![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি দেখা যায় ?
ভারতের রাষ্ট্রপতির নতমস্তক ? গর্বে বুকটা ফুলে যাচ্ছে ?
ছবিটা একটু উল্টা হইলেই -
দিগন্ত টিভির লাইভ নিউজ - " জি রহিমা আমি শুনতে পাচ্ছি । আমরা এখন দেখতে পাচ্ছি শাহবাগের পূর্বঘোষিত কর্মসূচী অনুসারে ভারতের কাছে মাথা নত কর্মসূচী উদ্বোধন হল বাংলাদেশের রাষ্ট্রপতির মাথা নত করার মধ্য দিয়ে... "
আমার দেশ পত্রিকার শিরোনাম " ৭১ পাকিস্তানের কাছ থেকে দেশকে মুক্ত করার প্রহসন করে ২০১৩ তে ভারতের কাছে দেশ বিক্রি আওয়ামী লীগ সরকারের । দেশকে নাস্তিক,হিন্দু মুক্ত করে প্রকৃত ইসলামী শরিয়া শাসন কায়েম করতে জামাতের বিকল্প নাই । "
আপনি সনি টিভি দেখতে দেখতে কুরকুরে চিপস খেতে খেতে বলেন , " দেশের মান সম্মান চলে যাচ্ছে গঙ্গায়, ম্যা ম্যা... শাহবাগিদের কি চোখে পড়ে না... ম্যা ম্যা... "
আমরা বলি , " একজন মানুষের প্রকৃত সম্মান তার বিনয় , নম্রতায় ... "
২| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬
এম আর সুমন বলেছেন: ইন্ডিয়া সফরে গেছিল খালেদা , তাও বেশ ঢাক ঢোল পিটিয়ে। কোথায় কোথায় গেছে , তাও মিডিয়ায় এসেছে। কার কার সাথে দেখা হয়েছে , তাও মিডিয়ায় এসেছে। কিন্তু তাতে কি হবে , সরকারী দল ভয় পেয়ে গেল, এই বুঝি তাদের দাদারা বিশ্বাসভঙ্গ করে খালেদা জিয়াকে দেশের ক্ষমতা দিয়ে দিল। ঘুম আবারো হারাম। ক্ষমতা যায় যায়। এবার আশরাফ সাহেব বললেন, বহু বহু চুক্তি খালেদা করে এসেছেন, দেশ একেবারে বিক্রি করে দিয়ে তার বিনিময়ে নগদ টাকাপয়সাও নিযে এসেছেন। তবে সেই সকল বিষয় জনগন বা মিডিয়া কেউ না জনলেও সবজান্তা একটি আওয়ামী প্যানেল তার সবই জানে। কিছুদিন পরেই খালেদার সাথে প্রনব বাবুদের গোপনে যত আঁতাত হয়েছে তা সবিস্তারে বর্ননা করা হবে।
তবে........এই সবজান্তারা আর কথাগুলো কখোনোই জানান নি। এখন প্রমানিত হয়, চুক্তি করা তো দুরের কথা , প্রনব বাবুর সাথে নাকি সাধারন সৌজন্যও খালেদা দেখাচ্ছে না। এটা নিয়েও বিস্তর কষ্ট পেয়েছে মহাজোটের নেতারা! দুঃখে কষ্টে সংবাদ সম্মেলনও করে ফেলেছে একেবারে। তাহলে কোনটি সত্য হল? গোপন আঁতাত কোথায় গেল? আর আওয়ামী মিডিয়াগুলির ম্যা ম্যা আওয়াজও আর শোনা যাচ্ছে না কেন???
৩| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮
বাংলাদেশী দালাল বলেছেন: সম্মান দিয়ে সম্মান আদায় করে নিলেন তিনি। ধন্যবাদ সেয়ার কোরার জন্য।
৪| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
পথ-হারা এক পথিক বলেছেন: সহমত।
৫| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
মাথাল বলেছেন: সামহোয়াইন বলেছেন: আমরা বলি , " একজন মানুষের প্রকৃত সম্মান তার বিনয় , নম্রতায় ... "
৬| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২
স্পাইসিস্পাই001 বলেছেন: আমরা বলি , " একজন মানুষের প্রকৃত সম্মান তার বিনয় , নম্রতায় ... "
স হ ম ত.....।
আপনার লেখায় যুক্তি আছে......ধন্যবাদ
৭| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আমরা বলি , " একজন মানুষের প্রকৃত সম্মান তার বিনয় , নম্রতায় ...
সহমত
৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭
রঁমাকান্তকামারঁ বলেছেন: ছবি উল্টো হলে কি হত সেটা নিয়েই পোষ্ট! হা হা হা !!
বুঝতে একটু সময় লাগছে
টাইটেলএ লাগিয়ে দিওয়া উচিত ছিল, ইহা একটি ধারনামুলক পোষ্ট
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯
সামহোয়াইন বলেছেন: আমরা বলি , " একজন মানুষের প্রকৃত সম্মান তার বিনয় , নম্রতায় ... "