নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বীলজেবাব

বীলজেবাব › বিস্তারিত পোস্টঃ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।



কি আওয়ামী লীগ গন্ধ পাচ্ছেন ? এই পোস্ট এ লাইক দিলে জামায়াতের বিম্পি শাখার মহিলা নায়েবে আমীর মনে কষ্ট পাবেন ? তাহলে জেনে রাখুন বঙ্গবন্ধু কোন বাঙ্গালীর একার বা আওয়ামী লীগের বাপের সম্পত্তি নয় । 'শুধুমাত্র বিম্পির সম্পত্তি' শহীদ জিয়াও কিন্তু বঙ্গবন্ধু কে বঙ্গবন্ধু বলেই স্বীকার করে নিয়েছিলেন সেই ৭১ এই । এমনকি পাকিস্তানী ক্যাম্প এ ৭১ এ ধর্ষিত মহিলা নায়েবে আমীর কে যখন মেজর জিয়া ঘরে তুলে নিতে অস্বীকৃতি জানান তখন ও বিম্পির সংসার রক্ষায় এগিয়ে আসেন বঙ্গবন্ধু । তিনি বলেন, " সব ধর্ষিত মেয়ের বাবার নামের জায়গায় আমার নাম লিখে দাও । আর ঠিকানা দিয়ে দাও ধানমণ্ডি ৩২ " সেই হিসেবেও দুর্ভাগ্যজনক ভাবে মহিলা নায়েবে আমীরের বাপ কিন্তু ঐ বঙ্গবন্ধু ।



বাঙ্গালী জাতির পিতা হলেন বঙ্গবন্ধু । এইটা অস্বীকার করা মানে দেশের ইতিহাস অস্বীকার করা ।আর দলের আগে দেশ বড় । তাই জামাতি, বিহারী আর পাকিস্তানী লোকজন বাদ দিয়ে আগামি ৭ মার্চ সবার অন্তত একবার " জয় বাংলা জয় বঙ্গবন্ধু " বলা নৈতিক দায়িত্ব ।



এই দায়িত্ব থেকে বিম্পির লোকজন ও বাদ যায় না যদি তারা জানেন ৭১ সালে কিন্তু বিম্পি ছিল না , ছিলেন বঙ্গবন্ধু ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

আলমপুরের জুয়েল বলেছেন: এটা কি সম্ভব??দেখে আসেন

২| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯

কাজী মামুনহোসেন বলেছেন: তাহলে জেনে রাখুন বঙ্গবন্ধু কোন বাঙ্গালীর একার বা আওয়ামী লীগের বাপের সম্পত্তি নয় । 'শুধুমাত্র বিম্পির সম্পত্তি' শহীদ জিয়াও কিন্তু বঙ্গবন্ধু কে বঙ্গবন্ধু বলেই স্বীকার করে নিয়েছিলেন সেই ৭১ এই । এমনকি পাকিস্তানী ক্যাম্প এ ৭১ এ ধর্ষিত মহিলা নায়েবে আমীর কে যখন মেজর জিয়া ঘরে তুলে নিতে অস্বীকৃতি জানান তখন ও বিম্পির সংসার রক্ষায় এগিয়ে আসেন বঙ্গবন্ধু । তিনি বলেন, " সব ধর্ষিত মেয়ের বাবার নামের জায়গায় আমার নাম লিখে দাও । আর ঠিকানা দিয়ে দাও ধানমণ্ডি ৩২ " সেই হিসেবেও দুর্ভাগ্যজনক ভাবে মহিলা নায়েবে আমীরের বাপ কিন্তু ঐ বঙ্গবন্ধু ।


জয় বাংলা, জয় বঙ্গবন্ধু .......

৩| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১১

ফার্ুক পারভেজ বলেছেন: বাহ কি মহান নেতা
দুধে ময়লা থাকতে পারে বংগবন্ধুর গায়ে কোন ময়লা নাই

৪| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২

কাজী মামুনহোসেন বলেছেন: @ফার্ুক পারভেজ ভাইজান ৫ টা রাজাকারের নাম কন তো ........ :D :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.