিলো, তখন আমার পোর্টফলিও ১০% নিচে নেমে গিয়েছিলো, বর্তমানে সেটা ৩০% উপরে চলে এসছে। অবশ্য কয়েকদিন আগে আাবার হুমকি দেওয়াতে আমার ৬০০$ লাভ কমে গেছে। তবে আমি এই স্টক আরো ৫ বছর ধরে রাখবো তাই এখন দাম কমলেই আরো কিনবো।

চীন কেন স্বর্ণ কিনছে?

চীনের অর্থনীতি এখন একধরনের নতুন আইডিয়া নিয়ে চলছে। “আমার টাকা আমার ঘরে রাখব, কারও ভরসায় নয়।”
তারা বিশাল পরিমাণ স্বর্ণ কিনছে, কারণ ডলারকে তারা দূর্বল করার চেস্টা করছে।

চীন জানে, বিশ্বব্যবস্থা বদলাচ্ছে।
যত বেশি স্বর্ণ মজুদ থাকবে, তত বেশি শক্তিশালী হবে তাদের মুদ্রা ইউয়ান।
আর তারা হয়তো ভবিষ্যতের জন্য এমন এক সিস্টেম তৈরি করছে, যেখানে ট্রেড আর ডলারে হবে না হবে সোনার ব্যাকআপে।

সোজা কথা, চীন এখন ডলারের চোখে চোখ রেখে বলছে,
“তুমি যতই পুরনো হিরো হও না কেন, আমাদের সিনেমায় তোমাকে আর কাস্ট করা হচ্ছে না।”

আমার সামনের ট্রেডিং পরিকল্পনা। প্রতিমাসে ১০০-২০০$ করে অল্প করে একটা একটা করে বিনিয়োগ করবো। যা থেকে আশা করি ৫ বা ১০ বছর শেষে একটা ভালো এমাউন্ট জমা হবে।

১) Vanguard Total Stock Market ETF (VTI) – Broad U.S. market exposure, long-term growth.
২) SPDR S&P 500 ETF (SPY) – Tracks S&P 500; blue-chip stability.
৩) iShares Gold Trust (IAU) – Physical gold exposure; hedge against inflation & market downturns.
৪) Invesco QQQ Trust (QQQ) – Focus on Nasdaq 100; tech-heavy for growth.
৫) Global X Robotics & AI ETF (BOTZ) – AI and robotics sector growth potential.
৬) Apple (AAPL)– Tech leader with strong recurring revenue and ecosystem.
৭) Microsoft (MSFT)– Cloud computing and AI-driven growth.
৮) Amazon (AMZN) – E-commerce and AWS cloud growth.
৯) Nvidia (NVDA)– AI chips and gaming, strong future potential.
১০) Johnson & Johnson (JNJ)– Healthcare giant, stable dividends, recession-resilient.

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩১

সৈয়দ কুতুব বলেছেন: রওশদ এরশাদের একবার তিনশ ভরি সোনার হিসাব পাওয়া গিয়েছিলো। ভাবেন তিনি এখন কত বড়োলক্স!

১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৬

নতুন বলেছেন: ৩০০ ভরি সনাতন সোনাতে বর্তমানের আজকের বাজারে দাম হবে 34,261,788.টাকা ।

তিনি অনেক বড়লোক্স।

আর সেই সময় তো তিনি পুরাটাই গিফট পাইছিলো, টেকা দিয়ো তো আর কিনে নাই।

তাই পুরা ৩.৪ কোটি টাকা লাভ।

আরেকটা মজার জিনিস আছে ৩০০ ভরি সনাতন সোনাতে বর্তমানে ২২ ক্যেরেটের হিসেবে ১৯০ ভরির দাম পাবে।

২| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:
চীনের অর্থনীতি এখন একধরনের নতুন আইডিয়া নিয়ে চলছে। “আমার টাকা আমার ঘরে রাখব, কারও ভরসায় নয়।”
ইহা কি সঠিক কারন? চীনে সাধারণ মানুষের যে সমস্ত মাধ্যমে গুলোতে বিনিয়োগ করে বিনিময়ে তার লভ্যাংশ বা রিটার্ন খুবই কম। স্বর্ন কিছুটা তার ব্যতিক্রম, রিটার্ন তুলনামূলক ভাবে কিছুটা বেশি পাশাপাশি বিনিয়োগের আস্থার মাধ্যমে। তাই সাধারণ জনগন গোল্ডে বেশি বিনিয়োগ করছে। তবে মার্কেট অস্বাভাবিক "বুলিশ ট্রেন্ড" দীর্ঘমেয়াদে ভালো কোন লক্ষন নয়!

১৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:২২

নতুন বলেছেন: হঠাত করে এমন বুলিশ ট্রন্ড অবশ্যই ভালো না।

চীন ডলারের উপর থেকে নির্ভরতা কমাতে চাইবে তাই স্বর্নের উপরে জোর দিচ্ছে । আরো অনেক দেশের সেন্ট্রালব্যাংক সোনা কিনছে।

আমার মনে হয় মার্কেট অবশ্যই কারেকসনে যাবে, তবে সোনার দাম অত কমবে না।

৩| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৭

কামাল১৮ বলেছেন: চিন ভারত রাশিয়া ডলারের ব্যবহার কমিয়ে দিয়েছে।চিনের হাতে প্রচুর ডালার ছিলো।নিরাপত্তার কথা ভেবে সেটা বাজারে ছেড়ে দিয়ে নিজস্ব মুদ্রায় রিজার্ভ বাড়িয়েছে।যাতে করে ইয়েন শক্তিশালী হয়।যুদ্ধের অশংকা করে স্বর্নের রিজার্ভ গড়ে তোলছে অনেকে।

১৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:২৩

নতুন বলেছেন: সহমত। সঠিক অবসারভেসন।

৪| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:০২

শ্রাবণধারা বলেছেন: আপনার এই পোস্টটা পড়ে যেটা বুঝলাম সেটা হল, আপনি কিছুদিন হলো, ইউএস স্টক এবং গোল্ডে ইনভেস্ট করছেন। লেখাটা আপনার বিনিয়োগগুলো সম্পর্কে নিজেকে আশ্বাস দেওয়া পোস্ট। প্রবোধবাক্যের অনেক কথা অবশ্য এআই দিয়ে লেখা মনে হলো! যেটার জন্য আপনার সবচেয়ে বেশি আশ্বাস প্রয়োজন সেটা, "এখন গোল্ডে ইনভেস্ট করার উপযুক্ত সময়!"

সোনার দাম বাড়ার কারণ বিনিয়োগকারীরা বড় যুদ্ধের আশঙ্কা করছে, ঠিক কথা। কিন্তু ভেবে দেখেছেন কী, এই যুদ্ধের বোমাটা কোথায়, কাদের উপর পড়বে? নেতানিয়াহু যদি ট্রামকে দিয়ে যুদ্ধ বাধানোর ক্ষমতা রাখে, তবে যুদ্ধের আগুনে মধ্যপ্রাচ্যে বসে বেগুন পোড়া দেবেন কিনা, সেটা আপনার বিবেচ্য!

যুদ্ধ শুরু হলে স্বাভাবিকভাবে অন্য স্টকগুলোর দাম কমে আসবে (যুদ্ধবাজ টেক কোম্পানি হয়তো ব্যতিক্রম হবে)। কিন্তু এর মধ্যে প্রেমকাহিনিটা কোথায়, কাহিনি তো শুধু ধ্বংসের!

১৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:২৮

নতুন বলেছেন: শ্রাবণধারা বলেছেন: আপনার এই পোস্টটা পড়ে যেটা বুঝলাম সেটা হল, আপনি কিছুদিন হলো, ইউএস স্টক এবং গোল্ডে ইনভেস্ট করছেন। লেখাটা আপনার বিনিয়োগগুলো সম্পর্কে নিজেকে আশ্বাস দেওয়া পোস্ট। প্রবোধবাক্যের অনেক কথা অবশ্য এআই দিয়ে লেখা মনে হলো! যেটার জন্য আপনার সবচেয়ে বেশি আশ্বাস প্রয়োজন সেটা, "এখন গোল্ডে ইনভেস্ট করার উপযুক্ত সময়!"

আমি বিভিন্ন বাজারে বিনিয়োগ নিয়ে চিন্তা ভাবনা করি, স্বর্ন, ক্রিপ্টো আর এসএনপি ৫০০ এর অস্ভাবিক দামের কারনেই এই ব্লগ লেখা।

আমি স্বর্নে বিনিওয় করিনাই। আমার বিনিয়োগের ২% বর্তমানে IAU এর সেয়ার কেনা আছে যেটাতে ২৭.৪৩% প্রফিটে আছি।

স্বর্নে ট্রেড করে ধরা খাইছি ২৭০০$ । তবে ভালো শেখা হইছে, সেটা কাজে আসবে, আবার ১০০০$ দিয়ে গোল্ড ট্রেড শুরু করবো, চ্যাটজিপিটির প্রো নিয়ে।

১৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৯

নতুন বলেছেন: বর্তমানের লেখাতে এআই ব্যবহার করি। দ্রুত ব্যাকরন, বানান ঠিক করা, এবং একটা কাঠামো তৌরি করতে এআই ভালো কাজের। আপনার কাছে এই লেখাতে কত% এআই দিয়ে লেখা হয়েছে বলে মনে হয়েছে?

