![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল অনেক ব্লগার সাহেবেরা মনে হচ্ছে নতুন নতুন ধর্ম গ্রহণ করছেন ।
আর ওই সকল ব্লগারা শুধু নতুন ধর্ম গ্রহণেই ক্ষান্ত হননি বরং ইসলাম ধর্মের
পবিত্র কোরআনকেও অস্বিকার করছেন,এক কথায় কোরআনকে বিশ্বাস করছেন না।
যেমন ব্লগার চাঁদগাজী ভাই গত কাল কিয়ামত নিয়ে এক পোস্ট দিয়েছেন,তার ভাষ্য
মতে কিয়ামত নিয়ে মানুষের যে ধারণা তা সবই যুক্তিহীণ ।
আমার প্রশ্ন ওটা না আর শুধু ব্লগার চাঁদগাজীই নয় আরো অনেক ব্লগারই ব্লগে মন্তব্যের
মাধ্যমেও তারা পবিত্র কোরআনকে অবমান না করছেন ।এই তো সেদিন জিন নিয়ে আমি নিজে
একটি দিলে সে পোস্টে বিভিন্ন ব্লগার নানান ধরনের মন্তব্য করেন অনেকে সরাসরি কোরআনকে
অবমাননা করেছেন । এর পর কালকে কিয়ামত নিয়ে পোস্ট দিলে এরপর ব্লগার চাঁদগাজী কেয়ামত ইত্যাদি নিয়ে ভুল ধারণার প্রচার আমাদের ক্ষতি করছে! এই শিরোনামে একটি পোস্ট দেন ।কথা হলো সে কি পোস্ট দিলেন না দিলেন সেটা বড় কথা না,কথা
হলো সরাসরি কোরআনকে অবিশ্বাস করা । আমরা এই ব্লগে বিভিন্ন ধর্মের লোক আছি যেহেতু সেহেতু বিভিন্ন ধর্মের পোস্ট আসবেই
এটাই স্বাভাবিক,তাই বলে পাক কোরআন এবং মহান আল্লাহু এবং তার সৃষ্টিকে অবিশ্বাস করে না ভাই।
জনাব চাঁদগাজী ভাই আমার এখন পুরাই মনে হচ্ছে আপনি হিন্দু । তার কারন হলো আপনার লেখা এবং আজ কয়েকদিন।
যাবত আপনার মন্তবগুলও একই অবস্থা । আপনার বড় সমস্যা আপনি কোরআনকে বিশ্বাস করতে পারছেন না ।
আর এতাও কিন্ত কিয়ামতের একতা লক্ষণ সেটা কি একবারো ভেবে দেখছেন । আপনার মতে পৃথিবীতে এখনও মানুষ অশিক্ষিত
হ্যা ধরে নিলাম এই আধুনিক যুগে এসেও মানুষ আপনার থেকে একটু কমই বুঝে,এবং আপনি সব সময় অন্যের ব্লগে যেয়েও বলেন
মানুষ এখনো সেই আদিযুগে রয়েগেছে । ধরে নিলাম সেটাও ঠিক আছে । আচ্ছা জনাব চাঁদগাজী ভাই আমার প্রথম প্রশ্ন আপনার কাছে কোরআনের কোন ব্যখ্যা বা কোন আয়াতের অর্থটি আপনার কাছে ভুল মনে হচ্ছে একটু খুলে বলবেেন ।আমার জানা মতে বা দেখা মতে
যেমন,বাইবেল বলেন বা ঈনজীল বলেন আর গীতা বেদ,অর্থবেদ,এইবেদ,সেইবেদ যাই বলেন,সবই ভুল । পৃথিবীর শুরু থেকে শেষ
পযন্ত পৃথিবীতে যা যা ঘটেছে এবং ঘটবে সবকিছুর বিষয় এবং সকল সৃষ্টির উৎর্স একমাত্র পাক কোরআনেই নির্ভুল ভাবে উলেখ্য করা
বা আয়াতে তরজমা করা আছে ।জনাব চাঁদগাজী সহ এই ব্লগের আরো যারা ব্লগার আছেন তাদেরকে বলছি যদি আরবী ভাষায়
কোরআন না পড়তে পারেন তাহলে ইংরেজি ও বাংলা সহ বিভিন্ন ভাষায় কোরআন অর্থ ব্যখ্যা সহ পাওয়া যায়,সেগুলো নিয়ে সবাই
পড়ুন আর পাক কোরআনের সূরার আয়াতের অর্থের সাথে পৃৃথিবীর বর্তমান সময় আদি সময় আগামী সময়গুলো একটু ভাবুন আর
