![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজাকারদের বিচার প্রশ্নে কেও পক্ষে কেও বিপক্ষে । এখানে নিরপেক্ষতার কোন জায়গা নেই । হয় বিচার চান নয়ত চান না । আমরা অনেকেই যেমন বিচারের পক্ষে গলা ফাটাচ্ছি, তেমনি জামাতি ছাগু গুলাও কিন্তু পরিষ্কার তাদের অবস্থানের কথা জানিয়েছে । এখন " আমি শাহবাগ আসি না তার মানে আমি বিচার চাই না তা কিন্তু না... " , " কাম কাজ পরীক্ষা ফালায়া ক্যামনে আসব..." , " এইটা আম্লিগের চাল, লোকজন টাকা খাইয়া বইসা আছে... " এগুলা বলা মানে আপনার দেশপ্রেমে ঘাটতি আছে । মনে রাখবেন, আপনার একই যুক্তি হয়ত ৭১ এও "আরে আমি যুদ্ধে যাই নাই তার মানে কি আমি বাংলাদেশ চাই না । জয় বাংলা । জয়... " , "জাহানারা ইমাম এর পোলায় আম্রিকার স্কলারশিপ পাইয়াও যায় নায় দেশের টানে। পোলাটা গাধা ..." - কেও কেও দিয়েছিল যাদের আজ কেও চিনে না । আপনার বাপ যুদ্ধে যায় নাই কিন্তু আমার বাপ আরও অনেকের বাপ আর জাহানারা ইমাম এর "গাধা পুলা" রুমি গেসিল বইলা আপনি এখন নিশ্চিন্তে স্কুল, কলেজ , ইউনিভার্সিটি আর অফিস যাচ্ছেন । এখন আপনি যদি আন্দোলনে না আসেন তবে ভবিষ্যতের জামাত শিবির এর দখলে থাকা দেশে আমার ছেলে মেয়ে কিভাবে নিশ্চিন্তে স্কুল, কলেজ , ইউনিভার্সিটি আর অফিস যাবে? আবার আপনার বাপ মুক্তিযোদ্ধা ছিল, চাকরি বাকরি হেন তেন নানান সুবিধা পেতে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে আপনি দৌড় দেন সবার আগে কিন্তু আজকে শাহবাগে আপনি সবার পিছে ।
দেশের সামনে পরিষকার ভাবে নিজের অবস্থান ব্যাখ্যা না করলে কিন্তু আপনি অটো বিপক্ষে চলে যাচ্ছেন । আর দেশে কোন জামাত শিবির আপনার মত নব্য যুদ্ধাপরাধীর জায়গা হবে না । এখন শাহবাগ এ রাত ক্যামনে কাটাইবেন ??... পরে ত পাকিস্তানের শরণার্থী [!!!] শিবিরে রাত কাটাতে হবে দিনের পর দিন ।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: ভাল বলেছেন
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
ইসলাম রফিকুল বলেছেন: লেখকের সাথে সহমত । ব্লগার সবাক নির্বাক -- তুই রাজাকার ।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: রাজাকারের ফাসি হোক
তাইত সবাই চায়
এক টা ইসুতে থাকা চাই
গৃহযুদ্ধ নয়
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: এখন শাহবাগ এ রাত ক্যামনে কাটাইবেন ??... পরে ত পাকিস্তানের শরণার্থী [!!!] শিবিরে রাত কাটাতে হবে দিনের পর দিন ।
স হ ম ত.......
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
সবাক িনর্বাক বলেছেন: আহারে মুক্তিযোদ্ধা, লাকীর উপর আক্রমন হলো কেন আগে তার বিচার চাই, এর পর রাজাকারগো..............আর পাকিস্তানের শরনার্থী শিবির না, তোরা এই দেশকে ভারতের শরনার্থী শিবির বানাইতে চাস এই ব্যাপারে সন্দেহ নাই.............