৫| ১৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:৫৩

হাইজেনবার্গ ০৬ বলেছেন: গোল্ডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সতর্কতার সাথে নিতে হবে, এটা আবার বাবল হয়া গেলো কিনা কে জানে।তবে ইহা নরমাল না। এক্টা কারেকশান জরুরী হয়া পড়ছে। ৩৫০০ থেকে ৪০০০ তে উঠা নামা করবে। পরে আবার দৌর দিবে ৫০০০ এর দিকে। গোল্ডকে সব সময় সেইফ হেইভন হিসাবে দেখা হয়, ডলার বা পেট্রো ডলারের এগনেস্টে। পে্ট্রো ডলারের আর আগের মতো তেজ নাই, ডলার বাকি এখন। আমেরিকার অর্থনীতি এখন পড়তির দিকে, ৩০/৩৫ ট্রিলিয়নের মত তাদের ডেট। ডলার শেষ মানে আমেরিকা শেষ, তাই সে চাইবে না ডলার পাওয়ারলেস হয়া যাক। বিট কয়েন বিগ রোল প্লে করতে পারে। আপনার পোর্টফোলিও খারাপ না। তবে টেক কোম্পানি গুলির প্রাইস ওভারবট মনে হয়।এনভিডিয়া একলাই নাসডাক কাপাইতাছে,তবে বেশি বেশি হয়া যাইতাছে মনে হয়, কবে যে ফাই্ট্টা যায় হেই ডরই করে B-))

১৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৩

নতুন বলেছেন: ১০০% সহমত।

তবে আমি তো এনভিডিয়া কিনে বসে আছি ৮০০$ হবে বলে। B-))

এনভিডিয়াতে ৩১% লাভে আছি বর্তমানে। দেখাযাক কয়েক বছর পরে কি হয়।

এই স্টকের বিনিয়োগ আমি ৫-৭ বছরের আগে হাত দেবো না। দেখি কি হয়।

৬| ১৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: কত কিছু জানেন আপনারা।
আর আমি নিজ দেশের অবস্থাই জানি না।

১৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৩

নতুন বলেছেন: আরো জানতে হইলে প্রতি ঘন্টায় ৫০$ ফাইনানসিয়াল এডভাইস সেসন বুক করুন।

আপনার জন্য ইসপিসিয়াল ৫০% ডিসকাউন্ত আছে ।

৭| ১৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:১৭

মেঠোপথ২৩ বলেছেন: সৌদিআরবে নতুন স্বর্নের খনি আবিষ্কার হয়েছে।নব আবিষ্কৃত স্বর্ণখনিটি প্রায় ১২৫ কিলোমিটারজুড়ে বিস্তৃত—যা ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছে। এই কারনেই স্বর্নের দাম অস্বাভাবিক ভাবে বাড়ছে কিনা কে জানে! সৌদি রাজপরিবারের উপড় ইজরাইলের পুর্ন নিয়ন্ত্রন রয়েছে। এটাই ভয়ের বিষর।

১৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০৮

নতুন বলেছেন: নতুন সোনার খনির সাপ্লাই বাড়লে দাম কমে যাবে।

তবে বর্তমানে দাম বাড়ার পেছনের কারন গুলি

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমাইছে। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা বাড়াইছে। আর ডলারের দাম কমে গেছে। যারা সামনে রিসেসন আসছে চিন্তা করছে তারাও সোনাতেই বিনিয়োগ করবে।

সৌদি রাজ পরিবার আমেরিকাতে বিলিওন বিলিওন ডলারের বিনিয়োগ আছে, তারা আমেরিকার হাতের মুঠোয়। কথা না শুইনা উপায় নাই।

৮| ১৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সাধরণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে।

১৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৫

নতুন বলেছেন: আমাদের দেশে মানুষ গয়না কেনে, কিন্তু আমার মনে হয় দেশের জুয়েলারী দোকানীরাই আসলে লাভবান হয়।

তারা বিক্রির সময় লাভ করে, আবার আপনি যখন বিক্রি করবেন তখনও লাভ করে। সেই গয়না আবার আরেকজনকে বিক্রি করে ওরা লাভ করবে।

সোনার বার কিনে রাখলেও বিক্রির সময় ৭% চার্জ করে দুবাইতে।

৯| ১৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ভাইয়ের বিয়ের জন্যে আমরা ১৭৬০০০ করে কিনেছিলাম। ১ মাস আগে।

এখন, ২১৬০০০!!!

১৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৭

নতুন বলেছেন: শারমিন শশুর বাড়ী থেকে যেই গয়না পেয়েছিলো সেটা গত মাসে এখানে পরিবর্তন করে ২২ ক্যারেটের গয়না নিয়েছে। সেদিন প্রতি গ্রামের দাম ছিলো ৪১১ দিরহাম, আজ দাম ৪৬৮ দিরহাম।

১০| ১৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১১

কলিমুদ্দি দফাদার বলেছেন:
শ্রাবনধারার মন্তব্যটি বেশ মনোযোগ সহকারে পড়লাম; বেশ যুক্তিযুক্ত, জ্ঞানগর্ভ বিশ্লেষণ। অর্থনীতি, স্টক, শেয়ার, ফরেক্স, কমোডিটি বিষয়ে ভালোই ধারনা রাখেন বলে মনে হলো। উনি আমেরিকার নিউইয়র্ক ভ্রমনের সময় "রকফেলার টাওয়ার" দেখে পুঁজিবাদী চালানের দুর্গ এবং নতুন সাম্রাজ্য আখ্যা দেওয়া সহ বিষয়গুলোর যে দৃষ্টিভঙ্গি আর যেভাবে বিশ্লেষণ করলেন; উনি শেয়ার মার্কেট বড় কোন খেলোয়াড় কিনা ভেবে একটু সন্দেহ হলো?

আমার পরিচিত কিছু মানুষ আছে লোক চক্ষুর আড়ালে স্টক থেকে ভালো আয় করে কিন্তু কাক-পক্ষী ও জানে না। যারা নতুন বিনিয়োগ/ মার্কেটে ডুকে সাময়িক কিন্তু প্রফিট করে তাদের উত্তেজনা টা একটু বেশি। শ্রাবনধারা আপনি যদি শেয়ারে এমন কোন রাখব-বোয়াল কিংবা গভীর জলের মাছ হয়ে থাকেন অনুগ্রহ পুর্বক অভিজ্ঞতা শেয়ার সহ বিস্তারিত জানাবেন।

১৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৮

নতুন বলেছেন: পুজিবাজারে অনেকই চুপচাপ ভালো করছে।

যে নিজে ফাইনা্নসিয়াল মার্কেটে ট্রেড করে ভালো করছে তিনি কখনোই কোর্স বিক্রি করেনা। নিজেই তার পোটফলিও বাড়াতে কাজ করে।

১১| ১৬ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪১

মেহবুবা বলেছেন: স্বর্নের কথা স্বর্নের অক্ষরে লেখা থাকবে, এর অতি উত্থানে মনে হচ্ছে।

১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০৪

নতুন বলেছেন: ২০২৩ এ সোনার আউন্স ছিলো ২০০০$ এর কাছে এখন তা ৪২৫৪$

সোনা, স্টক আর ক্রিপ্টোর এই দামের এই পরিবর্তন বেশিরভাগ হিসাকেই উল্টে দিয়েছে।

১২| ১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:০৬

রবিন_২০২০ বলেছেন: বিদেশে লোকজন সোনার বার কিনে রাখে সেফ ইনভেস্ট হিসেবে। এখন চারিদিকে দেখছি বিক্রির হিড়িক। সবাই ভাবছে দাম হয়তো পড়ে যাবে তাই বিক্রি করে লাভবান হচ্ছে। বেচা কেনার রেশিও ৮:১
আজব ব্যাপার হচ্ছে দাম পড়ছে না। খুব সম্ভবত নাক বোঁচা জাতি গুলো ম্যানিপুলেট করছে।
তবে বড়ো পরিবর্তন আসন্ন। US Federal রিসার্ভ হচ্ছে ৮১৩৩ মেট্রিক টন। যেটা ভালুয়েশন করা আছে $৪৩ পার আউন্স। অথচ মার্কেট প্রাইস $৪২০০। গুরু ট্রাম্প এটা এডজাস্ট করার কথা ভাবছেন।

১৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:২০

নতুন বলেছেন: সোনার পাশাপাশি রুপার বারেও বিনিয়োগ করছে ভারতীয়, চাইনিজেরা।

১৩| ১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:০১

শ্রাবণধারা বলেছেন: @ কলিমুদ্দি দফাদার বলেছেন: "উনি শেয়ার মার্কেট বড় কোন খেলোয়াড় কিনা ভেবে একটু সন্দেহ হলো?"