দেখুন মিলছে কি না ।না মিললে পরে না হয় কুরআনকে অবিশ্বাস করবেন ।দেখুন কোরআনে আল্লাহু পৃথিবীর অনেক গায়েবি বিষয়
আয়াত রেখেছেন । যা সম্পর্কে একমাত্র আল্লাহু ভালো জানেন।
১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৩
নতুন বিচারক বলেছেন: বুঝেছি আমার আর এখানে লেখা হবে না । সত্য এবং ন্যায় কথা বললে বা লেখলে যেখানে সেফ থেকে জেনারেল হতে হয় সেখানে
না লেখাটাই ভালো।
২| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৬
হাতুড়ে লেখক বলেছেন: তাই বলে পাক কোরআন এবং মহান আল্লাহু এবং তার সৃষ্টিকে অবিশ্বাস করে না ভাই।
জনাব চাঁদগাজী ভাই আমার এখন পুরাই মনে হচ্ছে আপনি হিন্দু ।
পৃথিবীতে ৭০০ কোটি মানুষের মধ্যে কোরআনে বিশ্বাস রয়েছে মাত্র ১৭০ কোটি লোকের। বাকী ৫৩০ কোটি লোক কোরআন অবিশ্বাস করে তারা তাদের বিশ্বাস/অবিশ্বাসে অটল রয়েছে।
চাঁদগাজী হিন্দু আপনি কিভাবে জানেন? আপনাকে সে বলেছে আমি হিন্দু?
আমার মনে হয় এই পোস্ট ব্লগের নীতি অবমাননা করেছে। সম্মানিত মডারেটদের দৃষ্টি আকর্ষণ করছি।
১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪০
নতুন বিচারক বলেছেন: আমার মনে হয় এই পোস্ট ব্লগের নীতি অবমাননা করেছে। সম্মানিত মডারেটদের দৃষ্টি আকর্ষণ করছি।
ঠিক বলেছেন আর আপনার কথা মডারেট শুনেছে আর সে জন্য ব্লগটিকে জেনারেল করেছে । ধন্যবাদ আপনাকে ধন্যবাদ
সামুর মডারেটডদের আমাকে সেফ থেকে জেনারেলে নামিয়ে আনার জন্য।
ভাই হাতুড়ে লেখক এবার খুশি হয়েছেনতো ভালো থাকুন।
৩| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: যারা কোরান অবিশ্বাস করে তাদেরকে কোরান বিশ্বাস করানো মনে হয় সহজ না।
যে যার বিশ্বাস নিয়ে নিজের মত থাকাটাই ভাল।নিজে কি বিশ্বাস করে সেটা নিয়ে ব্লগে লেখালেখি মানেই একটা অরাজকতা সৃষ্টি করা।
জনাব চাদগাজী সাহেবের শুভ বুদ্ধির উদয় হোক।
১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫১
নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই । চলি ভাই আর হয়ত কখন আপনাদের সাথে এখানে দেখা হবে না।ভালো থাকা হোক আপনাদের ।
৪| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫০
চেংকু প্যাঁক বলেছেন: সে যদি বলত সে হিন্দু, তাইলে তো কোন সমস্যা ছিল না। সমস্যা হল সে নিজেকে মুসলিম দাবি করতেছে। মুসলিম দাবি করার কারণেই তার বিরুদ্ধে কাউন্টার পোষ্ট দিতে হচ্ছে। হিন্দু হইলেও কাউন্টার পোষ্ট দেয়া হত, কিন্তু সেটার ধরণ আলাদা হত।
আমার ধারনা উনার বুদ্ধিবৃত্তিক সমস্যা আছে, বা আগে না থাকলেও ইদানিং সেটা হচ্ছে।
