![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিও কবি হতে চাই
যত পারি কবিতা লিখে যাই।
পারিনা লিখতে হয়ত গদ্য আর পদ্য
তাই বলে কি লেখা করে দিব বন্ধ ।
প্রয়োজনে দিব ব্লগ ছবি
তবুও যে হবো আমি কবি ।
করে দিলাম আমার ভালোবাসার জিন্দাদাফন
ও কাদে আমার এই মন,
শুধু তোর জন্য যখন তখন,
ও হয়ে গেছে………….
আমার ভালোবাসার জিন্দাদাফন।
কেও শুনে নাই এই পুড়া হৃদয়ের কথা
কেও দেখেনি জোড়া ভাঙ্গা হৃদয়ের ব্যথা ।
লেখিব এরকম হাজারো লক্ষ কবিতা
সবই যেন রয় থাকবে মধুময় সৃত্বির পাতা
থাকবে তাতে কত শত ভুল বানান
থাকবে কত বিচরন
আর কত নৃত্য কলা আচরন ।
জানিনা কোথায় থেকে করবো শুরু
আবার কোথায় হবে শেষ লেখা
জানিনা পাবে কি পাবেনা প্রিয়তমা
আমার সেই কবিতা গল্পের দেখা।
২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪২
নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ নাইম রাজ ভাইয়া।
২| ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২১
ধ্রুবক আলো বলেছেন: লেখকের ইচ্ছে পূরণ হোক +
২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪২
নতুন বিচারক বলেছেন: দোআ করিবেন।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:১৭
নাইম রাজ বলেছেন: লেখাটি অন্যরকম হয়েছে।