নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে যদি ৯০% মুসলমান হয় তাহলে ১০% অন্য ধর্মের। অস্বীকার করবনা যে অন্য ধর্মের কেউ নির্যাতিত হয়না। কিন্তু এটাও অস্বীকার করা যাবেনা যে সংখ্যাগুরু হয়ে মুসলমানেরা নির্যাতন থেকে রেহাই পায়। নির্যাতনের হার গড় জনসংখ্যার সমানুপাতিক। যেখানে অন্য ধর্মের মানুষ নির্যাতিত হয় মোট জনসংখ্যার ১০% আর মুসলমানেরা হয় ৯০%।
সবাই রাষ্ট্রের জনগণ। দায়ভার যদি নিতেই হয়, রাষ্ট্রকে নিতে হবে। দোষারোপ যদি করতেই হয় রাষ্ট্রের আইনি অবকাঠামোকে করতে হবে। গড়পড়তা একটা ধর্মের মানুষদের দোষারোপ করে কি ফায়দা আছে? ন্যায় বিচার সবারই প্রাপ্য। রাষ্ট্র তার আইনি ব্যাবস্থায় কঠোর থাকলে কেউই কারো ক্ষতি করতে পারেনা, সে যে ধর্মেরই হয়ে থাক না কেন। আর আইনের সঠিক প্রয়োগ না থাকলে কারুরই নিস্তার নাই, সে সংখ্যালঘুই হোক আর গুরুই হোক।
২১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:০৮
নিউটনিয়ান বলেছেন: হে স্বদেশ, হায় স্বদেশ
২| ২০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
চাঁদগাজী বলেছেন:
আইষ্টাইনিয়ান লেখা, হকিংগিয়ান ভাবনা, ঢাবিয়ান প্রকাশ
২১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:০৮
নিউটনিয়ান বলেছেন: লেখা টা ইচ্ছা করেই ছোট রেখেছি।
৩| ২০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
জাহিদ হাসান বলেছেন: জননেত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের জনগন সুখে আছে। মানুষ আর্থিকভাবে উন্নতি করছে।
দেশ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। জয়বাংলা, জয় বঙ্গবন্ধু।
জাহিদ হাসান শিশির
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ,ঢাকা।
২১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:০৯
নিউটনিয়ান বলেছেন: কোন দেশের সাথে তাল মিলিয়ে এগুচ্ছে?
৪| ২০ শে জুলাই, ২০১৯ রাত ৮:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবিতা সরল বিশ্বাস।।
সরল বিশ্বাসে দুর্নীতি করি।
কামাই আমি টাকা।
১৪ তলার ফ্ল্যাটে থাকি।
আজব শহর ঢাকা।।
বিশ্বাস যাদের বাঁকা আছে
সরল বিশ্বাস ধরো।
দূই হাতে কামাও টাকা
নিজের পকেট ভরো।
............................... .........
বিশেষ দ্রষ্টব্যঃ এই কবিতার ঘটনা ও চরিত্র সমূহ কাল্পনিক। বাস্তবতার সাথে ইহার মিল খুঁজিতে যাওয়া বৃথাই সময়ের অপচয় মাত্র।[
২১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:১০
নিউটনিয়ান বলেছেন: ওকে সরল মনে বিশ্বাস করলাম
৫| ২০ শে জুলাই, ২০১৯ রাত ৯:১০
রাজীব নুর বলেছেন: এখন দেখি, কি হয়। দাবার শেষ চাল বাকি আছে।
২১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:১১
নিউটনিয়ান বলেছেন: এখানে চালের শেষ নাই। এক চাল শেষ হয় তো আরেক চাল এর উদ্ভব হয়।
৬| ২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১:১৩
জাহিদ হাসান বলেছেন: দক্ষিণ এশিয়ার অন্য দেশের চাইতে বাংলাদেশ দ্রুত উন্নত হচ্ছে।
এটা এই দেশের কিছু রাজাকারের সহ্য হচ্ছে না।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
তারেক ফাহিম বলেছেন: শিরোনামটি জব্বর সাজালেন।
স্ংখ্যায় গুরু, নির্যাতনে লঘু নয়
স্বদেশেই একমাত্র সম্ভব....গুরু লঘু হওয়াতে