নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাই না আমি সমাজবাদী নেতার ছদ্মবেশী রূপ,
চাই না আমি সন্তান হারা মায়ের অশ্রুসিক্ত মুখ।
চাই না আমি তৈরি হোক কোন ধর্মত্যাগী পাপী,
চাই না আমি এলেমহীন কোন পাঞ্জাবী।
চাই না আমি অবাধ বিচরিত ছদ্মবেশী অপরাধী,
চাই না আমি দেখতে কোন ভদ্রবেশী স্বার্থবাদী।
চাই না আমি বাংলার বুকে রাক্ষসরূপী কোন সরকার,
চাই না এই বাংলা হোক কারবালা কিংবা পলাশীর কোন প্রান্তর।
চাই না আজও থাকতে হয়ে স্বাধীন দেশে পরাধীন,
চাই না থাকুক দেশের মানুষ অজানা শঙ্কায় নিদ্রাহীন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯
নিউটনিয়ান বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
মুসাফির নামা বলেছেন: চাই না আমি বাংলার বুকে রাক্ষসরূপী কোন সরকার,
চাই না এই বাংলা হোক কারবালা কিংবা পলাশীর কোন প্রান্তর।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
নিউটনিয়ান বলেছেন: ধন্যবাদ
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬
আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
নিউটনিয়ান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪২
কল্লোল পথিক বলেছেন: আপনা চাওয়া গুলো পূর্ন হউক।
কবিতা চমৎকার হয়েছে।
শুভ কামনা কবি।