১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০০
নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৭
ভাবুক কবি বলেছেন: ছোট মানুষ বেশী বলার মুরদ নাই, শুধু বলব যে মুসলিম এবং প্রকৃত মুসলিম সে কখনই কোরআন নিয়ে তো কখনই না বরং আল্লাহর নবীও অন্য ধর্ম নিয়ে কথা বলতে নিষেধ করেছেন। বরং নবী বলেছেন তুমি তোমার ধর্মের গুনাগুণ দিয়ে পারলে অন্যকে আকৃষ্ট কর। যাতে সে ও হতে পারে সফলকামী।
কে নাসিক আর কে আস্তিক ইহা বলে সময় নষ্ট করতে আমিও চাইনা কিন্তু নাস্তিকতা আপনার কর্মে প্রকাশ পেলে কেওনা কে বলবেই, আপনি এবাই যে লোকই হোননা কেন। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করার সুযোগ দিক এবং লেখকের ঐ কথাটা মাথায় রাখুক কোরআন পড়ুন, আরবীতে না পারলে ইংরেজী বা বাংলায় দেন ভুল দেখান রেফারেন্স সহ। উত্তর ঠিকই পাবেন এই বাংলায়।
১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০২
নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ ভাই।
৬| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২১
প্রাইমারি স্কুল বলেছেন: আপনি কি ফ্রেস মন নিয়ে অর্থসহ কুরআন ১০/১৫ দিন বা এক মাসে পড়েছেন? না পড়লে পরুন, মনে আলোরন সৃষ্টি হবে । আর বহু প্রশ্নের উত্তর পাবেন। এই সহজ কাজ টি কেঊ করে না । শুধু একটি আয়াত নিয়ে আসে আর বলে কুরআনে ভুল আছে?
১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০২
নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ ভাই।
৭| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৫
নতুন নকিব বলেছেন:
এই পোস্ট ব্লগ নীতিমালা লঙ্ঘন করে নি। অবশ্য কারও পরিচয় পুরোপুরি নিশ্চিত না হয়ে তাকে এভাবে কোন ধর্মের প্রতি নির্দিষ্ট করা ঠিক সমিচীন মনে করি না।
এই ক্ষেত্রে চাঁদগাজীর উচিত তার ধর্মীয় পরিচয় তুলে ধরা। চাঁদগাজী তার ধর্মীয় অবস্থান পরিষ্কার করলে সমস্যারও সমাধান হয়ে যায়। তিনি যদি অমুসলিম হয়ে থাকেন এবং এটা প্রকাশ করে দেন, তাহলে কুরআনের বর্ননা অনুসারে কিয়ামতে বিশ্বাস স্থাপন কিংবা কুরআনের অন্যান্য বানীতে বিশ্বাস রাখার বাধ্যবাধকতা থেকে তিনি মুক্ত হয়ে যান। কুরআনে বিশ্বাসী ব্লগারদের তখন আর আহত হওয়ার বিষয়টি হয়তো তখন আর এইভাবে ঘটতো না।
পক্ষান্তরে, তিনি যদি নিজেকে মুসলিমদের একজন বলে আকারে ইঙ্গিতে বুঝাতে থাকেন, আবার কুরআনে বর্নিত বিশ্বাস বিরোধী ধ্যান ধারনাও ব্যক্ত করতে থাকেন, সেটা কোনভাবেই গ্রহনযোগ্য হতে পারে বলে মনে করি না। মুসলিম হয়ে কুরআন বিরোধী বিশ্বাস লালন করলে তার ইসলাম আর মুসলমানিত্ব থাকে কোথায়?
