নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন বোঝা যাচ্ছে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রুবেলের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলাটা মিথ্যা ও বানোয়াট ছিলো। রুবেল যদি লম্পটই হয়ে থাকতো তাহলে হ্যাপি যত কিছুই হোক রুবেলকে দেখতে পারতনা, রুবেলের ছায়াও মাড়াতে আসত না। এখন রুবেল ভালো খেলতেছে দেখতাছে, আর রুবেলের কল্যাণে হ্যাপির নাম দেশব্যাপী। তাই হ্যাপির মুখে এখন রুবেল রুবেল, বেবী বেবী। নায়িকা হ্যাপিকে কয়জনে চিনতো, যতজনে চিনে রুবেলের প্রাত্তন প্রেমিকা হিসেবে।
একজন জাতীয় দলের খেলোয়াড়ের মানহানির জন্য, তার বিরুদ্ধে মানসিক অত্যাচারের জন্য, বিশ্বকাপের আগে একজন খেলোয়াড়ের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য হ্যাপিকে আইনের আওতায় আনা হোক। তার বিরুদ্ধে জাতীয় দলের পক্ষ থেকে মানহানীর মামলা করা হোক এবং যথোপযুক্ত শাস্থির ব্যবস্থা নিশ্চিত করা হোক।।
©somewhere in net ltd.