![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভালো আছি অর্থ সমাজে একজন ভালো আছে । মনের আনন্দের জন্য লিখি ।
শোন্ মা আমিনা, রেখে দে রে কাজ ত্বরা করি মাঠে চল,
এল মেঘনায় জোয়ারের বেলা এখনি নামিবে ঢল।
নদীর কিনার ঘন ঘাসে ভরা
মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা
করিস না দেরি- আসিয়া পড়িবে সহসা অথই জল
মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা মেঘনায় নামে ঢল।
এখনো যে মেয়ে আসে নাই ফিরে- দুপুর যে বয়ে যায়।
ভরা জোয়ারের মেঘনার জল কূলে কূলে উছলায়।
নদীর কিনার জলে একাকার,
যেদিকে তাকাই অথই পাথার,
দেখতো গোহালে গরুগুলি রেখে গিয়েছে কি ও পাড়ায়?
এখনো ফিরিয়া আসে নাই সে কি? দুপুর যে বয়ে যায়।
ভরবেলা গেলো, ভাটা পড়ে আসে, আঁধার জমিছে আসি,
এখনো তবুও এলো না ফিরিয়া আমিনা সর্বনাশী।
দেখ্ দেখ্ দূরে মাঝ-দরিয়ায়,
কাল চুল যেন ঐ দেখা যায়-
কাহার শাড়ির আঁচল-আভাস সহসা উঠিছে ভাসি?
আমিনারে মোর নিল কি টানিয়া মেঘনা সর্বনাশী।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২
নিউজপ্রিন্ট বলেছেন: আপনার জন্যও শুভকামনা
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা।
২ সেপ্টেম্বরের কমেন্টের প্রতিমন্তব্য বা শুভকামনা আজ ১৯ তারিখে??
এমনটি ব্লগিং এর পরিপন্থী।
আপনাকেও শুভকামনা ও ভালোবাসা।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০
নিউজপ্রিন্ট বলেছেন: আমি ২৪ ঘন্টা চাকুরী করি, ঘুমে থাকলেও চাকুরী। ব্লগে লেখা ছিলো না রাইটিং টাইপিং করে তাহলে সুন্দর মেয়ের নাম দিয়ে আইডি খোলে বসে থাকতাম গো ।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
শুভকামনা,রইল।