চাঁদগাজী ভাই কি বয়সের ভারে কিছুটা ন্যুজ নাকি ইদানিং? লেখাজোখায় কেমন প্যাঁচ ঘোচ লেগে যাচ্ছে দেখছি।
১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৪
নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ নতুন নকিব ভাই । চলি ভাই আর হয়ত কখন আপনাদের সাথে এখানে দেখা হবে না।ভালো থাকা হোক আপনাদের ।
৮| ১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৭
এ আর ১৫ বলেছেন: আপনি খুবই একটা খারপ উদ্দেশ্য নিয়ে এই লিখা লিখেছেন --
১) চাদগাজী সাহেব জীন বা কিয়ামতের ব্যপারে যদি ভিন্ন মত পোষন করেন তাহোলে সেটা কেন শুধু মাত্র কোরান অবমাননা , কেন সেটা বাইবেল অবমাননা নয় , তোরা অবমাননা নহে , গীতা অবমাননা নহে এবং কেন ত্রিপীটক অবমাননা নহে ????? আপনি সব কিছুকে কি কারনে গায়ে পড়ে কোরানের দিকে টেনে এনেছেন ?
২) জনাব চাঁদগাজী ভাই আমার এখন পুরাই মনে হচ্ছে আপনি হিন্দু ------ আপনার বোধ বুদ্ধির স্থরের করুন অবস্থা দেখে অবাক হোলাম -- হিন্দুরা ও পরকাল , শেষ বিচার জীন ভূত বিশ্বাষ করে ।
৩) যেমন,বাইবেল বলেন বা ঈনজীল বলেন আর গীতা বেদ,অর্থবেদ,এইবেদ,সেইবেদ যাই বলেন,সবই ভুল । পৃথিবীর শুরু থেকে শেষ
পযন্ত পৃথিবীতে যা যা ঘটেছে এবং ঘটবে সবকিছুর বিষয় এবং সকল সৃষ্টির উৎর্স একমাত্র পাক কোরআনেই নির্ভুল ভাবে উলেখ্য করা
বা আয়াতে তরজমা করা আছে
এই বক্তব্যের মাধ্যমে আপনি বাইবেল ইনজিল গীতাবেদ ইত্যাদিকে অবমাননা করেছেন , কোরানের গুনগান করতে গিয়ে অন্য ধর্মের পবিত্র গ্রন্থ গুলোকে অবমাননা করেছেন, দাবি কোরছেন ঐ গুলো মিথ্যা/ভুল এবং সেই সাথে কোরানের সুরা আনাম এর ১০৮ তম আয়াতকে লংঘন করে কোরান অবমাননা করেছেন । এই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন অন্য ধর্মের কোন পবিত্র বস্তু বা এনটিটিকে কোন প্রকার অবমাননা মূলক মন্তব্য বা কথা না বলার জন্য , আপনি সেটা লংঘন করে বলেছেন ---- বাইবেল গীতা বেদ সব কিছুই ভুল । কোরানকে সবার উপর রাখতে গিয়ে ঐ সমস্ত ধর্মের পবিত্র ডিভাইন সম্পর্কে কটু মন্তব্য করেছেন এবং সুরা আনামের ১০৮ নাম্বার আয়াত লংঘন করেছেন এবং এই কারনে কোরানের মর্যাদা আপনি ক্ষুন্ন করেছেন !!!!!
আপনি নিজেই একজন অবমাননা কারি এবং কোরানের নির্দেশ লংঘনকারি। নিজেকে আগে সংশোধন করেন পরে অন্যের ব্যপারে নাক গলায়েন । আকাশের দিকে থুতু দিয়েছেন এখন নিজের মুখে এসে পোড়ছে .