নাহ, তা নয়। ব্লগে বিভিন্ন ধরনের মানুষ আছে, তবে হেজ ফান্ড ম্যানেজারদের কেউ যে নেই, সেটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। স্টক মার্কেটে আমার অল্প কিছু ইনভেস্টমেন্ট আছে, সেগুলোর অবস্থা বিশেষ ভালো নয়।

আমার ধারণা, ক্ষুদ্র বিনিয়োগকারীদের ব্যর্থ হওয়ার সম্ভাবনা ৯০ ভাগ বা তারও বেশি। আপনি কখনোও হেজ ফান্ডকে বিট করতে পারবেন না। এদের বুদ্ধি সাংঘাতিক, আর ক্ষমতা আরো সাংঘাতিক। এরা সম্পুর্ন মার্কেট নিয়ন্ত্রন করে। উদাহরণ হিসেবে বিল অ্যাকম্যানের (Bill Ackman) নাম বলা যায়। হেজ ফান্ডের মালিক, প্রবল ক্ষমতাবান ভয়ংকর জায়নিস্ট।

তবে স্টক মার্কেটে সময় সময় একটা প্রবণতা বা ঢেউ আসে। যখন গাঁজা কোম্পানির শেয়ারে মানুষ ইনভেস্ট করে, তখন সবাই সেটা কিনতেই থাকে। একসময় আসে কোভিড শেয়ার, ক্রিপ্টো, আবার ইভি বা গ্রীন এনার্জি। এখন চলছে গোল্ড আর ডিফেন্স স্টকের হাওয়া। পালে হাওয়া থাকতে থাকতে যদি কিছু লাভ করে নিতে পারেন, তাহলে আপনি সফল। এই শেষের গোল্ড আর ডিফেন্স স্টকেে উচ্চমুল্য পৃথিবীর ভবিষ্যত সম্পর্কে খারাপ ইংগিত দেয় বলে উপরের মন্তব্যটা করা।

১৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:২৭

নতুন বলেছেন: যু্দ্ধের সময় যুদ্ধের মালামাল সাপ্লাই করে তাদের সেয়ারের দাম বাড়ে। তবে আমি ডিফেন্স রিলেটেঢড কম্পানিতে বিনিয়োগ করবো না।

ক্ষুদ্র বিনিয়োগকারীদের ব্যর্থ হওয়ার সম্ভাবনা ৯০ ভাগ বা তারও বেশি।

এর কারন হিসেবে আমি দেখেছি অল্প ফান্ডে খুবই ছোট পজিসন নিতে হয় কিন্তু বেশিরভাগ ট্রেডারই সেটা না করে অনেক বেশি ঝুকি নিয়ে ফেলে।

১৪| ১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১:০৩

জ্যাক স্মিথ বলেছেন: তারপর বলেন মিস্টার নতুন, ট্রেডিং কেমন চলছে?



:-P =p~

১৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:১৯

নতুন বলেছেন: আমার ট্রেডিং এ ধরা খাইছি B-) ( সোনার ট্রেডিং এ এক্সপেরিমেন্ট ফান্ডে ৬০০$ থেকে ২৭০০$ পৌছানোর পরে এখন একাউন্ট জিরো ) তবে আবার গোল্ড ট্রেডিং করবো।

কিন্তু আমার লং টার্ম ধরে রাখার জন্য স্টোকে ৩৪% লাভে আছি। ট্রাম্পের নতুন হুমকিতে আমি একটু voo কিনেছি, এটা লাভে এসেছে।

আমি লং টার্ম ধরে রাখার জন্য স্টোকে বিনিয়োগ করছি সিরিয়াসলী। আর ট্রেডিং টা এখনো এক্সপ্রিমেন্টাল। সময় না দিতে পারলে সোনা বা ফোরেক্স ট্রেডং করা যায় না। সোনার ট্রেডিং এ মাকেট্রের ভাব বোঝা অনেক জরুরী, তাই গবেষনা খুবই দরকারী।

১৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:২৯

নতুন বলেছেন: আমি কয়েকটা Nvidia সেয়ার কিনেছিলাম ৯৮$ ;)

১৫| ১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ২:০৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:
@ শ্রাবনধারা: অসাধারণ! যেমনটি ভেবেছিলাম ঠিক তেমন ই জ্ঞানগর্ভ মন্তব্য করেছেন। তবে হেজ ফান্ড ম্যানেজারদের কেউ যে নেই, সেটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। এখন হয়তো না থাকার সম্ভাবনা ই বেশি! তবে প্রয়াত ব্লগার কান্ডারি অথর্ব সেই বছর দশেক আগে "ক্যান্ডেল স্টিক" প্যাটার্ন নিয়ে একটি পোষ্ট করেছিলেন। তার মানে তখন হয়তো ব্লগে এই লেভেলের বা ষ্টকের সাথে জড়িত ব্যাক্তি বর্গের আনাগোনা ছিল।

