![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু মানুষের পোষ্ট দেখে মনে হয় কাস্টমাররা ইভ্যালি থেকে ফ্রিতে প্রডাক্ট নিচ্ছে! ইভ্যালির অনিয়ম গুলো নিয়ে লিখলে নাকি কাস্টমারদেরই ক্ষতি!
ঐসব দালালদের কাছে প্রশ্ন,
যে প্রডাক্ট কিনেছে সে কি টাকা দেয়নি? ইভ্যালি কি তার কাছ থেকে প্রফিট করেনি? ইভ্যালির মালিকরা কি তাদের ব্যাক্তিগত সম্পদ বিক্রি করে জনগনকে লোকসানে প্রডাক্ট দিচ্ছে?
যদি ৪৫ দিনে ডেলিভারি করতে না পারে তাহলে প্রতিশ্রুতি দিচ্ছে কেনো? এটা ভোক্তা অধিকার আইন লঙ্ঘন নয় কি?
আর দালালরা আয়ের ফাক ফোকরে ইভ্যালিকে সুযোগ করে দিচ্ছে। কারণ নির্দিষ্ট সময়ের ১ মাস পার হয়ে গেলে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযোগ নেবে না।
মানুষ প্রয়োজনে কেনাকাটা করে, আমার প্রয়োজনে ফোনের অর্ডার করলাম, সময় মতো না পাওয়ায় দোকান থেকে আরেকটা ফোন কিনলাম। ৬ মাস পরে ইভ্যালির ফোন পেলাম। তাহলে আমার লাভ হলো কোথায়? আমার আরো অপচয় হলো! গরমে ফ্যানের অর্ডার করলাম, প্রডাক্ট না পেলে কি ফ্যান ছাড়াই থাকবো? বাজার থেকে আবার ফ্যান কিনলাম, কয়েক মাস পরে ইভ্যালির ফ্যান পেয়ে কোন কাজে আসলো না!
লোভনীয় ক্যাশব্যাক অফার দেখে বেশি দামে অর্ডার করলাম, এরপরে ক্যাশব্যাক ব্যালেন্সে দিয়ে রেগুলার সপে কেনাকাটা করতে গিয়ে দেখি ডাবল ডাবল দাম! তাহলে ক্যাশব্যাক দিয়ে আমার লাভ কি?
ডেসটিনি, ইউনিপে, যুবক, সেবকের মতো প্রতারকরা হাজার হাজার কোটি টাকা লুটে নেওয়ার সুযোগ পেয়েছে ইভ্যালির দালালি করা অতি লোভি কিছু মানুষের জন্য।
দালালি না করে ইভ্যালিকে টিকিয়ে রাখার জন্যই তাদের সিস্টেম ঠিক করতে পরামর্শ দিন।
২| ২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৫
গফুর ভাই বলেছেন: সরকারী প্রাইমারী স্কুলে পড়েছিলাম অতি লোভে তাতী নষ্ট কিন্তু বাঙ্গালী পড়েছে ঠিকি পরীক্ষায় পাশ করার জন্য কিন্তু ব্যাক্তি জীবনে প্রয়োগ শিখে নাই।ব্যবসায় আদিকাল থেকেই ফাঁদ ছিল যারা লোভি তারা ইভ্যালি তে যায় যদিও জানে যে , যেসব দামে পন্য দিতেছে বাস্তবে তা সম্ভব নাহ ( সাইক্লোন অফার ইত্যাদি)।
আমার প্রশ্ন হল, যারা তাদের লোভনীয় অফারের পন্য কেন কিনতে যায় যদিও জানে যে প্রতারিত হবার সম্ভাবনা আছে। আর জেনেশুনে প্রতারিত হবার পর কেন কান্না করে।তাদের কি মগয কি পায়ে যে চিন্তা করতে জানে নাহ।
৩| ২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২২
ফয়সাল রকি বলেছেন: ইভ্যালীর অফারগুলো খুবই লোভনীয়- এটাই সমস্যা!
৪| ২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১২
আহমেদ জী এস বলেছেন: আল মামুন শাওন,
বাংলাদেশের প্রতিটা ব্যবসায়ী কোনো না কোনো ভাবে জনগনের সাথে প্রতারনা করছেই।
মনে হয় প্রতারনা ছাড়া ব্যবসা করা যায় না।(রাজীব নুর)
৫| ২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৭
মোস্তফা সোহেল বলেছেন: এদেশে এখনও পর্যন্ত কোন নির্ভরযোগ্য অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান গড়ে উঠেনি।সব বাটপার।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের প্রতিটা ব্যবসায়ী কোনো না কোনো ভাবে জনগনের সাথে প্রতারনা করছেই।
মনে হয় প্রতারনা ছাড়া ব্যবসা করা যায় না।