১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৮
নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ আপনাকে ।এখন যেয়ে চাঁদগাজীর পায়ে পরে তাকে পীর মানেন আর তার মুরিদ ময়ে যান।
৯| ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৮
বারিধারা বলেছেন: চাঁদগাজীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৮
নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ জানলাম।
১০| ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৩
লেখা পাগলা বলেছেন: @হাতুড়ে লেখক এই পোস্টটি কোন ভাবেই ব্লগ নীতিমালা লঙ্ঘন করে নাই । ধন্যবাদ লেখককে অন্যবদ্য এই লেখাটির জন্য ।
কুরআন হলো পৃথিবীর মানুষের জন্য সব থেকে বড় জ্ঞান লাভের গ্রন্ঠ।
চাঁদগাজী ভাই আগে কখনো এমন লিখা দেন নাই । এখন সম্ভবত তার মাথায় কোন সমস্যা হইছে, তাই উল্টাপাল্টা লেখছেন ।
১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫০
নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ ভাই ।
১১| ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৫
ভুয়া মফিজ বলেছেন: মানুষকে লজিক্যালী ভাবতে হবে; লজিক্যালী ভাবতে হলে, আধুনিক নলজের অধিকারী হতে হবে। এটা কিন্তু আমার না, ধর্ম সম্পর্কে গাজীভাই এর বানী। উনি আসলে কনফিউজড। একদিকে জন্মসূএ তে মুসলমান, অপরদিকে নতুন আহরিত জ্ঞান। কোনদিকে যাবেন বুঝতে পারছেন না। এই ব্যাপারটা সবাইকে বুঝতে হবে.....
১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫১
নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ ভাই । উনিই সঠিক আর আমরাই মিথ্যে।
১২| ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৫
আল হাবসি বলেছেন: বাইবেল বলেন বা ঈনজীল বলেন আর গীতা বেদ,অর্থবেদ,এইবেদ,সেইবেদ যাই বলেন,সবই ভুল । উস্তাদ -এই কথাটির মানে কি ?? ৭০০ কোটির ১৮৫ ঠিক আর বাকি সব ঈতর সম্প্রদায়---কে অধিকার দিয়েছে এ গুলো বলার ?? না কি গায়ে মানে না আপনি মোড়ল !!
এই করতে গিয়েই তো প্রিথিবীর সব খানে পশ্চাদ দিক টা মারাচ্ছেন ,তাই না উস্তাদ !!!
আর কত?? আর কত?? কেউ প্রশ্ন করতে পারবে না , কেউ যুক্তি দেবে না, কোন থীওরি এপ্রুভ্যাল নয় ,পাথর যুগে যা লিখা হয়েছে- তাই মহাসত্য , আর করলেই কাফির -মূরতাদ!!! সূতরাং টু শব্দ টি না করে , মাথা নত করে সব মেনে নিতে হবে ।
আর যদি মানতে না পারো বা না চাউ -- আগে তলোয়ার ছিলো এখন চাপাতি --!!! অত এব চালিয়ে যান উস্তাদ ,টাগেট ৫১৫!!
১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৯
নতুন বিচারক বলেছেন: হ্যা ।
১৩| ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: আমাদের থেকে চলে যাওয়ার কথা ভাবছেন কেন?
যে যার বিশ্বাস নিয়ে থাকুক। তবে এটা ঠিক ইসলাম নিয়ে কেউ মশকরা করলে তার প্রতিবাদ করা উচিত।
এভাবে চলে গেলে সমস্যার সমাধান হবে না ভাই। আমাদের সাথেই থাকুন।
১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০১
নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ ভাই । যুক্তিমূলক মন্তব্য করেছেন ।