আমার ধারণা, ক্ষুদ্র বিনিয়োগকারীদের ব্যর্থ হওয়ার সম্ভাবনা ৯০ ভাগ বা তারও বেশি। তা হয়তো ঠিক। কিন্তু মার্কেট ফ্লোয়ের সাথে সাথে "শ্যালো ইনভেস্টাররা" ও কিছু খেয়ে বেঁচে থাকে; তা না‌ হলে হয়তো স্টকে বিনিয়োগে নিরুৎসাহিত হবে।

আপনি কখনোও হেজ ফান্ডকে বিট করতে পারবেন না। এদের বুদ্ধি সাংঘাতিক, আর ক্ষমতা আরো সাংঘাতিক। এরা সম্পুর্ন মার্কেট নিয়ন্ত্রন করে। হ্যাঁ। "মার্জিন কল" মুভিটিতে দেখেছিলাম এক রাতের মধ্যে কিভাবে সব পরিকল্পনা করে মার্কেট ম্যানুপুলেট করেছিল। অবশ্য এগুলো পুরাতন খেলা; সময়ের সাথে সাথে এক এক ভাবে ফিরে আসে। ন্যাথান রথচাইল্ড "ওয়াটার লূ" যুদ্ধের সময় কি করেছিল আপনার তো জানার কথা?

উদাহরণ হিসেবে বিল অ্যাকম্যানের (Bill Ackman) নাম বলা যায়। আপনার কথা শুনে গুগল করলাম। হার্ভার্ডে পড়াশোনা, ইহুদি রুটের বিলিয়নিয়ার। অস্বাভাবিক কিছু না! স্টক, মানি, ব্যাংকিং, শেয়ার, বন্ড, সুদ এগুলো তাঁদের ই আবিষ্কার করা। এসব বিষয়ে তাঁদের অবাধ ও গুপ্ত জ্ঞান থাকাটাই স্বাভাবিক, ওয়াল্ডের বেষ্ট ইনস্টিটিউট গুলোতে পড়াশোনা করা।‌ "জর্জ সরস" নামে আরেকজন ব্যক্তি আছেন; সাংঘাতিক লেভেলের মানুষ।‌

১৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৪

নতুন বলেছেন: আপনি কখনোও হেজ ফান্ডকে বিট করতে পারবেন না। এদের বুদ্ধি সাংঘাতিক, আর ক্ষমতা আরো সাংঘাতিক। এরা সম্পুর্ন মার্কেট নিয়ন্ত্রন করে। হ্যাঁ। "মার্জিন কল" মুভিটিতে দেখেছিলাম এক রাতের মধ্যে কিভাবে সব পরিকল্পনা করে মার্কেট ম্যানুপুলেট করেছিল। অবশ্য এগুলো পুরাতন খেলা; সময়ের সাথে সাথে এক এক ভাবে ফিরে আসে। ন্যাথান রথচাইল্ড "ওয়াটার লূ" যুদ্ধের সময় কি করেছিল আপনার তো জানার কথা?

আমি দুই বার এই রকমের গ্রুপের সাথে ট্রেড করেছি। এরা ফেসবুকের এডের মাধ্যমে ট্রেডে সাহাজ্যর কথা বলে টেলিগ্রাম গুপে নিয়ে যায়। তারা আপনাকে ভালো কিছু ট্রেডের সিগনাল দেবে যেটাতে আপনার ভাল লাভ হবে। তারপরে যখন আপনি দেখবেন যে গুরুর এনালাইসিন ভালো আপনি লাভ করছেন তখন মাসখানি পরে আপনাকে কোন একটা পেনী স্টোকের দাম বাড়াতে বড় একটা গুপে এড করাবে। সবাই মিলে ঐ স্টোকের দাম বাড়াবে এবং কখন কিনতে হবে, কি দামে কিনতে হবে সেটা বলে দেবে, এবং একটা লেভেলৈ দাম বাড়ার পরে বিক্রি করতে নির্দেশ দেবে।

১৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৩

নতুন বলেছেন:

এই স্টকে প্রথম কয়েকবার আমি লাভ করেছি, পরে আবার একটা ধরা ও খাইছি।

১৬| ১৭ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:১৭

হাইজেনবার্গ ০৬ বলেছেন: @শ্রাবনধারা: আপনি কখনোও হেজ ফান্ডকে বিট করতে পারবেন না ইহা আংশিক সত্য, কারন রিটেইল ইনভেস্টর বা সাধারন কোন ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনের যা ফান্ড থাকে তা দিয়ে বড় বড় হেজ ফান্ড কোম্পানির জটিল ট্রেডিং স্টৃেটিজীর সাথে পেরে উঠে না, কারন তাদের ইনভেস্ন্টমেন্ট থাকে প্রচুর যা তা দিয়ে তারা মার্কেট মুভ করায়। আমার ফান্ড বেশী থাকলে আমি তাদের লস করে দিতে পারি।যার ফান্ড বেশী সেই সিকান্দার।আবার অনেক হেজ ফান্ড কম্পানি ফেইলিউর ও হয়। মেড অফ এর নাম শুনে থাকবেন হয়তো।

