নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু কমিউনিটির একটি কাব্যগ্রন্থ ''এবার তোরা মানুষ হ'' বিগত বইমেলায় গল্প ও কবিতা ক্যাটাগরিতে রকমারির শীর্ষ দশ বেস্টসেলার তালিকায় ছিল। এবং প্রকাশনা অনন্যার কবিতার বইগুলোর মধ্যে এক নাম্বার বেস্ট সেলার ছিল। তবে লেখকের এ বইটি ভিন্নধর্মী অনুপ্রেরণা মূলক গ্রন্থ। যা পাঠককে দিবে অন্যরকম অনুভূতি। রকমারিতে বইটির প্রিভিউ দেখলে সম্যক ধারণা পাবেন।
বইয়ের মূল বিষয়বস্তু এবং নামকরণের ব্যাখ্যা
'অণু’ মানে হচ্ছে ক্ষুদ্র বা অত্যন্ত ছোট বস্তু, আর প্রেরণা মানে হচ্ছে মোটিভেশন বা উৎসাহ। বইটিতে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র মোটিভেশনাল ও উৎসাহমূলক লেখার সম্ভার। ক্ষুদ্র প্রেরণার অণুসম এই বার্তাগুলো মানুষের জীবনের গভীরতম তাৎপর্যকে উপলব্ধি করতে সহায়ক হবে। দিশা দেখাবে আত্মশক্তির উন্মেষ ঘটিয়ে জীবনের সম্ভাবনাকে নতুনভাবে আবিষ্কার করার।
জীবনের অতি ক্ষুদ্র বিষয়গুলো, যেগুলো আমরা প্রায়শই উপেক্ষা করি, সেগুলোর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সৌন্দর্য ও সাফল্যের চাবিকাঠি। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য সম্ভাবনা, যা আমাদের নজর এড়িয়ে যায়, সেগুলোই জীবনের মোড় পরিবর্তনের পথ তৈরি করে।
"অণু-প্রেরণা" গ্রন্থটি এমন এক অনন্য রচনা, যা পাঠকের মনে নতুন চিন্তার আলোকধারা বিচ্ছুরিত করতে সক্ষম। ক্ষুদ্র প্রেরণার অণুসম এই বার্তাগুলো জীবনের গভীরতম তাৎপর্যকে উপলব্ধি করতে সহায়ক হবে। দিশা দেখাবে আত্মশক্তির উন্মেষ ঘটিয়ে জীবনের সম্ভাবনাকে নতুনভাবে আবিষ্কার করার।
"অণু-প্রেরণা" গতানুগতিক ধারার বাহিরে ভিন্নধর্মী একটি গ্রন্থ, যা পাঠককে প্রদান করবে পাঠের নতুন অভিজ্ঞতা। তিন অংশে বিভক্ত এই গ্রন্থ আপনার সম্মুখে উন্মোচন করবে পাঠের নতুন দিগন্ত।
পাঠকের ভাবনার জগতে ধীরে ধীরে প্রেরণার অনুপ্রবেশ করানোর উদ্দেশ্যেই এই অণু-প্রেরণা। অণুসম প্রেরণায় গড়ে উঠুক অনুপ্রেরণার সুপারক্লাস্টার।
প্রকাশনী ও অন্যান্য তথ্য
বইটি প্রকাশিত হতে যাচ্ছে স্বনামধন্য প্রকাশনী জ্ঞানকোষ থেকে। ইতোমধ্যে বইয়ের প্রি অর্ডার শুরু হয়েছে। জ্ঞানকোষের ০১৭৭৭১২৬০৪৭ নাম্বারে কল করে পাঠক প্রি অর্ডার করতে পারেন। এছাড়াও রকমারি, বইফেরিসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে বইটি পাওয়া যাবে। অমর একুশে বইমেলার জ্ঞানকোষের প্যাভিলিয়নে তো থাকছেই।
২| ১৯ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৭
এইচ এন নার্গিস বলেছেন: উদ্যোগ ভাল
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭
শাহ আজিজ বলেছেন: খুব ভাল উদ্যোগ ।