১৪| ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধিক্কার জানাই সামুর মডারেতরকে লেখককের কলম কেড়ে নেয়ার জন্য।
১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৯
নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ ভাই ।
১৫| ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৯
মেরিনার বলেছেন: দেখুন:
view this link
১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৫
নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ ভাই । রাইট।
১৬| ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৪
মেরিনার বলেছেন: আরো দেখুন:
view this link
view this link
১৭| ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
কোরান ও বাইবেলের অনেক আগে, তোরাহ'এ কেয়ামত সম্পর্কে বলা হয়েছে; তোরাহ'এ বিশ্ব ধ্বংসের কথা বলা হয়েছে; এখন "বিশ্ব সম্পর্কে ধারণা" বদলে গেছে; পৃথিবী বা সৌর জগত ধ্বংস হবে, এটা সঠিক; তবে পুরো বিশ্ব ধ্বংস হবে না।
তোরাহ'এ সময় ও আলামত নিয়ে যা বলা হয়েছে, সেগুলোকে মানুষ যেভাবে ব্যাখ্যা করেছিলেন সাড়ে ৩ হাজার বছর আগে, সেসব ধারনা রিফাইন হয়ে বদলে গেছে, সামনে আরো বদলাবে।
বাইবেল তোরাহ'কে অনুসরণ করেছে; আমার পোস্ট আমি কোরানের কোন রেফারেন্স টানতে চাইনি; কারণ, মুসলমানদের থেকে বিশ্বে খৃস্টানদের সংখ্যা বেশী; আমি বেশী লোকের ভাবনার দিকে নজর দিয়েছি।
১৮| ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১২
চাঁদগাজী বলেছেন:
আপনার পোস্টের শিরোনাম দিতে গিয়ে আপনি "সারকাজম"কে কাজে লাগায়েছেন, এগুলো ভালো কাজ নয়। কেয়ামত সম্পর্কে আপনার যে বিশ্বাস, আপনার জগতে কেয়ামত সেভাবেই আসবে। আমি তোরাহ ও বাইবেলে যা বলা হয়েছে, এবং ঐ ২ বইয়ের আস্হাশীল মানুষদের ধারণার পরিবর্তনকে তুলে ধরেছি।
১৯| ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৬
নতুন বলেছেন: নতুন বিচারক ভাই...
কে কোন ধম` গ্রহন করলো সেটা নিয়ে কারুর সমস্যা হবার কথা না। আর কে আস্তিক/নাস্তিক সেটাও আমাদের কারুর সমস্যা হবার কথা না। এটা তার সম্পূন` ব্যক্তিগত ব্যাপার।
যদি কেউ আপনার ধম`নিয়ে বাজে কথা বলে সেটার প্রতিবাদ সবাই করবে।
মন্ছুর হাল্লাহ নিজেকে আনাহ হক বলে দাবি করেছেন.... বত`মানে দেওয়ানবাগীই নিজে আল্লাহকে দেখেছে বলে দাবি করে... এবং তার লাখের বেশি অনুসারী আছে এই দেশে....
এখন আসুন ব্লগিং করা নিয়ে কিছু বলি...
আপনি আপনার বিশ্বাস নিয়ে লিখবেন.... তাতে অনেকেই তার বিপরিতে মত দিতে পারে... এই সমালোচনা ব্লগে মেনে নিতে হবে....
ধম` বিশ্বাস এতো ঠুকনো হয় যে আপনার মতের সাথে একটু পাথ`ক্য হলেই সে নাস্তিক ....
ব্লগে যারা ব্লগিং করে তাদের বেশির ভাগই কিন্তু শিক্ষিত এবং বিভিন্ন দেশে ভ্রমনের অভিঙ্গতা আছে... তারা বিভিন্ন সমাজে মানুষের সাথে মিশেছে...
তাই যখন কেউ বলে ঈহুদী/নাসারা/কাফেররা খারাপ... তারা যৌনতা নিয়ে এই সেই করে.... তখন যারা উন্নত বিশ্বে থাকে তাদের বাস্তব অভিঙ্গতার আলোকে বলতেই পারে যে এই ধারনায় কতটা ভুল আছে....
ব্লগিং করুন... সমালোচনা মেনে নিয়ে বুঝিয়ে বলুন...