এরা সম্পুর্ন মার্কেট নিয়ন্ত্রন করে ইহা ঠিক না, মার্কেটে আরো অনেক খে্লোয়ার আছে, যারা 'মার্কেট মেকার', 'আরবিট্টেটর' নামে খেলে। হেজ ফান্ড দিয়ে মার্কেট ইনফ্লুয়েন্স করতে পারে বাট কন্ট্রোল করতে পারে না বা পারবে না।

@কলিমুদ্দি দফাদার প্রয়াত ব্লগার কান্ডারি অথর্ব সেই বছর দশেক ঐ পোস্টে আমার এক্টা মাল্টি নিকের কমেন্ট ছিলো। B-) কোন ইনভেস্টমেন্টের ট্যাকনিকাল এনালাইসিস লাগলে আওয়াজ দিয়েন। বাই,হোল্ড না সেল কি করবেন তা ফ্রিতে কয়া দিমুনে ;) আপনি কোন এক্টা নদীর নাম হইলে আপনারে চিনছি ;)

আপনাদের কথোপোকথনে আমি মাঝখানে নাক গলাইলাম, বূরা মাত সোচনা। B-))

১৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০২

নতুন বলেছেন: হাইজেনবার্গ ০৬ বলেছেন: @শ্রাবনধারা: আপনি কখনোও হেজ ফান্ডকে বিট করতে পারবেন না ইহা আংশিক সত্য,

আমরা অবশ্যই হেজ ফান্ডের সাথে পারবো না। কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হইলো সঠিক স্টপ লস আর টেক প্রফিট।

আপনি যদি প্রতি ট্রেডে ১০$ লস করেন , আর ২০$ প্রফিট করেন, তখন আপনি যদি ৪০% ট্রেড লাভ করতে পারেন তবেও আপনি লসে যাবেন না।

তাই যদি কেউ মানি ম্যানেজমেন্ট ঠিক মতন করতে পারে তবে ৫০% ট্রেড লস হলেও সে ট্রেডিং থেকে ভালো প্রফিট করতে পারবে।

কিন্তু আমি যেমন ৩ মাস ভালো ট্রেড কইরা ২৭০০$ এ পৈছানোর পরে ২ টা খারাপ সিদ্ধান্তের কারনে পুরা একাউন্ট ধরা খাইছি। এমনও হয় :((

১৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০৬

নতুন বলেছেন: কোন ইনভেস্টমেন্টের ট্যাকনিকাল এনালাইসিস লাগলে আওয়াজ দিয়েন। বাই,হোল্ড না সেল কি করবেন তা ফ্রিতে কয়া দিমুনে

আমি কয়েকজন পাকি ট্রেডার দেখেছি যারা মোটামুটি ভালো সিগনাল দেয়। ওরা আরেকজনের ফান্ড দিয়ে ট্রেড করে দেয়। দিনের শেষে লাভের ৫০% ভাগ নেয়। তয় লস হইলে আর জবাব দেয় না, কয় সরি ভাই। B-)

১৭| ১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:১৮

শ্রাবণধারা বলেছেন: @হাইজেনবার্গ ০৬, আপনার কথাগুলো খুবই সঠিক এবং গুরুত্বপূর্ণ।

হেজ ফান্ড সম্পূর্ণ মার্কেট নিয়ন্ত্রণ করে, আমার এই কথাটি সঠিক হয়নি। বলা উচিত ছিল, এরা মার্কেট ম্যানিপুলেট করে। অন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাদ দিয়ে হেজ ফান্ডের কথাই উল্লেখ করেছি, একারণ যে এরা খুবই এগ্রেসিভ এবং বদমায়েশিতে ভরা।

ওয়ারেন বাফেট আর হেজ ফান্ডগুলোর বিনিয়োগ স্ট্র্যাটেজি যদি আপনি লক্ষ করেন, দেখবেন যে বাফেটের প্রতিষ্ঠান ভালো কোম্পানি বেছে বিনিয়োগ করে। আমার মতে এটাই হওয়া উচিত ক্যাপিটাল মার্কেটের উদ্দেশ্য - মূলধন সংগ্রহ করা, বিনিময়ে বিনিয়োগকারীকে লাভ দেওয়া। কিন্তু হেজ ফান্ডগুলো ফটকা কারবারের মাধ্যমে বিষয়গুলোকে জটিল ও কলুষিত করেছে। যেতে আসতে তারা দুই দিকেই কাটে। ডেরিভেটিভ ও শর্ট সেলিং এর মাধ্যমে কয়েকগুণ লাভ করে। আবার লসও করে, যেটা আপনি বলেছেন।

