![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তথ্যমন্ত্রী ইনু , "আমার দেশ [পাকিস্তান] " বন্ধের দাবী উঠেছিলো, "আমার ব্লগ" নয় ;
আপনার কাজ কর্মের সাথে তালিবান শাসন পূর্ববর্তী আফগানিস্থানের কাজ কর্মের ব্যাপক মিল । ধন্যবাদ বাংলাস্থান তৈরির পথে দেশকে আরও এগিয়ে নেয়ার জন্য ।
মোবাইলে ন্যুড পিকচার দেখেলেই যদি আপনার জননাঙ্গ থেকে সাদা পানি আর ইউটিউব এ ভিডিও, ব্লগে মৌলবাদ ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে লেখা পড়লেই আপনার দুর্বল ঈমানের কারনে চোখ থেকে পানি পড়লে বুঝতে হবে আপনার ২ যন্ত্রেই প্রব্লেম আছে । ধন্যবাদ শেখ হাসিনা কে ডিজিটাল বাংলাদেশ এর পথে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য [ আগামী নির্বাচনে পুটু মেরে যার জবাব দেয়া হবে ]
একইসাথে শাহবাগ জনগোষ্ঠী [ প্রগতিশীল, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত] আর হেফাজতে জামাতের ভোট নিয়ে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার রাজনৈতিক চিন্তা ধারায় মরিচা ধরেছে । হেফাজতে জামাত আর মৌলবাদীরা কখনই আম্লিগ কে ভোট দেয়নি, ভবিষ্যতেও দেবে না । মাঝখান দিয়ে দেশের ২ কোটি তরুণ ভোটার এর সমর্থন হারাবেন না । ধন্যবাদ হেফাজতে জামাত কে সরকারের আসল রূপ তুলে ধরার জন্য ।
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২
বীলজেবাব বলেছেন: ভোট দিব না ভাই ।
২| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬
পিপাসার্ত বলেছেন: আমার দেশ বন্ধের দাবি কেন করতে হবে? তারা তাদের মত বলুক। আমরা আমাদের মত বলি। লোকের কাছে যেটা ঠিক লাগবে সেটা গ্রহন করবে। আমার দেশ বন্ধের দাবিও যেমন স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বাধা, আমার ব্লগ বন্ধ করাটাও স্বাধীন মত প্রকাশে বাধা। দুই পক্ষই কেন এত এক্সট্রিম?
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪
বীলজেবাব বলেছেন: আমার দেশ বন্ধ করতে হবে কারন সবাই আপনার আমার মত না। সবাই শিক্ষিত না, সবার বিচার বুদ্ধি উন্নত না, সবাই ব্লগ কি বুঝে না আর আস্তিক,নাস্তিক আর ইসলাম বিদ্বেষী এর পার্থক্য বুঝে না । দেশের এমন জায়গা আছে যেখানে দৈনিক পত্রিকা যায় ৭ দিন পর, কারেন্ট নাই, টিভি ও নাই । ওইখানে আমার দেশ আছে, যার রাবিশ পড়ে এইসব অবুঝ বিচার বুদ্ধিহীন জনতা ভুল পথে পরিচালিত হচ্ছে ।
একটা ইসলাম বিদ্বেষী ব্লগ লিখে আপনি একজন মুসলমান কেও [হোক সে ধনী-গরিব, শিক্ষিত বা অশিক্ষিত ] ধর্মান্তরিত করতে পারবেন না । চ্যালেঞ্জ । কিন্তু আমার দেশ এর রাবিশ দিয়ে সহজেই হাজার হাজার মানুষ কে উত্তেজিত করে ধ্বংসাত্মক কাজে প্রয়োগ করতে পারবেন যার প্রমাণ আমারা দেখেছি।
তাই যুক্তিসঙ্গত কারনেই আমার দেশ বন্ধ করতে হবে ।
৩| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮
ভাবনার মেশিন বলেছেন: কি হাস্য কর, আমার দেশ বন্ধ করতে হবে ? হারামির বাচ্চা , এই তোর মত প্রকাশের স্বাধীনতা।
দেশ সমাজ বিরোধী শুধু আমার দেশ কেন , সনাব্লগ, বালের কেল্লা, প্রয়োজনে তোদের কেও বন্ধ করা হবে
৪| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১
আশার রাজ্যে নিরাশার মেঘ বলেছেন: আমরা হব তালেবান, বাংলা হবে আফগান... এই স্লোগান দেয়ার দিন শেষ। বাংলাদেশ এখন আফগানিস্থান হয়ে গেছে। আর এত বড় একটা কাজ করার জন্য জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় সম্মান সুচক ডিগ্রী দেয়া হোক।
৫| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪
তথই বলেছেন: যাদের বাংলাদেশ এতই খারাপ লাগে সেই ভাদা, পাদারা ভারত আর ফাকিস্তান চলে যা , ব্লগে লেদাইস না
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০
লিঙ্কনহুসাইন বলেছেন: [ আগামী নির্বাচনে পুটু মেরে যার জবাব দেয়া হবে ]
তোঁ কারে ভোট দিবেন ? জামাত বিএনপি ? তারা তোঁ এদের চাইতেও বেশি