হ্যাপি ব্লগিং,,,,
২০| ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দুই বিলিয়ন বছর থেকে এক বিলিয়ন বছর সন্নিকটে। আর একশ বছর থেকে দুইশ বছর দূরে। কেয়ামত সন্নিকটে বলার পরেও কেটেগেছে দেড় হাজার বছর। সুতরাং এ সন্নিকটে যে আসলে কি সেটা আল্লাহই ভাল জানেন। আর কেয়ামতের অনেক বড় আলামত এখনো রয়ে গেছে।
২১| ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪২
কানিজ রিনা বলেছেন: চাঁদগাজীর রাজনীতি নিয়ে লেখা গুল বেশ ভাল এই একজন চাঁদগাজী যে তাবদবিশ্বের
শাসকদের ভুলের বিরুদ্ধে কথা বলতে পারে।
তার গল্প লেখার বেশ ভাল মেধা আছে বলেই
মনে করি। কিন্তু উনি যদি মুসলমান হয়
নিজের ধর্ম সম্পর্কে উদাসীন হওয়ায় এমন
কিছু পৌড়ানিকতা নিয়ে বলেফেলে। তবে
কোরআনের মত আসমানী কিতাবের কিছু
বিষয় তুচ্ছতা অপমানকর বৈকি।
চাদঁগাজী বুঝাতে চেয়েছে কিয়ামত নিকটে
বলা পৌড়ানিক কাহিনী বিশ্বাস যোগ্যনা।
সেইহেতু কোরআনের দিকটাও উঠে আসে।
পৃথিবীর বয়স কত আরও কয়লাখ বছর
পৃথিবী টিকবে তার একথার সাথে সান্তনাও
জড়িত আছে। তবে চাঁদগাজীর একথাও বুঝা
উচিৎ প্রগতিশীল বিজ্ঞানের পরমানু অস্ত্র
আবিস্কার আর উন্নত বিশ্বের কাছে যে
পরমানু অস্ত্রের ঝনঝনানী যুদ্ধ যুদ্ধ রব
উঠে তার কারনে মানুষ ভয় পেয়ে কিয়ামতের
আলামত বলে ধারনা করে বিশেষ করে সরল
ধর্মীয় মানুষগুল।
এখন চাঁদগাজীর বুঝা উচিৎ মানুষ যখন
ভালবাসার পৃথিবীটাকে গাছপালা পশুপাখি
জাবতীয় সৃস্টিকে বাসকরার অনুপযোগী করে
তুলবে তখন আল্লাহ্ লানত স্বরুপ কিয়ামত
শুরু হবে যার আলামত কোরআনে বর্ননা
করা আছে।
এখন চাদঁগাজী সান্তনা স্বরুপ ধর্মের ভুল
ব্যাক্ষা ধরে বুঝানোও ভুল।
একথাও চাঁদগাজীকে বিশ্বাস করতে হবে
প্রকৃতির সৃস্টির সৌন্দর্য মানুষ রক্ষা করতে
না পারলে মানুষ নিজে নিজে ধ্বংশ হবে।
আর সেটাই প্রকৃতি সৃস্টি কর্তার বিচার।
এখনও পৌড়ানিক অনেক নিদর্শন আছে যা
বিজ্ঞানীরা সমাধানে আসতে পারেনা।
আর এখানে মন্তব্যে চাপাতীর উল্লেখ করা
অতি অজ্ঞানতার পরিচয়। গায়ের জোড়ে
কোনও সমাধান আসেনা। ইসলামে তা মেনেও
নেয় না। লেখক কেন এখান থেকে চলে
যেতে চাচ্ছেন তাও বোধগম্য নয়। ধন্যবাদ।
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
নতুন বিচারক বলেছেন: কি করবো আপু এই ব্লগের কৃতপক্ষরা আমার লেখার হাত বন্ধ করে দিয়েছে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৫
চেংকু প্যাঁক বলেছেন: উনাকে আমি কিছু প্রশ্ন করেছিলাম, জবাবে উনি প্রত্যেকবার পাশ কাটানো উত্তর দিয়েছেন। ডিফেন্ড করার সৎ সাহস না থাকলে এইটাইপের গুরুতর বিষয়ে কথা বলা যে উনার ক্রেডিবিলিটি নষ্ট করে দিচ্ছে এইটুকু বুঝার বুদ্ধিও মনেহয় উনার নাই। অনেক দিন আগে ম জ বাশার নামের একটা ভন্ড পীরের মুরিদ এই ধরনের বুদ্ধিপ্রতিবন্ধি টাইপের লেখা পোষ্ট করত, উনার অবস্থা ম জ বাশারের মত হতে মনে হয় খুব বাকি নাই।