আগের মন্তব্যে যে বিল অ্যাকম্যানের কথা বলেছি, সেই লোক ইউএস ইলেক্শনে ট্রাম্পের আগের রিপাবলিকান দলের মনোনয়নপ্রার্থী বিবেক রামাস্বামীর টেনিস খেলার পার্টনার। উভয়ের বিপুল সম্পদের উৎস এক - ফটকা কারবার।

আমার পর্যবেক্ষণ হলো, পাশ্চাত্যের ফাইন্যান্সিয়াল মার্কেটের কাঠামো এমনভাবে তৈরি যে এখানে ধনীরা আরও ধনী হয়, কর্মজীবী শ্রেণি কঠোর পরিশ্রম করে ধনীদের ধনী বানায়, অথচ তাদের অনিশ্চয়তার ঝুঁকি বাড়তেই থাকে।

বিনিয়োগ বিষয়ে আমার জ্ঞান নেই বললেই চলে। আপনার মন্তব্য পড়ে মনে হয়েছে আপনি এ বিষয়ে অনেক বেশি জানেন। তাই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকেই জানতে আগ্রহী। ভালো থাকবেন।

১৮| ১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:
@হাইজেনবার্গ: বলেছেন আমার ফান্ড বেশী থাকলে আমি তাদের লস করে দিতে পারি।যার ফান্ড বেশী সেই সিকান্দার।আবার অনেক হেজ ফান্ড কম্পানি ফেইলিউর ও হয়। "হেজ ফান্ড" দিয়ে যদি সবাই লাভবান বা বিলিয়নিয়ার হতো বা অনেক টাকার ঝনঝনানিতে মার্কেট ম্যানুপুলেট করে কতৃত্ব বজায় রাখা যেত তাহলে মনে হয় আরব ধনকুবদের এক চেটিয়া আধিপত্য থাকতো স্টক মার্কেটে। আপনি আমি চাইলে ও "অ্যাকম্যানের" মতো হতে পারবো না; কারন‌ আমাদের ওই লেভেলের শিক্ষা, মেধা, লিংক-লবিং, প্রভাব সর্বোপরি পর্দার আড়ালে থাকা জায়োনিষ্ট মাফিয়াদের অনুগ্রহ নাই। আপনি যেটা বলছেন তা হয়তো বড় একটা পুকুরের একটি অংশের সামান্য "শেওলা" খাওয়া। এতো বড় মার্কেট কয়েকটি গ্রুপের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না কিন্তু দিনশেষে "ঘুড়ির নাটাই" তাঁদের হাতেই! তাই আংশিক ভাবে আমি শ্রাবনধারার সাথে একমত।

কোন ইনভেস্টমেন্টের ট্যাকনিকাল এনালাইসিস লাগলে আওয়াজ দিয়েন। বাই,হোল্ড না সেল কি করবেন তা ফ্রিতে কয়া দিমুনে আপনে যদি কইয়া দেন তাইলে আর আমি শিখমু কি? পড়ের বিদ্যায় পোদ্দারী কইরা বড়লোক হইবার চাই না। আমার টেকনিক্যাল এন্ড ফান্ডামেন্টাল এন্যালাইসিস নিজেই কইরা নিমু। তয় আপনে আমারে চাইলে ম্যানচেস্টার ইউনাইটেড এক লট শেয়ার কিনে উপহার দিতে পারেন; দাম বেশি না‌! :P

আপনাদের কথোপোকথনে আমি মাঝখানে নাক গলাইলাম, বূরা মাত সোচনা। না বেশ ভালো লাগলো! আপনে দেখি আরেক সাইলেন্ট কিলার! তবে আপনার যদি মনে হয় নিজের মধ্যে "পটেনশিয়ালিটি" আছে স্টক সম্পর্কে তাইলে তো আপনার বন্ধু "গগনলাল" আর তার সার্কেলের কিছু লোকজন নিয়া নাইমা পড়েন; আপনার মেধা আর তাদের টেকা। তারা ভালো টাকা-পয়সা নিয়া ই তো আমেরিকা পালানোর কথা? :-B

১৯| ১৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১২

নতুন বলেছেন: ভাই কি কি জানতে পারলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.